আসসালামু আলাইকুম।
পবিত্র মাহে রমাদ্বান এ আপনাদের জন্য ছোট্ট একটি উপহার নিয়ে আসলাম।
এখানে আমি শেয়ার করব তিনটি ওয়েব সাইট এর এড্রেস আর একটি অনলাইন ইসলামিক রেডিও।
আমি যতগুলো বাংলা ইসলামিক ওয়েব সাইট দেখেছি তার মধ্যে আমার প্রিয় এই তিনটি লিঙ্ক অত্যন্ত সমৃদ্ধ ও প্রানবন্ত মনে হয়েছে। আপনাদের মতামত জানালে খুশি হব।
১। http://www.al-ihsan.net
এটি হল দৈনিক আল ইহসান এর অফফিসিয়াল ওয়েব সাইট। এই দৈনিক এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এতে কোন প্রাণীর ছবি বা ভিডিও নাই, যেহেতু হাদীস শরীফ এ রয়েছে- হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-“যে ঘরে প্রানীর ছবি কিংবা কুকুর থাকে সে ঘরে রহমতের ফিরিশতা প্রবেশ করেন না।“
আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল- এতে কোন খেলাধুলা ও তথাকথিত অশ্লীল বিনোদন এর খবরও ছাপানো হয় না। কেননা সহিহ হাদীস শরীফ এ রয়েছে – “সকল প্রকার খেলাধুলা হারাম, তিনটি ব্যতীত......।“ আর বিনোদন এর নামে যেসব শালীন (?) ছবি ছাপানো হয় তা আপনারাই ভালো জানেন।
এছাড়া আরো অনেক সুন্দর ও হৃদয়গ্রাহী ফিচার রয়েছে হয়তো আপনাদের ভালো লাগবে।
২। http://www.sabujbanglablog.net
সবুজ বাংলা ব্লগ, সবুজ এই বাংলার সবুজের মতই এর ইন্টারফেস, প্রায় প্রতিটি পোস্টেই রয়েছে উন্নত ও মার্জিত ভাষা শৈলী আর ইসলামিক ও শিক্ষণীয় বিষয়ের সমারোহ।
ইসলামিক বিশেষ দিবস সমূহে এতে থাকে বর্ণালী নজরকাড়া ব্যনার আর প্রাসংগিক আলোচনা। পবিত্র রমাদ্বান মাসে এর হোমপেজ এর বা-দিকে রয়েছে দলীল সমৃদ্ধ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট। আসছে শব-ই-ক্বদর উপলক্ষেও নতুন কিছু থাকবে আশা করছি।
৩। http://www.ahkaamu-rwamadwaanal-mubaarak.net
আমার প্রাণের বাংলা ভাষায় রচিত সবচাইতে সুন্দর ও তথ্য সমৃদ্ধ ওয়েব সাইট যেখানে রয়েছে পবিত্র রমাদ্বান মাসের বিস্তারিত আলোচনা। এক্সক্লুসিভলি রমাদ্বান মাসের উপর এত সুন্দর ওয়েব সাইট আমি এর আগে দেখিনি।
৪। সবশেষে আপনাদের কে জানাব একটি অনলাইন ইসলামিক রেডিও –
ভিজিট করুন http://www.al-hikmah.net অথবা সরাসরি স্ট্রিমিং করুন http://118.139.163.199:8000
আশা করি আপনাদের ভালো লাগবে, কেমন লাগলো জানাবেন।
একটা হেল্প চাই- আল ইহসান এর e-version টি embedded pdf হিসেবে আপলোড করা হয়েছে। এটা ডাউনলোড করার কোন উপায় জানা থাকলে জানাবেন প্লীজ।
বিঃ দ্রঃ উপরের ঠিকানা গুলো জামাত বা শিবির কিংবা তাবলিগী দের নয়।
আমি nurul afsar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ঈদ উপহারের জন্য । আপনাকে ঈদ এর অগ্রিম মবারকবাদ