একসময় খুব সহজে পাওয়া যেত গুগল এডসেন্সে একটি একাউন্ট । কিন্তু এখন আর খুব সহজে পাওয়া যায়না, গুগল এডসেন্সে একাউন্ট পেতে আপনাকে আপনার ওয়েবসাইট সয়ংসম্পূর্ণ করতে হবে । আপনার ওয়েবসাইট এ কমপক্ষে ৫টি মেনু থাকতে হবে এবং প্রত্যেকটি মেনুতে নুন্যতম ৭/৮টি আর্টিকেল থাকতে হবে । আর আপনি যদি ব্লগস্পট থেকে এডসেন্সে একটি একাউন্ট পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লগ এর ভিতর থেকে গুগল এডসেন্সে এপ্লাই করতে হবে । কিভাবে করবেন তা নিচে দেখানো হলো । পোস্টটি ভালো লাগলে আমার ব্লগ অথবা ফেসবুক পেজ এ মন্তব্য দিন । প্রথমে আপনার ব্লগ এ সাইন ইন করুন তারপর আপনার ব্লগ এর Go to post list আইকন এ ক্লিক করুন ।
Earning অপশন সিলেক্ট করুন
Switch Adsense Account এ ক্লিক করুন
Create a new Adsense Account tab এ Create account এ ক্লিক করুন
Create an adsense account এ Account type : Individual সিলেক্ট করুন এবং Country or territory : Bangladesh সিলেক্ট করুন
তারপর Contact Information দিন, এখানে Payee name এ আপনার নাম দিন, আর তা যেন অবশ্যই Bank Account এর সাথে মিল থাকে । Bank Account না থাকলে আপনার রিয়াল নাম দিন, ওই নামে পরে Bank Account একাউন্ট করে নিবেন । আর আপনার ঠিকানা অবশ্যই আসল ঠিকানা দিবেন । কেননা গুগল আপনার ওই ঠিকানায় চিঠি পাঠাবে এবং আপনাকে ভেরিফাই করবে ।
সর্বশেষে আপনার মোবাইল নাম্বার দিন এবং Policies এর সকল অপশন এ টিক দিয়ে Submit Information এ ক্লিক দিন ।
আপনি চাইলে Continue করার আগে আপনার তথ্য আরেকবার সম্পাদন করতে পারবেন । এজন্য Edit Account Information এ ক্লিক করতে হবে, আর সম্পাদন করতে না চাইলে Continue তে ক্লিক দিন । দু / তিন দিনের মধ্যে একটা মেসেজ পাবেন, তারপর ১ সপ্তাহ কিংবা ১ মাস কিংবা তার কম সময়ের মধ্যে আরেকটি Confirmation Email আসবে, যাতে সকল terms and condition এ I agree দিয়ে submit করলেই কাজ শেষ । ব্যাস হয়ে গেল আপনার গুগল এডসেন্সে একাউন্ট ।
আপনার গুগল এডসেন্সে একাউন্ট একটিভ হয়ে গেলে আপনার account এ যখন সাইন ইন করবেন, Google Adsense একাউন্ট এর Home Page এভাবে দেখতে পাবেন । এখান থেকে ad নিয়ে আপনার সাইটে দিবেন, আর আপনার site visit হলে এবং ad এ ক্লিক পড়লেই আপনার ইনকাম হবে আর তা Google Adsense এর Home Page এ আসলে দেখতে পাবেন । নির্ধারিত সময় পর Google আপনাকে চেক পাঠাবে ।
অনলাইন আর্নিং এর বিভিন্ন দিক নির্দেশনা, Search Engine Optimization এবং গুগল adsense সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমার ব্লগ অথবা ফেসবুক পেজ দেখতে পারেন । ভালো থাকবেন সবাই । ধন্যবাদ । শুভ কামনা রইলো সবার জন্য ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
google adsense ar jonno mounthly koijon visitor thakte hoba.?.blog a ki bangla blog and english blog eksathe likha jabe.?daklam apni liklen…amra to grame thaki amader ki approve hoba.?..pls ans diven…click ta kibabe?..mani add koidin porpor change hobe?…akta add a akjon bakti daily koita click korte parba?.jodi akbar hoi thole..mounthly akbar..naki daily akbar???pls parla ai problem goli solve korben….