আমরা যারাই ব্লগ বানাতে চাই তারা ওয়ার্ডপ্রেসের সাথে খুব ভাল ভাবেই পরিচিত । এর কারন হল ওয়ারপ্রেসে কাজ করার মজাই আলাদা আর সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলো । তাই আজকে আপনাদের সামনে বিশ্বে সবচেয়ে বেশী ডাউনলোড এবং ব্যবহৃত ১৮ টি প্লাগইন নিয়ে টিউনটি সাজানো হয়েছে ।
All in One SEO Pack
এই প্লাগইনটি সার্চ ইন্জিন অটোমেটিক ভাবে অপটিমাইজ করার জন্য ব্যবহৃত হয় । এই প্লাগইনটি ডাউনলোড করা হয়েছে ১,৬০৩৩৬৮ বার ।
Google XML Sitemaps
আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে গুগল Xml সাইটম্যাপ তৈরি করার জন্য এই প্লাগইনটি ব্যবহৃত হয় । এটি মোট ডাউনলোড করা হয়েছে ৯৫৪,৪৫৯ বার ।
NextGEN Gallery
এই প্লাগইনটির মাধ্যমে ইমেজ বা পিকচার গ্যালারি তৈরি করা হয় যা আপনি ইচ্ছা করলে স্লাইড শো করাতে পারবেন । এটি মোট ডাউনলোড করা হয়েছে ৭১৫,৮১৯ বার ।
WordPress.com Stats
এই প্লাগইনটি ডাউনলোড করা হয়েছে ৭১,২৭১ বার
WP Super Cache
এই প্লাগইনটি ডাউনলোড করা হয়েছে ৪৯২,৬৩৭ বার ।
সাধারন একটি Contact ফরমের মতই এটি । এই প্লাগইনটি ডাউনলৌড করা হয়েছে ৩৯৩৯১৬ বার ।
ওয়ার্ডপ্রেসের নতুন কোন ভার্সন বের হবার সাথে সাথেই আপডেট করার জন্য এই প্লাগইনটি ব্যবহার করা হয় । এটি ডাউনলোড করা হয়েছে ২৮৮,৬০০ বার
Sociable
অটোমেটিক ভাবে জনপ্রিয় সোসিয়াল সাইটগুলো এড হয়ে যাবে । এটি ডাউনলোড করা হয়েছে ২৮৪১১৭ বার ।
এই প্লাগইনটির মাধ্যমে ইউটিউব ,ডেইলিমোসন ইত্যাদির মত সাইট মেক ররতে পারবেন এই প্লাগইনটির মাধ্যমে । এটি ডাউনলোড করা হয়েছে ২৫৪,৮০৭ বার ।
এটি একটি সাধারন ট্যাগিং প্লাগইন । যা আপনাকে সঠিকভাবে ওয়ার্ডপ্রেসের ট্যাগগুলো ম্যানেজ করতে সাহায্য করবে । এটি ডাউনলোড করা হয়েছে ২৫৪,২৫৩ বার ।
ওয়ার্ডপ্রেসের সকল তথ্য ব্যাকআপ রাখার জন্য ব্যবহৃত হয়ে থাকে । এটি ডাউনলৌড করা হয়েছে ২৫০,৭৯৫ বার ।
Google Analytics for WordPress
Add to Any: Share/Bookmark/Email Button
বিদ্রঃ যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আর ডাউনলোডের সংখ্যা এখন বাড়তে পারে কেননা এই গননার সংখ্যা কিছুদিন আগের । সকলকে ধন্যবাদ.................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
হাসিব , আমি খুবই কম জানি এবং কমও বুঝি । আমিতো শুরুর কাজটিই পারি না । অর্থাৎ ব্লগ তৈরি করাটা আমার অজানা । এ ব্যাপারে কিছু ইনফরমেশন আশা করছি । এরপর ওয়ার্ডপ্রেস…
. . . . . @ ধন্যবাদ @. . . . . .