এটা টেকটিউনস এ আমার প্রথম টিউন।তাই ভুল হলে ক্ষমা করবেন।
মনটা খুব খারাপ;কারণ পরে বলছি,আগে টিউনটা দিই।
আমাদের মধ্যে অনেকেরই ওয়েব সাইট আছে।যাঁদের ওয়েব সাইট আছে তারা নিশ্চয় তাদের ওয়েব সাইত টি কে সাজাতে চান।
অনেক সময় তাদের অন্য সাইট এর ডিজাইন পছন্দ হয়, কিন্তু যাঁরা ভালোভাবে ওয়েব সাইট তৈরী করা জানেন না তাদের মন তখন খারাপ হয়ে যায়।
কিন্তু এখন আপনারা আপনাদের পছন্দের সাইট এর ডিজাইন নিজের সাইট এ apply করতে পারবেন খুব পুরাতন ও সহজ একটি কৌশল এর মাধ্যমে।
আমরা জানি যে,এইচটিএমএল হোলো যেকোনো ওয়েব সাইট এর ভিত্তি প্রস্তর।আর এই এইচটিএমএল কোড তৈরী করা হয় বিভিন্ন টেক্সট এডিটর যেমনঃ নোটপ্যাড,ওয়ার্ড প্যাড এর মাধ্যমে এবং পরে তার ফরমাট .html এ রুপান্তর করা হয়।
তাই আমরা যদি কোনো পেজ কে সেভ করি এবং তাকে .txt এ রুপান্তর করি তবে পেজ টার কোড গুলো পাওয়া যাবে অনায়াসে।
তাই আপনি যেই পেজ এর ডিজাইন চান সেই পেজ এ যান, এরপর ctrl+s চাপ দিয়ে পেজ টি সেভ করুন।এরপর এর এক্সটেনসন চেঞ্জ করে .html থেকে .txt করুন।সাধারনত এক্সটেনসন হাইড করা থাকে,তাই প্রথমে আপনাকে এটা আন হাইড করতে হবে।
এর জন্য নিচের চিত্রের মতো যেকোনো উইন্ডো থেকে tools> folder option> view tab সিলেক্ট করুন।
এরপর "hide extension for known files" অপশনটি আনটিক করুন।
এখন ফাইল টি রিনেম করে .html কেটে দিয়ে .txt করুন।ব্যাস হয়ে গেলো। এখন .txt ফাইল টি ওপেন করে পেজ এর সাথে কোড গুলো মিলিয়ে বুঝে নিন।
এখন মন খারাপের কারন বলি। আমি একটি wapka.mobi সাইট এ টিউন করি। সাইট টার নাম Tipsfair.net। সাইট টা কিছু দিন আগে তৈরি হয়েছে। তবে আমাদের জন্য সবচেয়ে গর্বের কথা ছিলো আমরা মাত্র সাড়ে ৪ মাসের কম সময়ে ৮৫০০০০+ ভিজিটর এবং ১৫০০ সদস্য পেয়েছি।এবং wapka.mobi হওয়া সত্ত্বেও দৈনিক ১২০০০+ হিট পেয়েছি(সর্বোচ্চ ১৬০০০+); এছাড়া আমাদের সাইট এ সবসময় গড়ে ১৫-২৫ জন অনলাইন এ থাকতই(সর্বোচ্চ ২১৬জন)।
কিন্তু সেদিনের কথা মনে পরলে চোখে পানি আসে।গত রবিবার রাত সাড়ে ১১টায় এক দল indian হ্যাকার("cyber hackerzz" কোনো দিন নামই শুনিনি) সাইট টা হ্যাক করে। :'( তখন আমাদের সব স্বপ্ন চূরমার হয় যায়।কিন্তু আমরা হার মানি নি, বরং আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নিচ্ছি।কিন্তু তবুও দুঃখ থেকেই যায়। 🙁
এছাড়া কিছু দিন আগে টিউনারপেজ ও প্রথম আলো এর ওয়েবসাইট হ্যাক হয়।
এই সাইটে অনেক বড় বড় এবং মেধাবি হ্যাকার রয়েছেন, তাঁদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলব যে, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে ভারত এমনিতে তো শোষণ করছেই তার সাথে আবার আমাদের দেশের সম্পদ স্বরুপ বিভিন্ন ছোট বড় সাইট ঐ দেশের হ্যাকাররা হ্যাক করছে।আপনারা কি মুখ বুজে সব সহ্য করবেন?দেশের জন্য এটার প্রতিবাদে আপনারা কিছুই বলবেন না!!!!!!!!!!!!!!!!!!!!?
আমি a das ovi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি দুঃখিত, ইমেজ দিতে পারিনি, কিভাবে দেই,কেউ একটু জানান প্লিজ plzzzzzzzzzz