প্রযুক্তির বিকাশ আর কম্পিউটারের ব্যবহার

কোন একসময় কম্পিউটার ব্যবহার করা ছিল বলা চলে বাংলাদেশের মানুষের কাছে স্বপ্ন । কিন্তু তথ্য ও প্রযুক্তির ক্রমবিকাশের সাথে সাথে বাংলাদেশের মানুষ আজ অনেকেই কম্পিউটার ব্যবহার করছে । মাত্র ৫ বছর আগেও এদেশের মানুষের ঘরে এই কম্পিউটার ছিল সৌখিনতা এবং বিলাসীতার বস্তু । কিন্তু আজ অনেকের এর সুফল ভোগ করছে নানা ভাবে । কম্পিউটার দিয়ে এখন জটিল জটিল রোগ নির্নয় করা হচ্ছে এমনকি কল-কারখানাতেও এর ব্যবহার হচ্ছে ব্যপক ভাবে ।

৫০ বছর আগের একটি কম্পিউটারের মডেল


আগের দিনের কম্পিউটার ছিল এই রকমই বড় আকৃতির যা কোন লোকের পক্ষে কোথাও নিয়ে নিয়ে ব্যবহার করা অসম্ভব ছিল । এবং এর যন্ত্রপাতি ও ছিল ব্যপক । কিন্তু মানুষের জন্য ধীরে ধীরে এটিকে ছোট আকৃতি দেয়া হচ্ছে । যার ফলে এখন মানুষ একস্থান থেকে অন্য স্থানেও বহন করে নিয়ে যেতে পারছে । প্রথম দিকে কম্পিউটারের দাম আকাশ ছোয়া হলেও ক্রমে ক্রমে এর দাম অনেকটাই মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এসেছে ।

বর্তমানের কয়েকটি কম্পিউটার

বর্তমানে মানুষের কথা চিন্তা করে কম্পিউটারকে এতটা ছোট আকৃতি দেয়া হয়েছে যাতে সহজেই এটা বহন করা যায় । এর ওজন এবং মেমোরি অনেক ক্ষমতা সম্পন্ন । দেখা যাক বর্তমানের কয়েকটি কম্পিউটারের অসাধারন মডেলঃ

The Million Dollar Laptop


যুক্তরাজ্য এই ল্যাপটপটি সর্বপ্রথম বাজারজাত করেছে । তবে এটি খুব বিলাসবহুল ল্যাপটপ । যা অনেকেরই ক্রয়ক্ষমতার মধ্যে না। এই ল্যাপটপ টা ১৭" মনিটর , ১২৮ জিবি হার্ডডিস্ক । এই ল্যাপটপটির মূ্ল্য US$1,000,000 ।

Orkin's Rolltop


এই নোটবুকটি ১৭' মনিটরের । যা আপনি গোল ভাবে ভাজ করে রাখতে পারবেন ।

Datamancer's Steampunk Laptop

এই ল্যাপটপটি লিনাক্স এবং এক্সপি অপারেটিং সিস্টেম এর উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে ।

Thinkpad Reserve Edition

Ergonomic Dual Screen Split Keyboard Laptop


এই ল্যাপটপটির বিশেষ বেশিষ্ট্য হচ্ছে এটি ২ টি ডিসপ্লে মনিটর রয়েছে এবং কিবোর্ডটি একটু ব্যতিক্রমী ।

HP Girly Laptop


এই ল্যাপটপটি দেখতে আমার কাছে মেয়েদের মেক-আপ বক্সের মত মনে হয় । অবশ্য এটি মহিলাদের জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ।

Canova's Dual-Screen Laptop


এই ল্যাপটপটির রয়েছে ডুয়াল টাচস্ক্রীন মনিটর । সবচেয়ে মজার কথা হল এই ল্যাপটিপটি শুধুমাত্র ইতালি এবং অস্ট্রেলিয়াতেই বিক্রি করা হয় ।

TYPE-N01 Emergency Laptop


এই ল্যাপটপটিকে বিশেষভাবে দ্রুত টাইপ করার কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে তবে মজার কথা হল যে বিজ্ঞানী এটির আকৃতি দান করেছেন তিনি ছিলেন একজন মানষিক রোগী । এটার মনিটরের সাইজ ১৫.৪ ইঞ্চি । এবং এর মূল্য ¥174,510 ($1,476) । এটি ২০০৬ সালে সর্বপ্রথম বাজারজাত করা হয় ।

2015 Compenion Laptop


২০১৫ সালের প্রতিযোগিতার কথা চিন্তা করে এই ল্যাপটপটির ডিজাইন করা হয়েছে ।

সকলকে ধন্যবাদ ..............................................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসিব …… আমি রোলটপ কিনব …… দাম বলো

    টিনটিন ভাই অনেক খোজ করছি কিন্তু দাম কোথাও লেখা নাই ।

    আমিও কিনব। এইটা লাগবই

    আরে টিনটিন ভাই, হাসিব ভাইরে কি জিগান। লাগলে জায়গায় দাড়াইয়া আওয়াজ দেন মাল আমি পৌঁছাইয়া দিবো। টেকা নিয়া আপনের চিন্তা করোন লাগবো না।

    কিরে রোমান কবে আইডি খুললি ?

Level 0

আমার Thinkpad Reserve Edition-টা পছন্দ হইছে….. বিস্তারিত কোথায় পাবো….??
জোস একটা টিউন করার জন্য Thanx…..

    মিয়া পাবা কই তাই যদি আমাকে বলতে হয় গুগল সার্চ ইন্জিন আছে না !

HP Girly Laptop কিনব। এইটা লাগবই। দাম কোথায় পাবো।

হাসিব ভাই ইমেজগুলা পূণরায় যোগ করে আপডেট দেয়া যায়না?