বর্তমান যুগ প্রযুক্তির যুগ । কিন্তু এর আগেও প্রযুক্তি ব্যবহার ছিল তবে সেটা ছিল খুবই নগন্য । তাই আগের গড়ে থোলা স্থাপত্য এখনও মাথা উচু করে দাড়িয়ে ইতিহাস এবং এবং আগের দিনের সব প্রযুক্তিকে স্বরন করিয়ে দেয় ।
এই স্থাপত্যটি মারপো পাহাড়ের উপর নির্মিত করা হয় । নিচের গ্রামটি থেকে ১৩০ মিটার উচুতে অবস্থিত । আর এর উচ্চতা ১৭০ মিটার উঠেছে ।৬৩৭ জন সৈনিকের মতের ভিত্তিতে এই স্থানটিকে দূর্গ হিসেবে গড়েতোলা হয় । মনে করা হয় এটি ১৭০০ শতাব্দিতে নির্মান করা হয় ।
উপরের চিত্রটি দেখলেই বুঝা যায় যে আগের দিনের প্রযুক্তিকে কতটুকু কাজে লাগানো হয়েছে । এই দূর্গটি ১৮৮০ সালে নির্মান কাজ শুরু করা হয় । এই দুর্গটি বর্তমানে এবং আগের ইংরেজী ছবি ও কার্টুনেও দেখানো হয় ।
এই দূর্গটি পাহাড়ের গুহার সামনে কিছুটা স্থাপত্য নির্মান করে গুহার ভেতরেই দূর্গ তৈরি করা হয় । ১৯৯০ সালেও এর সংস্কার কাজ করা হয় ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
হাসিব মিয়া ……সুপার ডুপার হিট টিউন। এক কাজ কর মিসরের পিরামিড নিয়া একটা ফাটাফাটি টিউন কর। বিস্তারিত চাই কিন্তু।