সফটওয়্যার ছাড়াই Sony Ericson XPERIA MINI PRO কে মডেম হিসেবে ব্যবহার করুন | :)

সবাই কেমন আছেন ? আমি ভালো আছি | কিছুদিন আগে টিটিতে কমদামে এন্ড্রয়েড ফোন নিয়ে একজন  টিউন করছিলেন| তার পর থেকেই ভাবছিলাম একটা এন্ড্রয়েড ফোন কিনবো| তাই গত ১৮ই জুন  বসুন্ধরা সিটির  সনির শো-রুম  থেকে ১ বছরের ওয়ারেন্টি সহ  কিনে ফেললাম  "SONY ERICSSON XPERIA MINI PRO" | 🙂
কেনার পরদিনই  Sony PC Companion 2.1 দিয়ে Ice Cream sandwich 4.0.4 এ আপগ্রেড করলাম| 😀

কিন্তু ঝামেলায় পড়লাম নেট কানেক্ট করা নিয়ে| আগে তো সহজেই নকিয়া পিসি সুইট দিয়ে নকিয়া সেট কানেক্ট করে নেট চালাতাম |কিন্তু এটার বেলায় কি করবো কিছুই বুঝতে পারছিলাম না |তার উপর আবার  এন্ড্রয়েড ফোন কখনই ব্যবহার করিনি |পরে সনির ফোরামে ঢুকলাম, সেখানে লেখা সফটওয়্যার দিয়ে ছাড়া এই সেটকে মডেম হিসেবে ব্যবহার করা যাবে না | 🙁
কিন্তু কনফিগারেশন এ তো লেখা মডেম হিসেবে ব্যবহার করা যাবে তাহলে সমস্যা টা কোথায় ?!!
কিছুক্ষণ নেটে ঘোরার পর কিছুটা ধারণা পেলাম কিভাবে কি করতে হবে |কিন্তু কোথাও ক্লিয়ারলি কোনকিছু লেখা নেই | :'(
পরে অনেকক্ষণ চেষ্টা করার পর  কানেক্ট করতে সক্ষম হলাম | 😀

ফেবুতে ঢোকার পর দেখলাম টিটির পেজে একই সমস্যা নিয়ে এক আপু সাহায্য চেয়েছেন |তাই ভাবলাম এটা নিয়ে একটা টিউন করি |
🙂

কানেক্ট করার পদ্ধতি :

প্রথমে Settings এ গিয়ে "Developer option" এ যান |

"USB debugging" চেক করুন |

এরপর Settings এর "Wireless & networks" সেকসন এ গিয়ে more click করে Mobile networks > Access Point Names এ যান |

এর ভিতর গিয়ে অপসন বাটন প্রেস করে new apn ক্লিক করুন |
এখানে

Name: GP-INTERNET

APN: gpinternet

Proxy:10.128.1.2

Port: 8080

লিখে Done করুন |

এখন "Access Point Names" এর ভেতরে "GP-INTERNET" নামে একটা প্রোফাইল তৈরী হয়েছে , এটা চেক করে দিন|

"Data traffic" Enable  করুন |

এবার আপনি আপনার সেটটি ডাটা কেবল দিয়ে পিসির সাথে কানেক্ট করুন |

এরপর আবার "Wireless & networks"  সেকসনের "Tethering & portable hotspot"এর ভেতর যান |সেখানে গিয়ে "USB tethering"  অপসনটি চেক করে দিন |
এরপর আপনি সয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে কানেক্ট হয়ে যাবেন |
🙂

এখন কথা হচ্ছে আমি এন্ড্রয়েড সম্পর্কে একেবারেই নতুন তাই, এন্ড্রয়েডের জন্য অতিপ্রয়োজনীয়  কি কি সফটওয়্যার  ব্যবহার করা যায় সে সম্পর্কে যদি একটু পরামর্শ দিতেন তাহলে খুব ভালো হত |

ভুল হলে ক্ষমা করবেন |
🙂

Level 0

আমি শ্যাম সুন্দর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 222 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান খালি গ্রামীনের কনফিগারেশন দিলেন যে অন্য অপারেটরে কিভাবে কনফিগার করব ।

স্বাগতম টু দ্যা পৃথিবী অফ “এন্ড্রয়েড” 🙂
আর আপনার Proxy & Port না দেয়াই ভাল। কারন মার্কেটে ঢুকতে মাঝে মাঝে সমস্যা করে (নেটওয়ার্ক প্রব্লেম টাইপের কিছু দেখায়)
আর আপনার ট্রিক টা জিঞ্জারব্রেডের উপরের সব এন্ড্রয়েডেই কাজ করে সাধারনত)
গরম হয় কেমন আপনারটা? মিনি প্রো’র ক্ষেত্রে চার্জের ব্যাপারটা একটু কমপ্রোমাইজ করতে হয় 🙁
আপনি কি ৩৫/৩৬ নাম্বার সপ থেকে কিনেছেন মোবাইলটা? আসলে এখন বাংলাদেশে সনির কোন সার্টিফাইড ডিলার নেই। একবছর আগে অদের সার্ভিস তুলে নিয়েছে বাংলাদেশ থেকে। ওরা আগে ডিলার ছিল এখন নেই তাই ওয়ারেন্টিও লোকাল 🙁
সুভকামনা রইল 🙂 হ্যাপি এন্ড্রয়েডিং 😀

    Level 0

    আপনাকে তো এন্ড্রো বস বলে মনে হচ্ছে। আমার সমস্যা টার কি সমাধান হবে? পিসি/ল্যাপটপ থেকে ফোনবুক এডিট করতে চাইছি। Sony PC Companion 2.1 দিয়ে কাম হচ্ছে না।

      @tuhin_bgd: মার্কেট থেকে LazyDroid ইন্সটল করে দেখতে পারেন (রুট করা থাকতে হয়) এটা দিয়ে জিপিএস, কম্পাস, সহ মোটামোটি সব কিছুই পাবেন। তাছারা পুরো মোবাইলটাকেই পিসি থেকে কন্ট্রোল করতে পারবেন।
      সময়ের অভাবে টিউন করা হয় না 🙁

    @tanweer troy: এইটা আপনি কি শোনালেন !!!!!!!!!!!!!!!!
    পাশের দোকানে হোলসেল এ ফোনটার দাম চাইসিলো ১২০০+ |
    আমি ভাবলাম ওয়ারেন্টি দিচ্ছে যেহেতু, তাই ১৪৯৯০ দিয়ে কিনলাম |আর এখন….
    🙁

15 জুন neo v কিনেসি ice cream sandwich এ upgrade করতে ভয় পাচ্ছি, আপনার মিনি প্র কি আগের মতই স্পীড আছে আপগ্রেড
করার পরে?

    @মনির: স্পিড আছে মানে…. আগে তো ঝামেলা হচ্ছিলো|আপডেট করার পর বেশ ফাস্ট হইছে বলে মনে হচ্ছে |গ্রাফিক্স ও অনেক সুন্দর আগের চাইতে |তবে Sony PC Companion 2.1 দিয়ে অফিসিয়াল আপডেট করবেন |অফিসিয়ালি না বেরোলে আমি আপডেট করতাম না|যেহেতু অফিসিয়ালি তাই মনে হয় না ভয় পাওয়ার কিছু আছে |
    🙂
    তবে আমি Qbee 512 কেবির নেট লাইন দিয়ে করছি| ১ ঘন্টার বেশি সময় লাগছে |

Level 0

অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমি অন্য একটি সমস্যায় আপনাকে স্মরন করছি। আমিও ১ জুন আপনার মত কম দামের এন্ড্র ফোনের পোস্ট পড়ে উৎসাহিত হয়ে সনি এরিকসন এক্সপেরিয়া নিও ভি কিনেছি। আমি পিসি/ল্যাপটপ থেকে ফোনবুক/ কন্টাক এডিট/এ্যাড/রিমুভ করতে চাচ্ছি। কিন্তু কোন সমাধান পাচ্ছি না।Sony PC Companion 2.1 দিয়ে কোন কাজ হচ্ছেনা। সনি এরিকসনের পিসি স্যুইট দিয়েও তো কাজ হচ্ছে না। একটু চেস্টা করে দেখুন।মডেমের সমাধান তো দিলেন। আর একটু চেষ্টা করে দেখুন। আমিও নতুন তবে http://www.somewhereinblog.net/blog/raihankabir_1/29491127 এই লিংক থেকে খুঁজে দেখুন কোন লাভ হয় কিনা?

Level 0

ধন্যবাদ অসংখ্য। অনেক অপেক্ষায় ছিলাম, আপনার উত্তরের। ধণ্যবাদ। চেষ্টা করে দেখুন প্লিজ।

আমিও সনি এরিকসন এক্সপেরিয়া মিনি প্রো SK17i কিনেছি।আমি আগে কখনও অ্যান্ড্রয়িড সেট ইউজ করিনি।ফলে অ্যানড্রয়িড এর অনেক টার্ম আমি বুঝিনা। আমিও সেট এর ice cream sandwich এ upgrade করতে ভয় পাচ্ছি। আবার স্লো হবেনা তো।কারন আমার এক বন্ধু এই সেট ব্যাবহার করে।ও upgrade করার পর স্লো হয়ে গিয়েছে,তবে বেশি স্লো না।ওরটার থেকে আমারটার স্পীড বেশি। এখন আমি কি করবো? আপগ্রেট করবো? নাকি করবো না। করলে কিভাবে করবো? একদম সেফ উপায় টা কেউ বলে দেন। আর এই সেট এর অফিসিয়াল আপডেট এসেছে কিনা তা কিভাবে বুঝবো?

@শ্যাম সুন্দর:
Sony Ericson Xperia Mini
http://www.sonymobile.com/gb/products/phones/xperia-mini

Sony Xperia Tipo
http://www.sonymobile.com/gb/products/phones/xperia-tipo

Konta valo…?
Please keu suggest koren vai. Ami confused…!!!

Sony Ericson Xperia Mini pro & Sony Ericson Xperia Mini pro er moddhe keyboard chhara ar ki kono parthokko achee…?