Grameenphone এর P6 internet package এর মেয়াদ থাকে ৩০ দিন। মাস শেষে দেখলেন প্রাপ্ত ডাটা (মেগাবাইট) এর বেশ কিছু অংশ অব্যবহারিত থেকে গেছে।আমরা সাধারনত যেটা করি তাহল মাস শেষে নতুন করে আবার P6 সাবস্ক্রাইব করি এবং নতুন করে ১০২৪ মেগাবাইট পাই। আপনি ইচ্ছা করলে পুর্বের অব্যবহারিত অংশ এমাসের প্রাপ্ত ডাটা (মেগাবাইট) এর সাথে যোগ করতে পারবেন। এজন্য আপনাকে মেয়াদ ফুরোবার আগেই আবার P6 সাবস্ক্রাইব করতে হবে।
যেমন, আমি শুধুমাত্র আমার মোবাইল এর জন্য p6 ব্যবহার করি।আমার P6 এর মেয়াদ শেষ হবে আজ (২১.১১.২০০৯) কিন্তু অব্যবহারিত অংশ রয়ে গেছে ৯০ মেগাবাইট, এখন আমি যদি আজকেই (২১.১১.২০০৯) আবার P6 সাবস্ক্রাইব করি তাহলে পরবর্তী মাসে আমার প্রাপ্ত ডাটার পরিমান হবে (১০২৪+৯০)=১১১৪ মেগাবাইট।
এ অফারটি একই ধরনের অন্য প্যাকেজের (Ex. P5) ক্ষেত্রেও প্রযোজ্য।
আমি Kaushik Biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Searchhing.......
কৌশিক ভাই,
স্পীডই পাইনা আর প্যাকেজের প্রশংসা !!
হায়রে জি. . . . .পি
https://www.techtunes.io/internet/tune-id/12520/