১১টি ফ্রি অনলাইন ব্যাকআপ সার্ভিস

এখন আমরা প্রবেশ করেছি ক্লাউড কম্পিউটিংয়ের যুগে। আমাদের ডাটাগুলো এখন আর শুধু আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা রিমুভেবল স্টোরেজেই সংরক্ষিত থাকছে না বরং অধিক সুরক্ষার জন্য প্রয়োজনীয় ডাটাগুলো এখন আমরা স্টোর করে রাখছি বিভিন্ন অনলাইন ব্যাকআপ সার্ভিস প্রদানকারী প্রথিষ্ঠানের সার্ভারে। প্রয়োজন পড়লে ডাউনলোড করে নিচ্ছি কিংবা পছন্দের সব জিনিস শেয়ার করছি বন্ধুদের সাথে। তবে, ক্লাউডে তথ্য সংরক্ষন করতে হলে নির্দিষ্ট ফি প্রদান করতে হয়। কী মন খারাপ লাগছে? তার আর দরকার নেই। কারণ, আজ আমি আপনার সাথে পরিচয় করিয়ে দেব এমন ১১টি প্রতিষ্ঠানের সাথে, যারা ফ্রি অনলাইন ব্যাকআপ সার্ভিস দেয়। তাহলে বেছে নিন আপনি কোনটা ব্যাবহার করবেন।

১. MiMedia Free

  এমআইমিডিয়া ফ্রি আপনাকে দিচ্ছে পুরো ৭ জিবি ব্যাকআপ স্পেস। একে একটি সলিড ব্যাকআপ প্ল্যান বলা যায়। কারণ, এতে রয়েছে                রিয়েল টাইম ব্যাকআপ; অনলাইন ফটো, মিউজিক ও ভিডিও প্লেয়ার এবং ইজি ফাইল শেয়ারিং। এমআইমিডিয়ায় একাউন্ট খুলতে এই                                                     ঠিকানায় ক্লিক করুন।

 

২. Comodo Backup

কমোডো ব্যাকআপ-এও আপনি ৫ জিবি ফ্রি ব্যাকআপ স্পেস পাবেন। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি। একাউন্ট খুলতে ক্লিক করুন এখানে

 

৩. IDrive Basik

আইড্রাইভ-এর বেসিক প্লেন আইড্রাইভ বেসিক নামে পরিচিত। এখানে সাইনআপ করলে আপনি ৫ জিবি ব্যাকআপ স্পেস। সাইনআপ      করতে ক্লিক করুন এখানে

 

৪. SugarSync

এখানেও আপনি ৫ জিবি ব্যাকআপ স্পেস পাবেন। আর, একে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে স্পেস আরও বাড়াতে পারবেন।                                                  সাইনআপ করুন এখানে

 

৫. Google Drive

গুগল তার ব্যাবহারকারীদের জন্য চালু করেছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে রেজিস্টারের জন্য আপনার একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। এখানে আপনি পাবেন ৫ জিবি ব্যাকআপ স্পেস। তবে, গুগল ড্রাইভে আপনি কোন  ম্যালিশাস প্রোগ্রাম রাখতে পারবেন না। যেমন, যদি কোন প্যাচ বা কিজেন আপলোড করেন তা কারও সাথে শেয়ার করতে পারবেন না। গুগল ড্রাইভে একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।

 

 

৬. ElephantDrive Lite Edition

  এলিফেন্ট ড্রাইভ লাইট এডিশন-এ আপনি পাবেন ২ জিবি ফ্রি ব্যাকআপ স্পেস। এতে রয়েছে ডাটা এনক্রিপশনের সুবিধা। এলিফেন্ট ড্রাইভ-এর প্রিমিয়াম প্লেনের সুবিধাগুলো এলিফেন্টড্রাইভ লাইট এডিশনেও বিদ্যমান। সাইনআপ করতে ক্লিক করুন এখানে

 

৭. MozyHome Free

 মযিহোম ফ্রিতে আপনি পাবেন ২ জিবি ব্যাকআপ স্পেস। সাইনআপ করুন এখান থেকে।

 

 

৮. MyOtherDrive Free

  মাইআদারড্রাইভ-এর ফ্রি একাউন্ট-এ সাইনআপ করলে আপনি পাচ্ছেন ২ জিবি ব্যাকআপ স্পেস। সাইনআপ করতে চাইলে ক্লিক করুন            এখানে

 

৯. SpiderOak

 স্পাইডারওক-এ সাইনআপ করলে আপনি পাবেন ২ জিবি ফ্রি ব্যাকআপ স্পেস। সাইনআপ করতে ক্লিক করুন এখানে

 

 

 

১০. Dropbox

  ড্রপবক্স-এ সাইনআপ করলে আপনি পাবেন ২ জিবি অনলাইন ব্যাকআপ স্পেস। সাইনআপ করতে ক্লিক করুন এখানে

 

 

 

১১. SkyDrive

লাইভ এবং হটমেইল ব্যাবহারকারীদের জন্য মাইক্রোসফট চালু করেছে স্কাইড্রাইভ। এখানে আপনি পাচ্ছেন ২ জিবি ফ্রি অনলাইন ব্যাকআপ স্পেস। স্কাইড্রাইভ-এ একাউন্ট খুলতে হলে আপনার একটি লাইভমেইল বা  হটমেইল একাউন্ট থাকা লাগবে। সাইনআপ করুন এখান থেকে।

 

এই ১১টি অনলাইন ব্যাকআপ সার্ভিসে আপনি যদি ১টি করেও একাউন্ট খোলেন, তাহলে আপনি পাবেন ৩৯ জিবি অনলাইন স্পেস। তাও সম্পূর্ণ ফ্রি। কি, মন খারাপ ভাবটা এখন আর নেই, না?

Level 0

আমি রেজওয়ানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টার ফাস্ট ইয়ারের একজন ছাত্র। প্রযুক্তি ভালবাশি। মুভি দেখা আমার হবি। বই-ও পড়ি একটু আধটু। কম্পিউটার নিয়ে সময় কাটাতে বেশ লাগে। থাকি চট্টগ্রামে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.cx.com এর কথা লেখেন নাই। CX ১০ গিগা স্পেস দেয়। আর http://www.box.com ও আছে।

    @ক্রীতদাস: cx আর box থেকে কি কোনকিছু ডাউনলোড করতে গেলে সাইনআপ বা রেজিস্টার করা লাগে? নাকি ডাউনলোড-এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যায়? পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

amon kono cloud ase jetate direct http&ftp download kora jai? Thanks, good work

Level 0

http://www.glideos.com/ eitate paben 30GB free. ar jekono sizer file upload korte parben.
Ami to skydrive ar box.net a 50GB kore free paichilam.

    @xoxo: glideos থেকে কোনকিছু ডাউনলোড করতে হলে কি রেজিস্টার বা লগইন করা লাগে? নাকি এমনিই ডাউনলোড করা যায়? পরামর্শের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাল হয়েছে

বাহ! প্রথম টিউন খুবিই সুন্দর হয়েছে। আশা করি নিয়মিত আরোও সুন্দর সুন্দর টিউন উপহার দিবেন আমাদের।

ধন্যবাদ!

@আমিনুল ইসলামঃ ধন্যবাদ।