আমরা নতুন কোন অপারেটিং সিস্টেম বের হলেই তার প্রতি আকৃষ্ট হই এটাই স্বাভাবিক । উইন্ডোজ সেভেন এর আগে ভিসতা ছিল খুবই স্লো যা খুবই বিরক্তিকর অপারেটিং সিস্টেম হিসেবে সবাই জানে । এর আপগ্রেড ভার্সনই হচ্ছে উইন্ডোজ সেভেন । যা ভিসতা থেকে অনেক ফাস্ট এবং এর রেজুলেশনও খুব সুন্দর । যা এখন অনেকেই ব্যবহার শুরু করে দিয়েছেন ।
প্রথমেই স্টার্ট মেনু থেকে Search অপশন বা Run অপশনে লিখুন gpedit.msc তারপর নিচের ধাপগুলো অনুসরন করুন ।
Computer Configuration > Administrative Templates > Systems > Internet Communication Settings
“Turn off Windows Error Reporting” লেখাটিতে ক্লিক করে " Enabled " করুন । ok ক্লিক করে বের হয়ে আসুন ।
ইউজার একাউন্ট কন্ট্রোল ব্ণ না করলে মাঝে মাঝে সফটওয়ার ইনস্টল করতে আপনার পারমিশন চায় । এবং কোন ড্রাইভারের নাম রিনেম করতে চাইলে তা অনেক সময় হয় না। যাইহোক এটা আপনার কাজে বলা চলে লাগে না । তাই এটি ডিসেবল রাখাই ভাল ।
প্রথমে Start মেনু তে গিয়ে Control Panel এর User Account & Family safety তে ক্লিক করুন । তারপর User Account এ যান । এখানে Manage Another Account এর নিচে Turn User Account control On Or Off ক্লিক করুন । ভলিউমটা Never Notify এ নামিয়ে দিন । ব্যাস ওকে
Deep freeze এর ব্যবহারের কথা প্রায় সবাই জানে তাই এটি নিয়ে বিস্তারিত লিখে লাভ নেই । যদি কেউ জানতে আগ্রহী হন তাহলে এখান থেকে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । আর এই সফটওয়ারটি এখান থেকে নতুন ভার্সনটি ডাউনলোড করতে পারবেন সিরিয়াল সহ যেটি উইন্ডোজ সেভেন এর সাথে সংগতি রেখেই তৈরি করা হয়েছে ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Deepfreeze জিনিসটা কি। আমি উইন্ডোস সেভেন চালাতে আগ্রহী তাই দয়া করে বলবেন যে এটা কিভাবে ইনিস্টল করে।