ভাবছিলাম বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের অনলাইন লাইভ স্ট্রিমিং নিয়ে কিছু কথা বলবো, তবে ১মে সিরিজটা নিয়ে কিছু বলতে চাই । এই সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ last time বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে হেরেছে, ২য় – এখানে বাংলাদেশ ফেবারিট হিসেবে সিরিজ শুরু করবে, আয়ারল্যান্ডের হারানোর কিছু নাই তাই চাপটা বাংলাদেশের উপরই সর্বোচ্চ থাকবে, ৩য় – এখানে ভাল ফল করতে পারলে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল আত্ন বিশ্বাসের ভাল একটা জ্বালানি পাবে । কিন্তু প্রশ্ন হচ্ছে কেমন করবে বাংলাদেশ কাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে? আাপনারা কি ভাবছেন জানিনা, তবে আমার বিশ্বাস বাংলাদেশ এই সিরিজে ভাল খেলবে, সম্ভাব্য আশাবাদী ফলাফল আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করা । খুব কঠিন কাজ না, শুধু দরকার প্রস্তুতি ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখা আরা ক্রিজে গিয়ে তাড়াহুড়া না করা ।
বাংলাদেশ দলের সম্ভাব্য ভাল Performer হতে পারে –
০১. সাকিব আল হাসান (এই স্থানটাতে এই মহুর্তে সাকিবের বিকল্প কেউ নাই)
০২. মুশফিকুর রহিম (অনেকেই তামিমকে রাখতে চাইবেন, তবে আমার ধারণা তামিমের একটু খারাপ সময় যাচ্ছে )
০৩. তামিম ইকবাল (এই সিরিজের মাধ্যমে আবার ফর্মে ফিরে আসুক তামিম,সবাই এটা চায়)
০৪. নাসির হোসাইন (ইতিমধ্যেই নিজেকে সে ফিনিসার হিসেবে প্রমাণ করেছে, আশা করি এই সিরিজেও তা অব্যাহত থাকবে )
০৫. মাশরাফি বিন মুর্তজা (সবার আশা মাশরাফি আবার স্বরুপে ফিরবে, আমি সেটাই চাচ্ছি)
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ Fixtures –
*** ১ম টি-টোয়েন্টি ম্যাচ=১৮-৭-২০১২=বাংলাদেশী সময় রাত ১০টা =লাইভ – bpl.allursolve.com
*** ২য় টি-টোয়েন্টি ম্যাচ=২১-৭-২০১২=বাংলাদেশী সময় রাত ৯টা =লাইভ – bpl.allursolve.com
*** ৩য় টি-টোয়েন্টি ম্যাচ=২৪-৭-২০১২=বাংলাদেশী সময় রাত ৯টা =লাইভ – bpl.allursolve.com
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BOSS ,, BPL.ALLURSOLVE.COM LINK E BROWS KORLE COLBE NAKI ONNO KONO SOFT SETUP DITE HOBE. AMI GP MODEM CALY KOM SPEEDE KIVABE LIVE DEKHA JABE.