সবাই কেমন আছেন? সবাই ভালো থাকুন এই কামনাই হোক আমাদের সকলের । যাক আর কথা বাড়াবো না মূল কথায় আসি । আমরা সবাই জানি গ্রমীনফোন এবং বাংলা লায়ন নেট ইউজার যারা মাঝেমাঝে Blogger সাব ডোমেনের সাইট গুলোতে প্রবেশ করতে সম্যস্যা হয়। টিটিতে এই নিয়ে অনেক টিউন হয়েছে। 😛 অবশ্য এর জন্য অনেক প্রক্সি সাইটের মাধ্যমে যেমন : এড ফ্রি প্রক্সি আ অনেক ভালো কাজ করে কিন্তু এতে সম্যস্যা হলো উপরে প্রক্সি সাইটের বার থাকে যা ইউজার ফ্রেন্ডলি নয় ।
আমি বাংলা লায়ন নেট ইউজার আমার ব্লগ সাইট আছে । কখনো Blogger এর সাব ডোমেনের সাইট গুলোতে প্রবেশ করতে সম্যস্যা হয়নি । কিন্তু এখন আমার Blog Site এ আমি প্রক্সি ছাড়া ঠুকতেই পারতেছি না। ও হ্যাঁ শুধু আমার না কোন ব্লগ সাইটেই ঠুকতে পারতেছি না। আরেকটি কথা আমি বাংলদেশ সাইভার আর্মির BDAnti-Porn v1.0.0 সফট্ওয়্যারটি আমার কম্পিউটারে ইনস্টল করেছি । আপনাদের যদি মনে হয় এর জন্য এরকম হয়েছে তাহলে প্লিজ বলুন কিভাবে BDAnti-Porn সফট্ওয়্যারটি আমার কম্পিউটার থেকে আনইনস্টল (Uninstall) করব ? 😳
বাংলা ভাষার প্রযুক্তির সবচেয়ে বড় মিলন মেলা টেক টিউনস্ তাই এখানে হাজারো মানুষ একে অন্যকে সাধ্য মতো সাহায্য করতে পারে ।
আপনাদের সাহায্য পাবো সেই আশা নয় বিশ্বাস নিয়ে লেখলাম । দয়া করে আমাকে Help করুন ।
একটা পদ্ধতি নাকি আছে DNS change করে এবিষয়ে বিস্তারিত কেউ জানলে বলতে পারেন ।
Start >>>Control Pannel >> program and feature >> Uninstall program এ গেলে BDAnti-Porn v1.0.0 সফট্ওয়্যারটি পাওয়া যায়না......:p
সবাইকে ধন্যবাদ এতক্ষন কষ্ট করে টিউনটি পড়ার জন্য । উপরোক্ত বিযয় গুলোর সমাধান জানলে কমেন্ট করতে ভুলবেন না । 😉
আমি মেঘলা আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার মনের আকাশে আজ দূর্যোগের ঘনঘটা... জানিনা এ ঝড় কখন থামবে...!!!
ওরে ভাই আপনি কোথায় ছিলেন । আমার ও সেম সমস্যা .blogspot.com যুক্ত কোন সাইট এ ঢুকতে পারছি না । আমিও বাংলালায়ন ইউস করি। কি করব বুঝতে পারতেছি না ?