সবাই কেমন আছেন ? আমি ভালো আছি | কিছুদিন আগে টিটিতে কমদামে এন্ড্রয়েড ফোন নিয়ে একজন টিউন করছিলেন| তার পর থেকেই ভাবছিলাম একটা এন্ড্রয়েড ফোন কিনবো| তাই গত ১৮ই জুন বসুন্ধরা সিটির সনির শো-রুম থেকে ১ বছরের ওয়ারেন্টি সহ কিনে ফেললাম "SONY ERICSSON XPERIA MINI PRO" | 🙂
কেনার পরদিনই Sony PC Companion 2.1 দিয়ে Ice Cream sandwich 4.0.4 এ আপগ্রেড করলাম| 😀
কিন্তু ঝামেলায় পড়লাম নেট কানেক্ট করা নিয়ে| আগে তো সহজেই নকিয়া পিসি সুইট দিয়ে নকিয়া সেট কানেক্ট করে নেট চালাতাম |কিন্তু এটার বেলায় কি করবো কিছুই বুঝতে পারছিলাম না |তার উপর আবার এন্ড্রয়েড ফোন কখনই ব্যবহার করিনি |পরে সনির ফোরামে ঢুকলাম, সেখানে লেখা সফটওয়্যার দিয়ে ছাড়া এই সেটকে মডেম হিসেবে ব্যবহার করা যাবে না | 🙁
কিন্তু কনফিগারেশন এ তো লেখা মডেম হিসেবে ব্যবহার করা যাবে তাহলে সমস্যা টা কোথায় ?!!
কিছুক্ষণ নেটে ঘোরার পর কিছুটা ধারণা পেলাম কিভাবে কি করতে হবে |কিন্তু কোথাও ক্লিয়ারলি কোনকিছু লেখা নেই | :'(
পরে অনেকক্ষণ চেষ্টা করার পর কানেক্ট করতে সক্ষম হলাম | 😀
ফেবুতে ঢোকার পর দেখলাম টিটির পেজে একই সমস্যা নিয়ে এক আপু সাহায্য চেয়েছেন |তাই ভাবলাম এটা নিয়ে একটা টিউন করি |
🙂
কানেক্ট করার পদ্ধতি :
প্রথমে Settings এ গিয়ে "Developer option" এ যান |
"USB debugging" চেক করুন |
এরপর Settings এর "Wireless & networks" সেকসন এ গিয়ে more click করে Mobile networks > Access Point Names এ যান |
এর ভিতর গিয়ে অপসন বাটন প্রেস করে new apn ক্লিক করুন |
এখানে
Name: GP-INTERNET
APN: gpinternet
Proxy:10.128.1.2
Port: 8080
লিখে Done করুন |
এখন "Access Point Names" এর ভেতরে "GP-INTERNET" নামে একটা প্রোফাইল তৈরী হয়েছে , এটা চেক করে দিন|
"Data traffic" Enable করুন |
এবার আপনি আপনার সেটটি ডাটা কেবল দিয়ে পিসির সাথে কানেক্ট করুন |
এরপর আবার "Wireless & networks" সেকসনের "Tethering & portable hotspot"এর ভেতর যান |সেখানে গিয়ে "USB tethering" অপসনটি চেক করে দিন |
এরপর আপনি সয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে কানেক্ট হয়ে যাবেন |
🙂
এখন কথা হচ্ছে আমি এন্ড্রয়েড সম্পর্কে একেবারেই নতুন তাই, এন্ড্রয়েডের জন্য অতিপ্রয়োজনীয় কি কি সফটওয়্যার ব্যবহার করা যায় সে সম্পর্কে যদি একটু পরামর্শ দিতেন তাহলে খুব ভালো হত |
ভুল হলে ক্ষমা করবেন |
🙂
আমি শ্যাম সুন্দর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 222 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইজান খালি গ্রামীনের কনফিগারেশন দিলেন যে অন্য অপারেটরে কিভাবে কনফিগার করব ।