রাশিয়ান ৬ জন লোক বদলে দিল আমেরিকাকে

বর্তমান পৃথিবী শাষন করছে আমেরিকা । কিন্তু তাদের এই উন্নতির পিছনে ৬ জন রাশিয়ান লোকের অবদান অপরিসীম । যারা তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমেরিকার অনেক ভাবে উন্নতি সাধন করেছেন । তাদের কেউ অর্থনৈতিক ভাবে , কেউ আবিষ্কার প্রভৃতির মাধ্যমে আমেরিকার আজকের এই অবস্থানে এনে দিয়েছে ।

1) Sergey Brin – Google

সার্জেই ব্রিন জন্মগ্রহন করেন ২১ শে আগষ্ট ১৯৭৩ রাশিয়ার মস্কো শহরে । যিনি গুগলের অর্থের যোগান দিয়েছেন এবং এটি বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ কোম্পানী ইন্টারনেট জগতের । ২০০৯ সালে তিনি পৃথিবীর ২৬ নম্বর ধনীদের লিস্টে ছিলেন । যখন তিনি খুব ছোট তখনই তিনি আমেরিকায় অভিবাসন লাভ করেন । তখন তার বয়স ছিল মাত্র ৬ বছর । প্রথমে তিনি University of Maryland থেকে কম্পিউটারের উপর ডিপ্লোমা অর্জন করে পরে Stanford থেকে PHD লাভ করেন ।

2) Igor Sikorsky – Sikorsky Aircraft Corporation

তার নাম দেখলেই তো মনে হয় আকাশের সাথে তার খুব গভীর সম্পর্ক ছিল । তার জন্ম হয়েছিল ২৫ মে ১৮৮৯ এবং তার মৃত্যু হয় ১৯৭২ সালের ২৬ অক্টোবর । তিনি সর্বপ্রথম মাল্টিইন্জিনের হেলিকপ্টার তৈরি করেছিলেন ।

3) Vladimir Nabokov – Lolita


তার জীবনী টা দেখলেই বুঝা যায় যে তিনি কত ভ্রমনপ্রেমী ছিলেন । তিনি ছিলেন একজন নোভেলিস্ট । তার জন্ম ২২ এপিল ১৮৯৯ সালে এবং তার মৃত্যু ১৯৭৭ সালের ২ জুলাই । তিনি রাশীয়া থেকে ১৯১৯ সালে ইংল্যান্ডে নাগরিকত্ত লাভ করেন তারপর জার্মানী ১৯২২ সালে , পরে ১৯৪০ সালে আমেরিকায় পাড়ি জমান । তিনি আমেরিকায় যাওয়ার পর কোন কাজেই আর রাশিয়ান ভাষা ব্যভহার করেন নি । তিনি সকল কাজেই রাশিয়ান ভাষা ট্রান্সলেট করে ইংরেজীতে ব্যবহার করতেন ।

4) Vladimir Zworykin – television

তার জন্ম ১৮৮৯ সালের ৩০ জুলাই এবং মৃত্যু ১৯৮২ সালের ২৯ জুলাই । তিনি সর্বপ্রথম আধুনিক টেলিভিশন সেট তৈরি করেছিলেন । যখন রাশিয়ায় সিভিল ওয়ার শুরু হয় তখন তিনি রাশিয়া ছেড়ে আমেরিকায় পাড়ি জমান ।

5) Milla Jovovich – The Fifth Element

তিনি এক সময়ের বিখ্যাত মডেল ছিলেন এবং তার হাত ধরেই আমেরিকা আজ এত পোশাকের বৈচিত্র পছন্দ করে । তিনি একাধারে মডেল , অভিনেত্রী , ফ্যাসন ডিজাইনার ছিলেন ।

6) Voronov brothers - Warner Brothers Entertainment


তিন ভাই মিলে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্টা করে আজও অনেকে মনে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে এই মুভী ইন্ডাস্ট্রিজটি ।

আরও ব্যপকভাবে লিখতে পারতাম কিন্তু সময় সল্পতার জন্য আর সম্ভব হল না । আশা করি আপনাদের ভাল লাগবে । সকলকে ধন্যবাদ...............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

LOLITA …….the most adult and nasty story i hav ever read…………….

    বুঝতে হবে ….. ঐখানেও শেখার আছে সাম্য 😉

    টিনটিন ভাই একটু বলবেন কি শিখলেন ? হা হা হা

    দুঃখিত এই জিনিস কাউরে আমি শেখাই না 😉

    LOLITA …….the most adult and nasty story i hav ever read…
    কি বুঝাতে চাইলেন? তবে এটা আগেও অনেকবার পড়েছি সমম্ভবত বই এ।

দারুন টিউন।
সার্জে ব্রিন Stamford নয় Stanford university থেকে PHD করেন।

    কি সুক্ষ ভুল

    কি করব ভাই আমার তো দোষ ওইটাই খালি সব ভুলগুলি আমার চোখে ধরা পড়ে। আর ধরা পড়লে আমি সেটা বলে দেয়া দায়িত্ব মনে করি।

    না ঠিক আছে শাকিল ভাই , ভুল হলে অবশ্যই আপনার দায়িত্ব ভুলটি ধরিয়ে দেয়া ।

    Stamford e valo chilo……..oder campus ta kase chilo…..he he

Level 0

আমাদের দেশে আমার মত কিছু লোক দরকার৷ তাহলে দেশের উন্নতি করা সম্ভব৷ তাছাড়া সম্ভব না……. তাই চিন্তায় আছি?

    আপনার গুনগুলো দয়া করে বলবেন। তাহলে আমরা আপনার মত হতে পারতাম!!!!!!!!!!!!!!!!

    কি নাদের এতদিন কই ছিলা ??অনেক দিন পরে তোমাকে দেখলাম।

ভাল লাগল।
ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

আমাগো লাভ কি? বলবেন একটু?…………….

    টিউনটি ভালো করে পড়ুন তাহলেই বুঝতে পারবেন যে লাভ টা আসলে কোথায়……

ভাল লাগলো

http://timebd.com

এই টিউনটা সেরা নির্বাচিত কিভাবে হল? এত ভালো ভালো টিউন থাকতে এডমিনগণ এই টিউনটাকে কেন নির্বাচিত করলেন এটা আমার কাছে রহস্যময়।টিউনটা ভালো তবে সেরা নির্বাচিত হওয়ার যোগ্য নয়।অনেক ভালো টিউনার এতে নিরুৎসাহিত হবেন তা আমি নিশ্চিত।

শুধুমাত্র কয়েকটা সুন্দর ফটো দিলেই যে একটা টিউন সেরা হয় এটা এতদিন পর বুঝলাম। হায় টেকটিউনস্!!!!!!!!!!!!!!!!!

O.O

অনায়াসে একটা “প্রিয়” টিউন হতে পারত | জানিনা লেখক কিভাবে এই সুযোগটা নষ্ট করলেন |

এদের যেকোনো একজনকে নিয়েই এক একটা স্বতন্ত্র টিউন হতে পারে; সেখানে এই “ধরি মাছ না ছুই পানি” ধরনের মনোভাবের কারণ বুঝলাম না | লেখকের অনেকদিনের অনভ্যাসই কি এর কারণ ?

নির্বাচিত টিউন বলে কিছুতেই মেনে নিতে পারলামনা |

    সহমত…
    আরও একটি Confusion আছে মনোনয়ন ভোট নিয়ে, কারণ Admin-রা কি আদৌ এটা Count করে?…

    Tune-টি সম্পর্কে আমার কোনও মন্তব্য নেই…

    Level New

    টিউনের হেডিং টাই তো ফালতু হইছে, ভিতরের কথা বাদ দিলাম।
    এটা নির্বাচিত হয়েছে শুধু মাত্র হাসিবের টিউন তাই।
    এখানেও দলিয়করন শুরু হল।
    ডিপুর মত
    Tune-টি সম্পর্কে আমার কোনও মন্তব্য নেই…