গ্রামীনফোন পোষ্টপেইড p2 & p3 ইন্টারনেট ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষন

গ্রামীন (1)
                                                 গ্রামীনফোন হারামির কাম দেখেন

যারা এতোদিন গ্রামীনফোনের p2 & p3 ইন্টারনেট প্যাকেজ দুটো একটু Tricky করে ব্যবহার করে আসছিলেন অর্থাৎ চলমান ডাটা ভলিউমের মেয়াদ শেষ হবার আগেই ডাটা ভলিউম শেষ হয়ে গেলে প্যাকেজটি কে cancel করে নতুন করে প্যাকেজ কিনতেন তাদের জন্য ভয়াবহ দু:সংবাদ।জিপি আজ(১লা অগাষ্ট 2012) খেকে পোষ্টপেইডের উক্ত দুটি প্যাকেজে নতুন করে Up-front charging পলিসি শুরু করেছে।এই নতুন পলিসি অনুসারে আপনি আপনার চলমান ডাটার মেয়াদ শেষ না হবার আগ পর্যন্ত এই প্যাকেজ টি বাতিল করতে পারবেন না (WTF :S)।অর্থাৎ ডাটা ভলিউমের মেয়াদ শেষ হবার আগে প্যাকেজ বাতিল করতে চাইলে আপনার পুরো মাসের বিল গুনতে হবে, P3=287.50Tk।আগে যেমন একদিন ব্যবহার করলে বিল ও একদিনের আসতো,আপনি চাইলে পরের দিন এটা বাতিল করতে পারতেন এখন আর তা সম্ভব হচ্ছেনা।পি-২ ও পি-৩ এর জন্য এখন একবার এ্যাক্টিভ করলে আপনার পুরো মাসের বিল ই আসবে,যদিও দৈনিক ভিত্তিতে বিল আসবে।আপনি পুরো প্যাকেজের বিল না দেয়া পর্যন্ত এটা ডি-এ্যাক্টিভ করতে পারবেননা।

হায় রে গ্রামীনফোন,আর কতো বাটপারি করবি?ফেয়ার ইউসেজ পলিসি এর নামে তো বাটপারি শুরু করলি এখন আবার Up-front charging পলিসি ।আমি অনলাইন কাস্টমার কেয়ার এ চ্যাটকরে জানতে পেরেছি তারা বলতেছে কিছু পোষ্টপেইড গ্রাহক নাকি পি২,পি৩ প্যাকেজ এর ‘misuse’(!) করতো।অর্থাৎ এক্সপায়ারি ডেট এর পূর্বেই প্যাকেজ বাতিল করে নতুন প্যাকেজ নেয়া যাকে গ্রামীন ‘misuse’ নামে অভিহিত করতে চায়।এই কারন নাকি গ্রামীনফোনের অনেক টাকা লোকসান দিতে হচ্ছে(!)।আমি বলি শালা গ্রামীনফোন তোরা জানিস ‘misuse’ এর সজ্ঞা কি?কাস্টমাররা যারা এক্সপায়ারি ডেট এর পূর্বেই প্যাকেজ বাতিল করে নতুন প্যাকেজ নিতো তারা কি তোর কাছ থিকা জোর কইরা নিতো নাকি চুরি কইরা নিতো?হারামজাদারা তোদের প্যাকেজের সিস্টেম ই এমন যে এটা দৈনিক ভিত্তিতে বিল আসে এবং এটা যে কোনো সময় বাতিল করা যাইতো যতো দিন ব্যবহার হয়েছে ততো দিনের বিল পরিশোধ সাপেক্ষে।এইটাকে কি ‘misuse ’ বলে??এটা ‘misuse’ হলে তোরাই তো এইরকম ব্যবস্থা চালু করে রাখছত।হারামজাদারা কয়দিন পরপর নতুন নতুন একটা বাটপারি পলিসি চালু করস।আর প্যাকেজের সাথে ‘unlimited’ শব্দটা আর ব্যবহার করিসনা।কারন তোরা unlimited দেস না।বলবি 5GB।শালারা তোদের নতুন কইরা ইংলিশ word শিখাইতে হইবো দেখতাছি।

আমার একটা পি-3 প্যাকেজ শেষ হতে পাঁচ দিন লাগতো।প্রত্যেক রাত্রে ১গিগাবাইট করে পাঁচ রাত্রে পাঁচ গিগাবাইট,ষষ্ঠ দিনে প্যাকেজ বাতিল করে আবার নতুন একটি পি-৩ কিনতাম।আর পি-২ এর পাঁচ গিগাবাইট শেষ হতে দুই দিন লাগতো।আমি মূলত: মুভি ডাউনলোডার।আমি আমার এই গ্রামীন পোষ্টপেইড সংযোগে গত 10/11মাসে আমি প্রায় 600গিগাবাইটের মতো মুভি ডাউনলোড করছিলাম।গ্রামীনের স্পীড আমার এখানে বেষ্ট (35/40kbps)সবসময় খাকে আর রবির স্পীড টেনেটুনে 20kbps।গ্রামীনের নতুন পলিসির কারনে তো আর গ্রামীন ব্যবহার করা সম্ভব নয়।বুঝতে পারছিনা কি করবো।মুভি ছাড়া আমার বাঁচা সম্ভব নয়।

কোনো সহৃদয় ব্যাক্তির যদি গ্রামীনের ইন্টারনেটের ফ্রী/Tricky use এর কোনো পদ্ধতি জানা থাকে তাহলে তা এ মুমূর্ষ মুভি পিয়াসু কে জানানোর অনুরোধ রইলো

-ক্ষ্যাপাটে

Level 0

আমি m0bst3r। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 514 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কমেন্ট করে সমব্যথী হোন :p

Matherchod GP .. amr pacha marlo.. তাই আমি চিন্তা করি কেন p3 cancel হচ্ছে না !!!

গ্রামীন বহু জালাইছে। প্রায় এক বছর ধরে দেশী জিনিস বিটিসিএল ব্রডব্যান্ড ব্যাবহার করি। মাঝখানে মোবাইলে ১ জিবি প্যাকেজ ব্যবহার করতাম জিপির। কিন্তু পরে সেটাও করতে পারলাম না।দিনদিন জিপির খারাপ নেটওয়াকের জন্য গত মাসে ফাইনালী গ্রামীনকে বিদায় জানাইছি। এখন মোবাইলে বাংলালিংক ১ জিবি প্যাকেজ ব্যবহার করি, খুব শান্তিতে আছি….

Level 0

1/2/3/4/5 জিবি দিয়ে আমার পোষাবেনা।আনলিমিটেড লাগবে

Vai amaro same kahini, ami regular time pai na age 10tk er kome per night kaj kortam p3 dia, valoi cholcilo bt salara bas dia dilo, gp use korar jao essa cilo ta0 ses, now new tips thakle den.

Level 0

আমি নতুন একট ট্রিক্স পাইছি।আমি বর্তমানে 90% নিশ্চিত যে এটা কাজ করতেছে।পুরাপুরি নিশ্চিত হয়ে নিই আগে……

    Level 0

    @khapate: Vai apnar skype id ta ki pete pari….? ba email id ta?

এবং ভাই যদি কিছু মনে নাকরেন যে ‘সিস্টেম’ আছে ফ্রী নেট ইউজ করার । তা যদি বলতেন তাহলে মহা উপকার হত।((( ভাইএই ধরনের post tech tunes এ করলে GP free use বন্ধ করে দিবে।ভাই টিটিতে বেশ কিছু জিপির ভাড়া করা দালাল রয়েছে । যদি সম্বব হয় তাহলে email korben plz…. [email protected]।না হয় আপনার ফোন নং টি\fb id link দিন।উপকার হবে।thanx)))