আমার 1 Gbps স্পীডের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা হল ।

প্রথমেই সবাই আমার সালাম নিবেন । আমি আজ আপনাদের আমার জীবনের একটি মধুর অভিজ্ঞতা সম্পর্কে বলব । কয়েক দিন আগে oDesk এ আমি একটি Drupal theme এর Project পেয়েছিলাম ।

যদিও আমি Drupal এর developer নই । তারপরও কাজটি নিয়েছিলাম কারণ বায়ার Job description বলেছিল যে শুধুমাত্র CSS file edit করতে হবে । কাজটি ছিল Template টিকে IE7 & IE8 completable করা । কিন্তু Template টি তখনো কোন server এ host করা হয়নি আবার বায়ার Tempalte টি কার সাথে শেয়ার করতে চাইছিল না তাই বায়ার বলেছিল যে remote control এর মাধ্যমে তার local server এ কাজটি করে দিতে হবে । বায়ার আমাকে তার Team Viewer এ Add করে নিল  এবং chat এর মাধ্যমে বিস্তারিত বুঝে নিলাম । chat এ বায়ার বলেছিল যে আমি কাজের সুবিধার জন্য যে কোন soft install করতে পারব । আমার বায়ার ছিল USA এর । তো বায়ার file transfer বন্ধ রেখে তার কম্পিটারের control আমার হাতে দিল । তো আমি css file খুলে কিছু code editting এর পরে output দেখার জন্য internet থেকে IE8 download দিলাম । ডাউনলোড দেওয়ার পর দেখি ২ সেকেন্ডেই download complete । 17MB 2 সেকেন্ডে এ complete আমি তো পুরাই অবাক । এরপর task manger খুলে দেখি বায়ার এর net speed 1Gbps । নিচে screenshot দিলাম :

এরপর আমি আর কয়েকটি soft download করেছিলাম । এ speed দেখে আমার আফসোস হয় যদি আমাদের সরকার আমাদের অন্তত 3 Mbps  এর net ব্যবহার করার সুযোগ করে দিত ।

Level New

আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এরকম তো হওয়ার কথা না !!! অত্যন্ত আজিব !!!!

Level 0

164 gbps bandwaith bangladesh e thakar por o amra speed pai na. india 3g ta data sell korea 28mbps speed porjonto (limited download) unlimit nai .aivabae prochur incom korae .bangladesh gov jodi india r 3g policy er moto 28mbps or 3 mbps speed and data sell korea tobae 2 years e padma bridge hobae.

    @shawn01721: পদ্মা সেতু নিয়া সরকারের দৌড়ঝাপ সম্পর্কে একটি সিরিয়াল বানাইলে তা হিন্দি সিরিয়ালকেও হার মানাবে ।

1GBPS ইন্টারনেট ব্যাবহার করা বাংলাদেশিদের কাছে সবসময় ই স্বপ্ন থেকে যাবে ।

আফসোস করা ছাড়া আর কিছুই নাই 🙁

ভাই, Gigabit Ethernet Lan এ যুক্ত থাকলে তো 1 Gbps Link Speed দেখাবে, তার মানে তো এই নয়যে download speed 1 Gbps, আপনি যদি সাধারন (10/100 base) LAN এ যুক্ত থাকেন, তা হলে Link Speed দেখাবে 10 Mbps / 100 Mbps. কিন্তু নেটের download speed কত???

    @email2jahangir: ভাই আমা তো আর উনার pc তে netmeter লাগাইয়া download স্পিড মাপি নাই তবে আমি উনার pc দিয়ে IE8-17MB ও IEtester-38MB ডাউনলোড করছিলাম , কোনটাই download হতে ৩ সেকেন্ডর বেশী সময় লাগে নাই ।

Level New

oita buyer er speed na, oita tar main line er speed, amar task manager e to 100 Mbps show kore but amito r 100 Mbps speed pai na, ami pai only 0.5 Mbps, 1 Gbps line hole 128 MB file download hobe per second a, may be unar line speed 76 Mbps, 76 Mbps er package ase onek ISP te UK, USA………anyways, apne ze 76 Mb line use korsen atai to bisal bepar, amra to boro zor 2 Mb line pai as a home user…

বাংলাদেশের যে স্পিড তাতে তো Team Viewer এ কাজ করাটাও অনেক ঝামেলার ব্যাপার। আপনার পিসিতে কত ডাউনলোড স্পিড পান?

ভাই নেট স্পিডের কারণে কাজ করতে ঝামেলা হলেও ঝামেলা নিয়েই কাজ করতে হয় । আর আমি গ্রামীনফোনের নেট ইউজ করি এবার বোঝেন ঠেলা । ২০-২৫ KBPS পাই তবে রাত্র ২-৬ পর্যন্ত ৩০-৩৫ পাই ।

Level 0

আমি বাংলালায়ওন সাফারি কিং ব্যবহার করি I প্রতি মাসে ১৪৩৭ টাকা দিতে দিতে ফকির I

ফকির কিং !(মজা করলাম কিছু মনে করবেন না । মনে কষ্ট পেলে আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। )

3mb to amader deshe ache tobe amra home user ra pai na.

আমি যে VPS ব্যবহার করি, ওদের ওখানে ডাউনলোড স্পীড পাই ১০ mbps.

মাত্র ১.৫ মিনিটে ৭৫০mb এর মুভি ডাউনলোড করেছিলাম। কিন্তু আমার পিসি থেকে দেখতে গেলে বাফারিং করে।

দেশে থাকলে বুজতাম না নেট স্পীড কাকে বলে, ৬ জিবি ফাইল ১ ঘণ্টার কম সময়ে ডাউনলোড করেছি, বাংলাদেশে যে কবে হবে এমন 🙁

    @অর্জন: ভাই যেদিন আপনি ঐ দেশে বসে 1000 টিবি ফাইল 1 সেকেন্ডে ডাউনলোড করবেন আশা করি তখন আমাদের সরকার 1 Gbps স্পিড দেওয়ার কথা চিন্তাভাবনা করবে । তবে করবে কিনা তাতেও সন্দেহ আছে!

Level 0

স্বপ্নবাদী সিফাত vi serial banailae award jitbo. ami 1000000% sure.

Level 0

অর্জন vi amra bhuji ami banglalion 512kbps use kori kintu all time pai na 512kbps speed.1437.50 tk di.

ভাই আমি অনেক আরামে আসি জটিল স্পীড এ নেট ব্যাবহার করি।ভাই USA একটা মজার দেশ ৩ মাস হইসে আমি এসেছি আর এই খানে শুনলাম নেট কানেকসন mbps দেইখা নেট আনেনা এই খানে speed or high speed এই দুইটা অপশন দেইখা আনে।আমার খালাত ভাই এর বাসায় আমি সারাদিন ডাউনলোড এর ওপর থাকি কারন জটিল নেট স্পীড আর টেলিভিসন এ বাংলাদেশ এ যেমন ডিস আনে আর কিসু ত লাগে না কিন্ত এই খানে টেলিভিশন চালাতে ডি ভি ডি প্ল্যেয়ার আর নেট কানেকসন লাগে (আর আমি টানা ৩ দিন পিসি ব্যাবহার করসি)এই কথাটা এই জন্য বললাম কারন এই খানে ইলেক্ট্রিসিটি কোন সমস্যা করে না আপনি চাইলে বন্ধ হবে নাইলে হবে না বাংলাদেশ এ আপনি পিসি বন্ধ করতে না চাইলেও ১০১ বার বন্ধ হবে ইলেক্ট্রিসিটি এতো সমস্যা করে আমার এক ফ্রেন্ড এর বাসায় গেসিলাম তো ওর বাসায় দেখলাম নেট কানেকশন আসে তো আমি photoshop cs5 ডাউনলোড এ দিলাম IDM দিয়ে তো আমি আর স্টার্ট ডাউনলোড এ ক্লিক করি নাই কারন IDM এ অটো ডাউনলোড এর সিসটেম আছে।তো আমার ফ্রেন্ড দেইখা বলে যে তুমিতো স্টার্টটি করো নাই আমি বললাম যে ওইটা ডাউনলোড হইতাছে পরে স্টার্ট এ ক্লিক করব তো ও আমার কাছথিকা ল্যাপটপ টা নিয়ে স্টার্ট এ দিল এরপর দেখলাম কি আজব ডাউনলোড হইয়া গেছে মাত্র ৩০ সেকেন্ড ১২২এমবি আমিতো অবাক।আমি বললাম যে তোমাদের নেট স্পীড কত সে বলে জানিনা এরপর আমি চিন্তা করলাম যে ওর জানার কি দরকার ছোট থাকতে ও এমনি স্পীড এ ডাউনলোড করে আসছে।বাংলাদেশ এ নেট স্পীড বারানোর জন্য স্পীড আপ নামে কত সফটওয়্যার ব্যাবহার করে। মনে হয় পুরা একটা টিউন লিখে ফেললাম।আপনাকে অনেক ধন্যবাদ এই অবিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।ভাই আপনি অনেক ভাজ্ঞবান বাংলাদেশ থেকে আমেরিকার ১জিবি নেট ব্যাবহার করছেন।আমি আজ পরজনতো এম বি পি এস এ আছি।দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ।

Level 0

আমি 10 MB চালাচ্ছি…… তার মানে বাংলাদেশের ক্ষমতা আছে কিন্তু দেয়না। শুধু তাই না এক বার সর্বোচ্চ 1.6 MB /ps নামিয়েছিলাম। ঢাকার এক ISP থেকে আমার সংযোগ নেয়া।

    @hks001: ভাই বিটিসিএল যদি 70% ব্যান্ডউইথ VIP কলে অন্যায়ভাবে transfer না করত তাহলে হয়ত ইন্টারনেট নিয়ে আমাদের এত আফসোস থাকত না ।

      Level 0

      @স্বপ্নবাদী সিফাত:
      দেশের মানুষ স্পীড পায়না আর সরকার চিন্তা করছে… কিভাবে তা রাপ্তানি করা যায়… এই তো আমাদের দেশ। আর আমাদের কোন ব্যাকআপ লাইন নেই….. যদি কোন কারনে লাইন এর সমস্যা হয় তাহলে সারাদেশে ইন্টারনেট বন্ধ আফসোস ছাড়া আর কিছু করার নেই।
      আমি যে 10MB চালাচ্ছি সেটা ও যে কবে বন্ধ করবে সরকার তা কে জানে।

Level 0

অপেক্ষায় রইলাম কবে এই রকম আমরা পাবো…………………

ভাই হাঁসাইলেন:p

আমার ভি পি এস এর ডাউনলোড স্পীড নিজ চোখে দেখেন। তবে আজকে আপলোড স্পীড কম পাইতাছি কেন বুঝতাছিনা 🙁 আগে কখনো ৩০ এর কম পাইনাই 🙁
http://speedtest.net/result/2102123595.png

Los Angeles এর ISP ভেরি গুড ।

ore amar allah, ki kotha sunailen Bhai jan. ami to moira jamu… ke asir amare bacha.
nice, post, keet it up Bhaia

ভাই মইরেন না । আমি আইতাছি । ধন্যবাদ কমেন্ট করার জন্য । তবে বাংলায় কমেন্ট করবেন

ভাই pc এর এক drive থেকে অন্য drive এ কিছু copy বা move মারলে speed teracopy দিয়ে উঠে 320+ Mbps . আপনার pc এর ই যখন ক্ষমতা নাই 400 Mbps speed উঠানো সেখানে net speed 1 Gbps থাকলেও আমাদের pc এত speed নামাতে পারবে না ।