প্রথমেই সবাই আমার সালাম নিবেন । আমি আজ আপনাদের আমার জীবনের একটি মধুর অভিজ্ঞতা সম্পর্কে বলব । কয়েক দিন আগে oDesk এ আমি একটি Drupal theme এর Project পেয়েছিলাম ।
যদিও আমি Drupal এর developer নই । তারপরও কাজটি নিয়েছিলাম কারণ বায়ার Job description বলেছিল যে শুধুমাত্র CSS file edit করতে হবে । কাজটি ছিল Template টিকে IE7 & IE8 completable করা । কিন্তু Template টি তখনো কোন server এ host করা হয়নি আবার বায়ার Tempalte টি কার সাথে শেয়ার করতে চাইছিল না তাই বায়ার বলেছিল যে remote control এর মাধ্যমে তার local server এ কাজটি করে দিতে হবে । বায়ার আমাকে তার Team Viewer এ Add করে নিল এবং chat এর মাধ্যমে বিস্তারিত বুঝে নিলাম । chat এ বায়ার বলেছিল যে আমি কাজের সুবিধার জন্য যে কোন soft install করতে পারব । আমার বায়ার ছিল USA এর । তো বায়ার file transfer বন্ধ রেখে তার কম্পিটারের control আমার হাতে দিল । তো আমি css file খুলে কিছু code editting এর পরে output দেখার জন্য internet থেকে IE8 download দিলাম । ডাউনলোড দেওয়ার পর দেখি ২ সেকেন্ডেই download complete । 17MB 2 সেকেন্ডে এ complete আমি তো পুরাই অবাক । এরপর task manger খুলে দেখি বায়ার এর net speed 1Gbps । নিচে screenshot দিলাম :
এরপর আমি আর কয়েকটি soft download করেছিলাম । এ speed দেখে আমার আফসোস হয় যদি আমাদের সরকার আমাদের অন্তত 3 Mbps এর net ব্যবহার করার সুযোগ করে দিত ।
আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...
আমার ভি পি এস এর ডাউনলোড স্পীড নিজ চোখে দেখেন। তবে আজকে আপলোড স্পীড কম পাইতাছি কেন বুঝতাছিনা 🙁 আগে কখনো ৩০ এর কম পাইনাই 🙁
http://speedtest.net/result/2102123595.png
এরকম তো হওয়ার কথা না !!! অত্যন্ত আজিব !!!!