অনেকেই আছেন যারা উইন্ডোজ সেভেন ইনস্টল করার পদ্ধতি জানেন না । আশা করি তারা এই টিউনটি পড়ার পর নিজেই উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারবেন । শুধুমাত্র যারা উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারেন না তাদের জন্যই আমার এই টিউনটি করা । আশা করি তাদের টিউনটি খুব কাজে লাগবে ।
প্রথমে আপনি আপনার সিডি রম ফার্স্ট বুট সিলেক্ট করে নিন এরপর উইন্ডোজ সেভেনের সিডিটি ঢুকিয়ে রিস্টার্ট দিন । এব সিডি বুট হবার সাথে সাথে ইন্টার চাপ দিন ।
এখানে আপনি আপনার যে ভাষায় উইন্ডোজটি ইনস্টল করতে চান সেটি এবং সময়টি নির্বাচন করে পরবর্তি ধাপে যাওয়ার জন্য Next - এ ক্লিক করুন ।
click the Install now button.
'I accept the license terms' বক্সটি মার্ক করে 'Next'-এ ক্লিক করুন
Which type of installation do you want?
এখানে আপনি ২টি অপশন দেখতে পাবেন তবে Custom করে করাটাই আমার কাছে ভাল মনে হয় তাহলে আপনি যে কোন ড্রাইভের সাইজ এবং পছন্দ মত ড্রাইভে ইনস্টল করতে পারবেন ।
Where do you want to install Windows?
Custom ভাবে ইনস্টল করলে আপনি New লেখাটিতে ক্লিক করলে ড্রাইভের সাইজ বাড়ানো কমানো , নতুন পার্টিশন ইত্যাদি ফাংশন দেখতে পাবেন ।
তারপর next চাপ দিলেই ইনস্টল শুরু হবে । এর মধ্যে আপনার কম্পিউটার ২-৩ বার রিস্টার্ট দিতে পারে । ইনস্টল শেষ হলে সিরিয়াল চাবে । যদি আপনার কাছে যে সিরিয়ালটি আছে সেটা কাজ না করে তাহলে সিরিয়াল দেবার জারগার নিচের বক্সটির মার্ক উঠিয়ে দিন ।তারপর next চাপুন । আশা করি আপনাদের কোন সমস্যা হবে না সেটাপ দিতে ।
সবমিলিয়ে আপনার ২০-২৫ মিনিট সময় লাগতে পারে । উপভোগ করুন মাইক্রোসফটের নতন অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন ।সকলকে ধন্যবাদ
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
কি মিয়া হাসিব ভাল টিউন কিছু জানতে এখানে আসা ভাল এগিয়ে যায় আমরা আছি তুমার সাথে।