রবি সিমে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন মাত্র ৪৩৭ টাকায়(২৪ ঘন্টা )।

টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন? 
আমি অনেক  ভালো আছি ।আপনারা যে আমার টিউন 
মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার খুবই ভালো লাগে।
আমি আজ  অন্যতম একটি পোস্ট করব যা আপনাদের চিন্তায় ফেলে দিবে ।
আমরা অনেকই প্রতিমাসে ৮৬২-১৭২৫ টাকা পর্যন্ত ইন্টারনেট বিল দেই ।

এতো টাকার জন্য ইন্টারনেট ব্যবহার করা অনেকেরই সম্ভব হয়না ।
৩৫০ টাকা দিয়ে ১ গিগাবাইট নিয়েও পোষায় না ।৭  দিনও যেতে 
চায়না ।তার আগেই মেগাবাইট ফুরিয়ে যায় ।এতো কিছু ভেবে আমি গবেষণা 
করে আপনারদের জন্য একটি বুদ্ধি বের করলাম ।হয়তবা আপনাদের অনেক 
কাজে লাগবে ।তার আগে বাংলাদেশের সিম গুলোর ইন্টারনেট স্প্রিড এবং 
আনলিমিটেড ইন্টারনেট এর মূল্য দেখে  নেই।

আনলিমিটেড ইন্টারনেট পেকেজ ও ইন্টারনেট স্প্রিড

গ্রামীণফোন ইন্টারনেট স্প্রিড=১৫-৩০ কিলোবাইট/সেকেন্ড 
আনলিমিটেড ইন্টারনেট(৫ গিগাবাইট)=৯৭৮ টাকা 
রবি ইন্টারনেট স্প্রিড =১৫-৩০ কিলোবাইট/সেকেন্ড 
আনলিমিটেড ইন্টারনেট=৮৬২ টাকা 
বাংলালিংক ইন্টারনেট স্প্রিড =১৫-২৫ কিলোবাইট/সেকেন্ড 
আনলিমিটেড ইন্টারনেট=৭৪৮ টাকা 
সিটিসেলে ইন্টারনেট স্প্রিড=১৫-২০ কিলোবাইট/সেকেন্ড 
আনলিমিটেড ইন্টারনেট=১৭২৫ টাকা 
টেলিটক ইন্টারনেট স্প্রিড=০৫ -০৬ কিলোবাইট/সেকেন্ড 
আনলিমিটেড ইন্টারনেট=৯২০ টাকা

আমি শুধু আনলিমিটেড ইন্টারনেট এর মূল্য গুলো উল্লেখ করলাম ।উপরের ইন্টারনেট এর মূল্য ভাট সহ দিয়ে দিলাম ।
ভাই আমি সবই ব্যবহার করেছি তাই আমার অভিজ্ঞতা থেকে বা আমি যা ইন্টারনেট স্প্রিড পেয়েছি তাই উল্লেখ করলাম ।

আমি বললাম রবি সিমে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন মাত্র ৪৩৭ টাকায় ।কিন্তু এখানে দেখছেন ৮৬২ টাকা ।
এটাই তো সিস্টেম ।আমি আজ আপনাকে ৮৬২ টাকার ইন্টারনেট ৪৩৭ টাকায় ব্যবহার করতে দিবো ।
আমি এখন যা আলোচনা করব তা মনোযোগ দিয়ে পড়ুন ।

রবিতে বর্তমানে অফার আছে যে নতুন উদয় পোস্টপেইড সিম কিনলে প্রতি  মাসে ৪২০ টাকার বিনিময়ে  আপনি আনলিমিটেড 
ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।নতুন সিম কিনে  এক্টিভেট করার দিন থেকে আপনি তিন মাস পর্যন্ত এই সুবিধা ভোগ করতে 
পারবেন ।তিন মাস পর আবার আপনাকে ৮৬২ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে হবে ।তাহলে আমি আপনাকে তিন 
মাস পর্যন্ত ৪২০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে দিলাম ।

কি ভেবেছেন আমাকে ? কি গবেষণা করলাম আপনাদের জন্য? এটি তো সবাই জানে ?

আমার গবেষণার ফল

যাদের বন্ধু বা পরিচিত কেও সিম বিক্রি করে  বা সিম এর দোকান  আছে  শুধু তারাই এই সুযোগ ভোগ  করতে পারবেন ।
আপনি প্রথমে  নতুন উদয় পোস্টপেইড সিম কিনবেন এবং তিন মাস  ৪২০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন ।
যেদিন তিন মাস শেষ হবে তার আগের দিন ইন্টারনেট লাইন বন্ধ করে দিন ।এবং সিমটি আপনার বাজারের কোনো পরিচিত /বন্ধুর 
দোকানে ৫০ টাকা কমে বিক্রি করে দিন ।এবং পুনরায় আবার নতুন ছিম কিনে আবার ৩ মাস ৪২০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট 
ব্যবহার করুন ।যতদিন রবির এই অফার আছে ততদিন আপনি এই সুযোগ ভোগ করতে থাকুন ।

এখন লাভ ও লসের হিসাব

আপনার লাভ 
সিম কিনলেন =৩০০ টাকা
৩ মাস ইন্টারনেট ব্যবহার করলেন=৩*৪২০=১২৬০ টাকা
সিম বিক্রি করলেন  =২৫০ টাকা
আমি এভাবে তিন মাসের  খরচ =৩০০+১২৬০-২৫০=১৩১০ টাকা
সেয়েতু প্রতি মাসে ইন্টারনেট খরচ = ৪৩৭ টাকা ।
আপনার প্রতি মাসে ৮৬২-৪৩৭=৪২৫ টাকা বেচেঁ গেলো ।

রবি কোম্পানির লাভ
সিম বিক্রি বেশি হবে কিন্তু ইন্টারনেটে লাভ একটু কম হবে ।
রবির গ্রাহক একজন বাড়বে (কেননা -আপনার সিম টি চালু থাকবে কারন অন্য একজন যে ইন্টারনেট বুঝেইনা আপনার বন্ধু তার 
কাছে এই সিমটি বিক্রি করে দিবে ।তার তো ইন্টারনেট এর কোনো প্রয়োজনই নেই ,থাকলেও যা না থাকলেও তাই )।

আপনার পুরাতন সিম টি যে কিনবে তার লাভ 
সেই লোকটা ৫০ টাকা কমে একটা পোস্টপেইড সিম কিনতে পেলো ।
কত বড় সৌভাগ্য তার !

আপনার বন্ধুর লাভ 
আপনার বন্ধু লাভ করে কি করবে ?একসাথেই তো সবসময় আড্ডা মারেন ।আপনার কাছ থেকে লাভ করার প্রশ্নই উঠে না বরং 
২৫০ টাকা দিয়ে আপনার কাছ থেকে সিম কিনে গ্রাহক এর কাছে  ২৫০ টাকায় বিক্রি করে দিবে ।

আমার কথা

ভাই আমি জানি এটি অন্যায় ।তারপরও আপনারা যদি ৩ মাস ইন্টারনেট ব্যবহার করার পর আমার নির্দেশনা অনুসরণ করেন তাহলে 
হয়তবা এটি অন্যায় হবে না ।কারন এখানে রবির সিমটি চালু থাকছে ।এখন আপনি যদি বেশি চালাকি করে ৩ মাস ইন্টারনেট ব্যবহার 
করে উক্ত সিম ভেঙ্গে  ফেলেন তাহলে এটি খুবই বড় অন্যায় ।তাহলে আমার এই পোস্ট টি রবি কোম্পানির ক্ষতির কারন হয়ে দাড়াবে 
যা আমি চাইনা ।আমি সবসময় চাই সবারই ভালো হোক।

বন্ধুগণ এখন আর চিন্তা নেই ।এখন থেকে সবাই সারা মাস খুবই কম মূল্যে রাত দিন অনলাইনে থাকতে পারবে ।শুধু তাই নয় সাথে 
থাকছে আনলিমিটেড ডাউনলোড করার সুবিধা ।

বিষয় টা আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন ।আমি আশা করি আমার পোস্টের মাধ্যমে অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারবে ।
এখন আপনি বলুন ৩৫০-৩৭৫ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করা ভালো না ৪৩৭ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা ভালো ।স্প্রিড ও খারাপ না ।

সবাই ভালো থাকবেন ।মন্তব্য করতে একদমই ভুলবেন না ।

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

বি.দ্র : আমার এই  টিউনস  যদি অন্যায়ের দিকে হয় তাহলে আমি ক্ষমা পার্থী ।

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Shob Kisuie Bujhlam Kinto Speed Toh Nai 🙁 🙁 Vul Krome Akbar Robi #Gb Internet Nisilam Mone Korsilam Onek Gan Download Dimu Kinto Dukkher Bishoy Mash Seshe Jay Dekhi Matro 748 MB Shesh Korci Bakita Poiraie Roice Karon Speed Nai…. 🙁 🙁

    @Rafi Tithon: ভাই এটি আপনার এলাকার ইন্টারনেট স্প্রিড এর সমস্যা .আমি ঢাকায় থাকি সবসময় সর্বনিম্ন ১৫-৩০ কিলোবাইট/সেকেন্ড স্প্রিড পাই .

      Level 0

      @সাগর CJ: ভাই ৩ মাস না ৬ মাস ৪২৫ টাকা ভ‍্যাট সহ ৪৮৮ টাকা তে আনলিমিেটড ইন্টারনেট ব্যবহার করা যায়

    @সাগর CJ: @Rafi Tithon: গ্রাম অঞ্চলে ইন্টারনেট স্প্রিড একটু কমই থাকে .এটা সবাই জানে .

আপনার টিউনের কিছু ভুল আছে ।
৪২৫ টাকা (ভ্যাট সহ ৫০৯ টাকা)/মাস, (প্রথম ৬ মাস) ।
আর রবি পোষ্টপেইড একজনের নামে বেশী হলে সমস্যা আছে ।
আপনি যে সিম টি ক্রয় করবেন কিছুদিন ব্যবহার যদি আর ব্যবহার না করতে চান তাহলে আপনার সিম রবি সেবায় জমা দিয়ে আসতে হবে । এটা প্রিপেইড সিমের মত নয় যে একজন ব্যবহারকারী অসংখ্য সিম কিনতে পারবে । আর আগে ৩৭৫ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ছিল ।

এটা নিয়ে আমি আগে একটি টিউন করেছি সেখানে
জেনে নিন ভ্যাট সহ দেওয়া আছে https://www.techtunes.io/mobileo/tune-id/129174

আর আপনার ইনফরমেশন যে ভুল তা জানতে দেখুন http://robi.com.bd/bangla/index.php/page/view/315
আর এখন কিছু কারিগরি সমস্যার জন্য আরও প্রায় ৭-১০ দিন রবি এবং এয়ারটেল স্পিড তুলনা মূলক ভাবে কম পাবেন ।
ধন্যবাদ ।

    @টিউনার ভাই , এত্তো হিসাক কষাকষি না করে নিশ্চিন্তে ADSL ইউজ করতে পারেন।
    এটি দেখুনএটি দেখুন
    12BG = tk1000
    speed = 1Mbps+
    d.speed = 160kbps+
    u.speed = 45kbps+

    ! 😛

      @প্রিন্স মাহমুদ: প্রিন্স মাহমুদ ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি আমার টিউনে মন্তব্য করেছেন !অনেক অনেক ধন্যবার আপনাকে .

      @প্রিন্স মাহমুদ: প্রিন্স মাহমুদ ভাই আপনি আমাকে অনেকদিন আগে একটি ভালো রাস্তা দেখিয়েছিলেন .আমি সেই রাস্তায় চলছিলাম কিন্তু তাতেও আমার জীবনটা নষ্ট হয়ে গেলো .আমি ধোকা খেলাম
      লিচের ঠিকানার পোস্ট টি পড়ুন সাথে আপনার মন্তব্য ও দেখুন
      https://www.techtunes.io/help-ask/tune-id/119577
      এবার এই পোস্ট টি দেখুন
      https://www.techtunes.io/internet/tune-id/131102
      তারপর বিচার করুন !

      @প্রিন্স মাহমুদ: বাহ……প্রিন্স ভাই তো দেখি হিট।

        ধন্যবাদ মুকুট ভাই ! আপনি কথাটি যে মাইন্ডেই বলুন না কেন ? আমি কিন্তু তাকে ভালো কিছু সাজেশনই দিয়েছিলাম এবং সে সেই অনুযায়ী কাজ করে আজ ওডেস্কএ কাজ করছে ! তবে তার সাথে এক বায়ার প্রতারনা করেছে তার মনে এই নয় যে তার জীবন নষ্ট হইছে ! যে ধোঁকা খেয়েছে !
        আমি সাগর ভাইকে আবারও বলছি আপনি নিয়মিত কাজ চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা আসবেই !

        ধন্যবাদ মুকুট ভাই

    @জিহাদুর রাহমান নয়ন: নয়ন ভাই ভাট সহ ৪২০ টাকা .আমি এখনো ব্যবহার করছি .

গ্রামিনের স্পীড১৫-৩০ !!! সম্ভবত আপনি গ্রামিন ফোনের কাছ থেকে তথ্যটা পেয়েছেন।আসলে সব চাইতে
বাজে ।আমি মাসে ৭০০মেগার বেশী খরচ করতে পারিনি।

    @Quazi Mashriqus Siddiquein: ভাই আপনি যদি গ্রামীণফোন এর p1 পেকেজ ব্যবহার করেন তাহলে মরলেন এর স্প্রিড ২ কিলোবাইট/সেকেন্ড .
    আর যদি আনলিমিটেড নেন তাহলে ৫ গিগাবাইট ফুরে গেলে আবারও ২০ কেবি থেকে ২কেবি তে স্প্রিড নেমে আসবে .
    আমি সব সিম এর ইন্টারনেট নিজে ব্যবহার করে দেখেছি .

    @Quazi Mashriqus Siddiquein: ভাই আমি প্রতি দিন ৭০০-৮০০ মেগাবাইট ব্যাবহার করি।

ধারুন অপার

সাগর ভাই আমার সিম টি তিন মাস পর আপনি কিনবেন ২০০শ টাকা দিলেই চলবে।।আপনি ত আমার বন্দু।।কি বলেন??//

    @Taufiq Hasan: ভাই আমি কিনবো কারন আমার বন্ধুর সিমের দোকান আছে .কিন্তু আপনার বিল প্রিমেন্ট করে দিতে হবে .

বিল দেব………।। ওনিয়ে চিন্তা করতে হবে না…

    @Taufiq Hasan: তাহলে কোনো সমস্যা নেই .ব্যবহার করা শেষ হলে জানাবেন .

sagor via..monthly koita sim nite parben? villege-gulai internet speed beshi thake..ami gptw 40 porjonto payaci.

Level 0

Amar system Bangla lekta parcina sagoono dokketo? Tobe eta kaga lagba bola asa kore?

Bai! Eta ami onek porbo take use kore aschi? abong robi ka onek togayse. ami age 300 taka diye sim kintam. tarpor 250 taka kota bltam abong unlimetade internet use kortam. tarpor sim fala ditm! Kinto goto mas taka ekta noto somossa esacha ta holo unlimitade internate use korta hole apnake 500 taka deposit korta hoba. r aye taka apni koros korta parbanna. ty sata try korca? tarporo lab karon bat soho sobboto 488 taka katba? Speed somporka kicu bole! speed gram ba sohore kono tofat noy! ami gram taka download speed regular 27 ba tar chaye base pacce! robe onno sima odoye batito internatr speed kom take! ami 1mas use korceam tar modde onek kosto kore 700 mb nosto korese? tobe odoy grama ba sohre takok jode net full take ami grante dita parbe apni donload speed 25kb opre paban! 500 taka deposit somporka bole! ora bole ca ja 500 taka deposit korl ami sagola babohar korta parbona. kinto amer cradit limit 250 taka taka sotteo ami 588 taka bila babohar korce. akono amer line kata hoyne. 21 bil sycel taka sotteo amer interneter bill akono asani. tai sobsasa bolbo akon tamon lab korta parbanna> tobe kote hobena> 300 taka sim kena 250 taka cradit paccan. tarpor 500 taka deposit korban. tarpor eta amer janamote 6 mas babohar korta parben> abong deposit jakono somoy castomer care geye main acounta transfer ba otta parban.

jader prowjon tara kosto kore porle opokreto asa kori>

Level 0

vai apnar hoi to jana nai je 500 tka deposit korte hoi

Level 0

@জিহাদুর রাহমান নয়ন: baike bole apnar poriceto dokana gala somossa hobena oderka bole diban ja eta jakwr nama kore dita karon dokandardar kasa onek doplecate id card ase? apna ja bolchan jakaw onek pospaid sim babohar korta parbana ata bol! somoossa ta hocce apner bil joma hole sater jonno apnake cete pataba! amer kase onek nosto pospaid sim ase. Ekkotay bole robi bortomane ja system ace sata onno oparator take onek gon balo! korla labban hoben? 960+bat r chate 488 bat chara onek balo. speed ggramenna moto. r tasara grammen r network gram syta kico low .

Level 0

রবি দিয়ে শুধু ঢাকাতে ভালো speed পাওয়া যায়। ঢাকার বাইরে একেবারে খারাপ speed.

    @Zahid: আমি আমি বগুড়াতে ব্যবহার করেছি .খুব ভালো speed .

ভাই আপনি খালি “পেমেন্ট”লিখতে “প্রিমেন্ট” লেখেন কেন?

সাগর ভাই, টিউনটি ভাল হয়েছে। কিন্তু অনুগ্রহ করে “স্প্রিড” বানানগুলো ঠিক করুন। সঠিক বানান “স্পীড”

Koto gobesona kor len apnara….. Ami vai tune kor ta pari na… But ai system ami onek agei jani… Ami Unlimited internet use kori 333.33 TK on Robi Udoi…. Akhon bolen ki vabe… Sim ta kinben mas ar 17 tarikh. Active hobe 19 ki 20 tarikh. Karon robi tader besir vag bill 20 tarikh ai kore… Sim tar dam niba 300 taka… 700 taka deposit kor ben.. Ta hole apnar balance hobe 100 taka… Robi udoi new user der jonno 1st 6 mas internet 488.75 taka. Apni 2 mas internet nis chin ta use koren. 2 mas pore apnar bill hobe 977.50 taka. Mone koren ai sokol service active kor ta apnar pri 10 taka chole ja ba. ar thak ba 13 taka. ai 13 taka dia apni aro 1 mas internet use kor ta par ben. Karon Robi ar internet ar bill kore 1 mas por por… No 20 tarikh asar agei net off koren and arek ta sim kinenen… Ki buj len… 3 mas internet 333.33 taka.. Ar sob chea mojar kotha hoi lo kano jano amar mobile internet ar bill kat ta sa na robi aj k dui mas dho ra.. so ami chai ai ta obbahoto thakuk….

Sorry apnar balence hobe 1000 taka… Typing mistek hoi sa

আমি কিন্তু ভাই ৭০০ টাকা ডিপোসিট করতে বলেছি ভাই যা ৫০০ টাকা থেকে বেশী। আর বর্তমানে শর্ত হচ্ছে নূন্যতম ৫০০ টাকা ডিপোসিট করতে হবে Unlimited Internet এর জন্য।আর ডিপোসিট মানে কিন্তু লস না এই টা আপনার ক্রেডিট লিমিট বাড়ায় দেয়। আপনার কাছে টাকা কম থাকলে ৫০০ টাকা ডিপোসিট করেন আর পরের মাসে না হলে যে কোন সময় ২০০ টাকা ভরে নিন। মানে ৩ মাস চালাতে হলে আপনাকে ১০০০ ব্যালেন্সে খাকতে হবে। ডিপোসিট করার পর আপনি যে ভাবেই রাখেন সেটা আপনার ইচ্ছা। আরেকটা বিষয় খেয়াল রাখবেন তা হল অবশ্যই আপনার ওয়েব বিল সার্ভীস চালু রাখবেন। এবং খেয়াল রাখবেন যে আপনার বিল কবে হয়। কারন তিন মাস পূরণ এর আগে করতে হবে। তা না হলে ক্রেডিট লিমিট ক্রস করবে এবং আর ইন্টারনেট বন্ধ হবে না। বিল করতেই থাকবে কিন্তু আপনি নেট ব্যবহার করা যাবে না।

আর জিহাদুর রাহমান নয়ন ভাই ৪২৫ টাকায় ১৫% ভ্যাট সহ হয় ৪৮৮.৭৫ টাকা ৫০৯ টাকা না।

Kew Ki Amake Bolben GP Postpaid a Internet Package Nile Age Deposit Korte Hoy Naki Pore Tk Dewa Jay…??

ভাই,এই সিম তো পথেঘাটে পাওয়া যাচ্ছেনা । রবি সেবা থেকে কিনতে হবে ।আর আমি সিম তিনমাস ইউস করার পর বিল পে করে ফেলে দিলে কোন সমস্যা হবে কি ?

Amar name already 8 ta sim issue hoi sa….. Koi kono problem hossa na to…. Local sim card bikreta der keu bol la tarau manage kora dei…. So no tension…. Ar 400-800 taka bill ar jonno to ar apnar jel jori mana hobe na… Jodi mone koren j hobe ta hole court a gia bol ben j jai din amar kase taka hobe ami sei din bill dibo… Akhon dibo na…. hahahahhahaha

Level 0

আমি একজন স্টুডেন্ট . আমি ফ্রি ইন্টারনেট use করতে চাই keo যদি এমন কোনো ভালো উপায় জানেন একটু বলবেন প্লজ এই email:[email protected]