বর্তমান পৃথিবী শাষন করছে আমেরিকা । কিন্তু তাদের এই উন্নতির পিছনে ৬ জন রাশিয়ান লোকের অবদান অপরিসীম । যারা তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমেরিকার অনেক ভাবে উন্নতি সাধন করেছেন । তাদের কেউ অর্থনৈতিক ভাবে , কেউ আবিষ্কার প্রভৃতির মাধ্যমে আমেরিকার আজকের এই অবস্থানে এনে দিয়েছে ।
সার্জেই ব্রিন জন্মগ্রহন করেন ২১ শে আগষ্ট ১৯৭৩ রাশিয়ার মস্কো শহরে । যিনি গুগলের অর্থের যোগান দিয়েছেন এবং এটি বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ কোম্পানী ইন্টারনেট জগতের । ২০০৯ সালে তিনি পৃথিবীর ২৬ নম্বর ধনীদের লিস্টে ছিলেন । যখন তিনি খুব ছোট তখনই তিনি আমেরিকায় অভিবাসন লাভ করেন । তখন তার বয়স ছিল মাত্র ৬ বছর । প্রথমে তিনি University of Maryland থেকে কম্পিউটারের উপর ডিপ্লোমা অর্জন করে পরে Stanford থেকে PHD লাভ করেন ।
তার নাম দেখলেই তো মনে হয় আকাশের সাথে তার খুব গভীর সম্পর্ক ছিল । তার জন্ম হয়েছিল ২৫ মে ১৮৮৯ এবং তার মৃত্যু হয় ১৯৭২ সালের ২৬ অক্টোবর । তিনি সর্বপ্রথম মাল্টিইন্জিনের হেলিকপ্টার তৈরি করেছিলেন ।
তার জীবনী টা দেখলেই বুঝা যায় যে তিনি কত ভ্রমনপ্রেমী ছিলেন । তিনি ছিলেন একজন নোভেলিস্ট । তার জন্ম ২২ এপিল ১৮৯৯ সালে এবং তার মৃত্যু ১৯৭৭ সালের ২ জুলাই । তিনি রাশীয়া থেকে ১৯১৯ সালে ইংল্যান্ডে নাগরিকত্ত লাভ করেন তারপর জার্মানী ১৯২২ সালে , পরে ১৯৪০ সালে আমেরিকায় পাড়ি জমান । তিনি আমেরিকায় যাওয়ার পর কোন কাজেই আর রাশিয়ান ভাষা ব্যভহার করেন নি । তিনি সকল কাজেই রাশিয়ান ভাষা ট্রান্সলেট করে ইংরেজীতে ব্যবহার করতেন ।
তার জন্ম ১৮৮৯ সালের ৩০ জুলাই এবং মৃত্যু ১৯৮২ সালের ২৯ জুলাই । তিনি সর্বপ্রথম আধুনিক টেলিভিশন সেট তৈরি করেছিলেন । যখন রাশিয়ায় সিভিল ওয়ার শুরু হয় তখন তিনি রাশিয়া ছেড়ে আমেরিকায় পাড়ি জমান ।
তিনি এক সময়ের বিখ্যাত মডেল ছিলেন এবং তার হাত ধরেই আমেরিকা আজ এত পোশাকের বৈচিত্র পছন্দ করে । তিনি একাধারে মডেল , অভিনেত্রী , ফ্যাসন ডিজাইনার ছিলেন ।
তিন ভাই মিলে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্টা করে আজও অনেকে মনে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে এই মুভী ইন্ডাস্ট্রিজটি ।
আরও ব্যপকভাবে লিখতে পারতাম কিন্তু সময় সল্পতার জন্য আর সম্ভব হল না । আশা করি আপনাদের ভাল লাগবে । সকলকে ধন্যবাদ...............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
LOLITA …….the most adult and nasty story i hav ever read…………….