এর আগে আমরা অনেক Fm প্লেয়ার নিয়ে টিউন দেখেছি এমনকি আমি নিজেও একটি করেছিলাম । কিন্তু এত রেডিও স্টেশন নিয়ে টিউন এই প্রথম । আশা করি যারা ইন্টারনেটে Fm শুনতে পছন্দ করেন তাদের খুব ভাল লাগবে কারন এটি একটি প্রিমিয়াম ভার্সন যার সিরিয়াল আমি খুজে বের করেছি শুধুমাত্র আপনাদের জন্য । এটি আমি আপনাদের ডাউনলোডের সুবিধার জন্য আপলোড করে দিয়েছি । এর ৪ টি জটিল স্ক্রিন পাবেন যা আপনি মিনিমাইজ করার অপশনের পাশেই পবেন ।
এই প্লেয়ারের ফলে আপনি আপনার Fm প্লেয়ারে বাজা গানটি রেকর্ড করতে পারবেন এবং বিভিন্ন ফরমেটে কনভার্ট করতে পারবেন । এতে আপনি ২০০০ এর ও বেশী Fm স্টেশন পাবেন । এখানে আপনি ইচ্ছা করলে অন্যান্য Fm স্টেশনও যোগ করতে পারবেন । আমি এটি নিয়ে বেশি ঘাটাঘাটি করিনি । আপনারা এখান ডাউনলোড করে এটার পরিপূর্ন ব্যবহার দেখুন । আর এই সাইটেই আপনি সফটওয়ারটির সিরিয়াল পাবেন । সকলকে ধন্যবাদ............................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Lets check that out.