সোমবার ইন্টারনেট আংশিক অকার্যকর হওয়ার আশঙ্কা

বিশেষ ম্যালওয়্যারে সংক্রমিত সার্ভারগুলো বন্ধ করে দিলে সোমবার সারা বিশ্বে কয়েক লাখ কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ডিএনএস চ্যাঞ্জার নামের একটি ম্যালওয়্যারে আক্রান্ত সার্ভারগুলো এদিন বন্ধ করে দেবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

উল্লেখ্য, ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস হলো ইন্টারনেটের একটি অংশ যা ওয়েবসাইটের নামের (যেমন: উইকিলিকস.কম) সঙ্গে ইন্টারনেট প্রটোকল বা আইপি ঠিকানার (যেমন: ১২৩.৪৫৬.৭৮৯.০৯৮) সম্পর্ক নির্দেশ করে।

ডিএনএস চ্যাঞ্জার ওয়ার্কিং গ্রুপ জানিয়েছে,  এ ম্যালওয়্যারে আক্রান্ত কম্পিউটার এখন সারা বিশ্বে ২ লাখ ৭৭ হাজার যা গত এপ্রিলে ছিল ৩ লাখ ৬০ হাজার। শুধু ভারতেই এই ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬শ’ ৪২টি আইপি। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৬শ’ ১৯টি এবং ইতালিতে হয়েছে ২১ হাজার ৮শ’ ৩১টি আইপি। এ গ্রুপটি এই ম্যালওয়্যারে সারা বিশ্বের কম্পিউটারগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচাতে ডিএনএস সার্ভারগুলো পর্যবেক্ষণে রাখেছে।

ডিএনএস চ্যাঞ্জার ম্যালওয়্যারটি প্রথম ধরা পড়ে ২০০৫ সালে। তবে সবার নজরে আসে মাত্র গত বছর যখন এফবিআই এবং এস্তোনিয়ার পুলিশ রোভ ডিজিটাল নামে এক ভুয়া কোম্পানি গঠন করে প্রতারণা ও ইন্টারনেটে ভাইরাস ছাড়ার অপরাধে অনেক ক’জনকে আটক করে।

এসব ভাইরাস কম্পিউটারের ডিএনএস সেটিং স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে দেয় এবং ব্যবহারকারীকে তার অজান্তেই ভুয়া ওয়েবসাইট ভিজিটে বাধ্য করে। কিন্তু ব্যবহারকারী কখনো বুঝতে পারে না সেটা তার আকাঙ্ক্ষিত ওয়েবসাইট নয়।

এতে করে প্রতারকরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকউন্ট, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি চুরি করতে পারে।

মার্কিন আদালতের নির্দেশক্রমে সোমবার এফবিআই ওই ম্যালওয়্যারে আক্রান্ত অস্থায়ী সব সার্ভার বন্ধ করে দেবে। এ কারণে ইতোমধ্যে যেসব কম্পিউটার ডিএনএস চ্যাঞ্জার ম্যালওয়্যারে আক্রান্ত সেগুলোর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ব্যবহারকারীরা ইন্টারনেটে লগ অন করতে ব্যর্থ হতে পারেন।

আক্রান্ত সার্ভারগুলো যুক্তরাষ্ট্রে বন্ধ করা শুরু হবে স্থানীয় সময় ৯ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে।

ইন্টারনেট বিপর্যয় ও কম্পিউটারের ক্ষতি এড়াতে কিছু পরামর্শও দিয়েছে এফবিআই। প্রথমে ব্যবহারকারীকে নিশ্চিত হতে হবে তার কম্পিউটার ডিএনএস চ্যাঞ্জারে আক্রান্ত কি না। এ ব্যাপারে অবশ্য কোনো এন্টিভাইরাস সহায়তা করতে পারবে না।

ভাইরাস সংক্রমণ পরীক্ষা করার জন্য http://www.dns-ok.us এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর লাল ব্যাকগ্রাউন্ড দেখালে সংক্রমণ নিশ্চিত হওয়া যাবে। আর সবুজ দেখালে সংক্রমণ নেই তবে ঝুঁকিমুক্ত বলা যাবে না।

আক্রান্ত হলে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য ডিএনএস ওয়ার্কিং গ্রুপের http://www.dcwg.org এই ওয়েবসাইটে গেলে কিছু পরামর্শ পাওয়া যাবে। এখানে এফবিআইয়ের পক্ষ থেকে এক্সপার্টদের নিয়োজিত রাখা হয়েছে।

Level 0

আমি rubelbba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা আগেই পরছি এই tune থেকে https://www.techtunes.io/internet/tune-id/135026 এবং আমি গ্রীন .সোমবার কাল গেসেগা