কোন একসময় কম্পিউটার ব্যবহার করা ছিল বলা চলে বাংলাদেশের মানুষের কাছে স্বপ্ন । কিন্তু তথ্য ও প্রযুক্তির ক্রমবিকাশের সাথে সাথে বাংলাদেশের মানুষ আজ অনেকেই কম্পিউটার ব্যবহার করছে । মাত্র ৫ বছর আগেও এদেশের মানুষের ঘরে এই কম্পিউটার ছিল সৌখিনতা এবং বিলাসীতার বস্তু । কিন্তু আজ অনেকের এর সুফল ভোগ করছে নানা ভাবে । কম্পিউটার দিয়ে এখন জটিল জটিল রোগ নির্নয় করা হচ্ছে এমনকি কল-কারখানাতেও এর ব্যবহার হচ্ছে ব্যপক ভাবে ।
আগের দিনের কম্পিউটার ছিল এই রকমই বড় আকৃতির যা কোন লোকের পক্ষে কোথাও নিয়ে নিয়ে ব্যবহার করা অসম্ভব ছিল । এবং এর যন্ত্রপাতি ও ছিল ব্যপক । কিন্তু মানুষের জন্য ধীরে ধীরে এটিকে ছোট আকৃতি দেয়া হচ্ছে । যার ফলে এখন মানুষ একস্থান থেকে অন্য স্থানেও বহন করে নিয়ে যেতে পারছে । প্রথম দিকে কম্পিউটারের দাম আকাশ ছোয়া হলেও ক্রমে ক্রমে এর দাম অনেকটাই মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এসেছে ।
বর্তমানে মানুষের কথা চিন্তা করে কম্পিউটারকে এতটা ছোট আকৃতি দেয়া হয়েছে যাতে সহজেই এটা বহন করা যায় । এর ওজন এবং মেমোরি অনেক ক্ষমতা সম্পন্ন । দেখা যাক বর্তমানের কয়েকটি কম্পিউটারের অসাধারন মডেলঃ
যুক্তরাজ্য এই ল্যাপটপটি সর্বপ্রথম বাজারজাত করেছে । তবে এটি খুব বিলাসবহুল ল্যাপটপ । যা অনেকেরই ক্রয়ক্ষমতার মধ্যে না। এই ল্যাপটপ টা ১৭" মনিটর , ১২৮ জিবি হার্ডডিস্ক । এই ল্যাপটপটির মূ্ল্য US$1,000,000 ।
এই নোটবুকটি ১৭' মনিটরের । যা আপনি গোল ভাবে ভাজ করে রাখতে পারবেন ।
এই ল্যাপটপটি লিনাক্স এবং এক্সপি অপারেটিং সিস্টেম এর উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে ।
এই ল্যাপটপটির বিশেষ বেশিষ্ট্য হচ্ছে এটি ২ টি ডিসপ্লে মনিটর রয়েছে এবং কিবোর্ডটি একটু ব্যতিক্রমী ।
এই ল্যাপটপটি দেখতে আমার কাছে মেয়েদের মেক-আপ বক্সের মত মনে হয় । অবশ্য এটি মহিলাদের জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ।
এই ল্যাপটপটির রয়েছে ডুয়াল টাচস্ক্রীন মনিটর । সবচেয়ে মজার কথা হল এই ল্যাপটিপটি শুধুমাত্র ইতালি এবং অস্ট্রেলিয়াতেই বিক্রি করা হয় ।
এই ল্যাপটপটিকে বিশেষভাবে দ্রুত টাইপ করার কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে তবে মজার কথা হল যে বিজ্ঞানী এটির আকৃতি দান করেছেন তিনি ছিলেন একজন মানষিক রোগী । এটার মনিটরের সাইজ ১৫.৪ ইঞ্চি । এবং এর মূল্য ¥174,510 ($1,476) । এটি ২০০৬ সালে সর্বপ্রথম বাজারজাত করা হয় ।
২০১৫ সালের প্রতিযোগিতার কথা চিন্তা করে এই ল্যাপটপটির ডিজাইন করা হয়েছে ।
সকলকে ধন্যবাদ ..............................................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
হাসিব …… আমি রোলটপ কিনব …… দাম বলো