এটা আমার প্রথম টিউন । কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
আমার মত সবাই একটি সমস্যাতে পরেন তা হল ইন্টারনেট অটো ডিসকানেকট হয়ে যাওয়া । ডাউনলোড দিয়ে রেখেছেন , কিছুক্ষণ পর এসে দেখলেন নেট ডিসকানেকট হয়ে আছে । অথবা রাতে ঘুমানের আগে ডাউনলোড দিয়ে ঘুমিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন কিছুই ডাউনলোড হয় নি । তখন কেমন লাগে বলুন ? আজ সকালে ঘুম থেকে উঠার পর আমার এই হাল ই হয়েছে । মুলত এই কারণেই এই টিউন টি করছি ।
আজ কে আপনাদের যে সফটওয়্যার টা দিব তা নেট ডিসকানেকট হয়ে গেলে অটো রিকানেকট করে দিবে । এটা ব্রডব্র্যান্ড এ সবচেয়ে ভাল কাজ করে ।
সফটওয়্যার টি মাত্র ২১০ কিলোবাইট । এবং এটা পোর্টেবল সফটওয়্যার । তাই ইন্সটল করার কোন ঝামেলা নেই ।
আপনাদের কারো কাছে যদি এর চেয়ে ভাল সফটওয়্যার থাকে তবে দয়া করে জানাবেন ।।
এটা নিয়ে যদি এর আগে কেও টিউন করে থাকে তবে আমি দুঃখিত ।
আমি Harry। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Excellent boss!!!
Go ahead.