গত দুই দিন আমি একটু বেড়াতে গিয়েছিলাম ,তাই কোন লেখা পোষ্ট করতে পারি নাই ।আমি তাই ঠিকলাম গত দুই দিনের লেখাগুলো আজ পোষ্ট করব।ভাবলাম প্রথমেই একটা বিনোদন মূলক লেখা লিখি।আমার লেখাটা একটু বড় হবে তাই তিন ভাগে লিখেছি।তো শুরু করে দিলাম আমার আজকের টিউন ।
টারমিনেটর মুভিটি আমরা দেখিনি এমন লোক খুঁজে পাওয়াই মুসকিল।কিন্তু আমরা কজনই বা জানি কিভাবে তৈরি হয়েছিল হলিউডের এই সাড়া জাগানে ছবিটি।
আমার মনে পড়ে আমি যখন স্কুলে পড়ি তখন আমি ছবিটির দ্বিতীয় পর্ব অথাৎ terminator-2 প্রথম দেখি।ছবিটি দেখে আমি কিযে মুগ্ধ হয়েছিলাম তা আমি আপনাদের বলে বুঝাতে পাড়বনা। আমার ছোট্ট মনে সেই দিন প্রশ্ন উঠেছিল কিভাবে তৈরি হল এই ছবিটি ? , ছবিটির নায়কটার নাম কি ?,এত সুন্দর বডিই বা কি ভাবে হল তার?,সে কি মানুষ,নাকি সত্যিকারের terminator অথাৎ রোবট?।
তখন শুধু একটাই উত্তর পেয়েছিলাম বড়দের কাছ থেকে যে ,এই ছবিটা কম্পিউটার দিয়ে তৈরি হয়েছিল।আর হিরোটা হল আরনোল্ড সোয়ারসনেগার।
এভাবেই আংশিক জেনেই বড় হলাম এই আমি ।কিন্তু আমিতো আর যানতে চাই। অবশেষে শেষ হল আমার না জানা সেই প্রহর।গত বছর যখন আমার বড় ভাই আমার জন্যে আমার সব চাইতে প্রিয় বন্ধুটাকে(কম্পিউটার) বিদেশ থেকে নিয়ে আসলো আমার জন্য। আমি তার পর পরই আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নেই। তার পর জানলাম সব কিছুই। আর তাই আমি আপনাদের কাছে আজ শেয়ার করব ।
আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...
প্রিয় বন্ধুটি হল ‘কম্পিউটার’। [email protected]