ওয়েব মাষ্টাররা FTP সর্ম্পকে জানলেও অনেক ইন্টারনেট ব্যবহারকারীর কাছে তা অজানা।
FTP কি?
FTP এর পুর্নরুপ হচ্ছে File Transfer Protocol. এই সফটওয়্যার দিয়ে লোকাল কম্পিউটার থেকে দুরবর্তী কম্পিউটার বা সারর্ভার এ ফাইল ট্রান্সফার করা যায়। এরকম জনপ্রিয় কয়েকটি FTP হলো:-
০১. FileZilla
02. CoreFTPLite
03. CuteFTP
04. FTPMaster
ইত্যাতি। কিন্তু সমস্যা হলো এই সফটওয়্যার সব সময় নিয়ে বেড়ানো সম্ভব নয়। সাইবার ক্যাফেতে FTP ইনস্টল করে ব্যবহার করাও ঠিক নয়। কারন FTP সফটওয়্যার পাসওয়ার্ড ধরে রাখে।
আপনার এই সমস্যার সমাধান দিতে পারে অনলাইন FTP.
http://www.net2ftp.com/ এমনি একটি সাইট। এখানে ব্রাউজ করে আপনি আপনার ওয়েবসাইটের FTP তে লগইন করতে পারেন। এতে আপনি পাবেন FTP সফটওয়্যার সকল ফিচার। যেমন: Cut, Copy, Paste, File Permission ইত্যাদি।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
ধন্যবাদ।