ইন্টারনেট সংযোগ সুবিধা থাকলে দেশের যে কোনো স্থান থেকে জিসিএল এর আনুষঙ্গিক সরঞ্জাম ব্যবহার করে বিনা খরচে অন্যান্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে (আইএসপি) ফোন করতে পারবেন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জিসিএল একথা জানায়। এতে লিখিত বক্তব্য রাখেন কোম্পানীর সফটওয়্যার প্রকৌশলী সুস্মিতা তালুকদার।
জিসিএল'র উপ-ব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড টেকনিক্যাল) মাসুম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইপি ফোন সেবা পেতে হলে একজন গ্রাহককে পাঁচ হাজার টাকা দিয়ে একটি রাউটার বা আইপি ফোন কিনতে হবে।
তিনি বলেন, জিসিএল'র আইএসপি ছাড়াও অন্য যে কোনো আইএসপি'র গ্রাহকদের বিনামূল্যে আইপি ফোন কল করা যাবে। তবে অন্যান্য ল্যান্ডফোন, মোবাইল অপারেটর কিংবা পিএসটিএন গ্রাহকদের ফোন করতে হলে নূন্যতম চার্জ দিতে হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এখনও এ চার্জের হার নির্ধারণ করেনি। এ হার প্রতি মিনিটে ১০ পয়সার কম রাখার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
বিটিআরসি গ্রামীণ সাইবারনেট লিমিটেডসহ (জিসিএল) মোট ৩২টি প্রতিষ্ঠানকে দেশে আইপি ফোন চালুর জন্য এ বছরের ১০ আগস্ট লাইসেন্স দেয়।
গ্রামীণ সাইবারনেট লিঃ এর সঙ্গে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, জিসিএল সবার আগে আইপি ফোন চালু করছে। এর মাধ্যমে দেশে এবং বিদেশে কম খরচে এবং যে কোনো অপারেটরের মাধ্যমে সহজে কথা বলা যাবে। ভয়েস কোয়ালিটি হবে উন্নতমানের।
এছাড়াও কলার আইডি'র সুবিধাসহ ভয়েস মেইল এবং কল ফরওয়ার্ডিং সুবিধা থাকবে।
সুস্মিতা বলেন, আইপি ফোনের মাধ্যমে কল ওয়েটিংসহ একই সময়ে দেশে ও বিদেশে একাধিক স্থান থেকে টেলিকনফারেন্সিং করা যাবে। গ্রামীণ সাইবারনেটের গ্রাহক ছাড়াও অন্য আইএসপি গ্রাহকরাও এ ফোন সেবা নিতে পারবেন।
তিনি আরও বলেন, ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার করে বৈদেশিক কারিগরি সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে আইপি ফোন সেবা দেবে জিসিএল। এতে বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলে তিনি দাবি করেন।
জিসিএল'র কর্মকর্তা মাসুম জানান, গ্রামীণ ব্যাংক এবং সাইটেকো কমিউনিকেশন ১৯৯৬ সালে যৌথ উদ্যোগে জিসিএল প্রতিষ্ঠা করে ইন্টারনেট সেবা দিয়ে আসছে।
এসময় আরো উপস্থিত ছিলেন জিসিএল'র প্রধান টেকনিক্যাল কর্মকর্তা সুব্রত সরকার, প্রকৌশলী রিয়াদ চৌধুরী, প্রকৌশলী মনজুর আলম প্রমুখ।
বি: দ্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে কপি করা
আমার প্রথম নিউজ ভুল হলে মাপ করবেন
আমি ফিরোজ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
না ভুল হয় নাই। আপনি ১০০ তে পাইছেন ১১০। ১০ নম্বর ঈদ বোনাস হিসাবে আপনারে দিলাম। খুশি হইছেন?