মুভি ডাউনলোড করার কথা ভুলে যান এখন অনলাইনে হাজার হাজার মুভি দেখুন একদম ফ্রি

অনেকে নেট থেকে মুভি নামিয়ে দেখতে পছন্দ করেন । কিন্তু এত সমস্যা হল মুভি ডাউনলোড করতে অনেক সময় লাগে এবং আরেকটি সমস্যা হল মুভি না নামিয়ে আপনি জানতে পারবেন না মুভির প্রিন্ট কোয়ালিটি এবং রেজুলেশন। অনেক কষ্ট করে মুভি ডাউনলোড করার পর যদি কাঙ্খিত প্রিন্ট না পান তাহলে মেজাজ কি রকম হবে চিন্তা করুন? আবার মুভি সম্পুর্ণ ডাউনলোড করার পর কতক্ষন দেখার পর মুভি ভাল না লাগলে খালি খালি আপনার ব্যন্ডউইডথ খরচ হবে। তাই এ সমস্যা সমাধানে আপনি মুভি অনলাইনে দেখাই উত্তম অবশ্য এখানে অনেক ঝামেলা আছে বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করা ছাড়া মুভি দেখা যায় না। আবার কোন কোন সাইট কোডেক, প্লাগইনস বা সফটওয়্যার নামে ভাইরাস ইন্সটল করার কথা বলে। তাই এ বিষয়ে সবাইকে সাবধান হতে হবে। আমি আপনাদের কয়েকটি সাইট রেফার করব যা দিয়ে আপনারা অনলাইনে হাজার হাজার মুভি দেখতে পারবেন।নেটের কথা তো বলতেই হয় যারা ওয়াইম্যাক্স/ব্রড়ব্যান্ড ব্যবহার করেন তাদের জন্য দেখা অনেক সহজ ৫১২ স্পীডের কানেকশনে তেমন সমস্যা হয় না। তবে ২০-২৫ আগে চালিয়ে Pause করে  রেখে তারপর চালালে ভাল ফলাফল পাওয়া যায়।

১। http://www.onlinewatchmovies.net মূলত ভারতীয় ছবির সাইট। বেশীরভাগ ছবি ইউটিউবে আপলোড করা।

২। http://www.movie2k.to ছবির কালেকশন ফাটাফাটি কিন্তু সব ছবি সরাসরি এ সাইট থেকে দেখা যায় না তাই মিরর সাইটে গিয়ে দেখতে হয় যা বিরক্তিকর ও কতগুলো ঝামেলাপূর্ণ।

৩। http://www.ovguide.com ছবির কালেকশন অনেক কম।

ভাল থাকবেন।

Level New

আমি Iqbal Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

internet ar jei speed online a dekhar kotha mone hoilei jor aisha pore

বিদ্যুতের যে অবস্থা মাঝপথে বিদ্যুৎ চরেগেলে কি হবে.????????????????

    @Cyber Crime:

    কোন ভাবেই বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় । ডাউনলোড করার আগে স্ক্রিনশট চেক করলেই বুঝা যায়,ভাল ওয়েবসাইট গুলাতে সুন্দর করে দেয়া থাকে স্ক্রিনশট। এখন আপনে কাসেম.কম থেকে নামালে তো এই অবস্থা হবেই!!!

    Level New

    @Cyber Crime: সমস্যা নাই যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করা যাবে। প্লেয়ারের বার ধরে টান দিয়ে আপনার কাঙ্খিত সময় থেকে শুরু করতে পারবেন।

Darun Akta site Movies And Song er jonno
http://www.musicandmoviesworld.com

youtube.com থেকেও সরাসরি মুভি দেখা যায় কিন্তু বাংলাদেশে নেটের যে স্পিড তাতে অনেক সময় নষ্ট হয় ।

ভাই । আমাকে কিছু নরমাল লিঙ্ক দেন । এতো হার্ড লিঙ্ক দিএয়াছেন কেনো ।

কে বলে ভাই মুভি নামানোর আগে কোয়ালিটি জানা যায় না?পাইরেট বে বা কিক অ্যাস থেকে ভেরিফাইড টরেন্ট নামান,টরেন্ট এ ভাল স্পীড না পেলে http://www.300mbfilms.com http://www.doridro.com http://www.stagevu.com http://www.ganool.com …………….(এমন অসংখ্য) এ যান।কোয়ালিটির বর্ণনা দেওয়া থাকে সাথে স্ক্রিনশট।এটা আসলেই সত্যি কাসেম.কম এ এগুলো পাবেন না,তবে সব সাইট কাসেম.কম না। 😀

    Level New

    স্কীনসট থেকে কি প্রিন্ট সম্পর্কে ভালভাবে জানা খুবই সোজা? তারচেয়ে সরাসরি ছবি দেখা ভাল নয় কি?

      @Iqbal: ভাইয়া ভালো সাইটের স্ক্রিনশট দেখে জানা আসলেই সহজ।আমি নিজে মুভি একটু বেশি দেখি তাই বলছি এখন পর্যন্ত যত মুভি নামিয়েছি তার কোনটাতে এই ঝামেলায় পড়তে হয় নি।আর এটা আসলে নির্ভর করে ইচ্ছার উপর।আমার স্পিড ১৬ এমবি+ আমি চাইলে অনলাইনে দেখতে পারি।এমনকি আমার এই সাইটগুলোতেও যেতে হবে না,কিছু প্লেয়ার আছে জেগুলোতে ডেস্কটপ অনলাইনে মুভি দেখা যায় কিন্তু এসবের পরেও মুভি নামাই কারন সংগ্রহ করতে ভালো লাগে।তবে অনেকের জন্য এই লিঙ্কগুল আসলেই কাজে লাগবে।

    Level 0

    @Ochena Balok: Apnar command a like……….download korar somoy detail a daka jai 3d/1080p/760p/360p etc…………………………. sakanthaka bujha naia jai

Level 0

i m gonna post a tune to solve all ur problemz. 🙂

দুনিয়ার সব মান্ধাত্তা আমলের মুভি দিয়া ভরা…

    Level New

    আমিতো ভাই ২০১২ সালে রিলিজকৃত মুভি দেখলাম।