আমার দেখা সবচেয়ে সেরা মেইলিং সফটওয়ার

আমি এর আগেও ২ বার এই সফটওয়ারটি নিয়ে টিউন করেছিলাম কিন্তু সেইরকম সাড়া পাই নি । আসলে কোন কিছু ব্যবহার না করে কিছু বলা সম্ভব নয় সে জিনিস টি কি রকম । তাই আজকে অনুরোধ করছি সকলের কাছে যারা মেইল সার্ভিস ব্যবহার করে থাকেন তারা অন্তত একবার এই সফটওয়ারটি ব্যবহার করে দেখেন আমি আপনাদের গ্যারান্টি দিতে পারব যে সফটওযারটি পরিপূর্নভাবে ব্যবহার করতে পারলে আপনি এই সফটওয়ারের প্রেমে পরে যাবেন । যেমনটি পরেছি আমি । অনেকের কাছে আমার অনেক টিউন পছন্দ বা সেরা মনে হয় । কিন্তু আমার কাছে আমি যতগুলো টিউন করেছি সেখানের মধ্যে সবচেয়ে ভাল সফটওয়ার মেন হয়েছে এই সফঠওয়ারটি এবং Tv Player নিয়ে একটি টিউন করেছিলাম ওই সফটওয়ারটি । যা কিনা সবচেয়ে কম মন্তব্য পরেছে । তারপরও বলি অন্তত একবার ব্যবহার করে দেখুন আপনার ভাল লাগবেই ।

[thumb]http://www.incredimail.com/english/download[/thumb]

http://www.incredimail.com/english/download/

এই সফটওয়ারটি আমার দেখা সেরা মেইলিং সার্ভিস এর মাধ্যমে আপনি এনিমেটেড ইমোশন পাঠাতে পারবেন । যেগুলো আপনি অন্য কোন মেইলিং সফটওয়ার বা ওয়েবসাইটে পাবেন না ।

উপরিউক্ত সকল ছবিগুলোই এনিমেটেড । যা আপনি ফ্রি পাঠাতে পারবেন ।এছাড়াও আরও হাজারেরও উপরে আপনি ফ্রি এইরকম ইমোশন পাবেন যা সত্যিকার অর্থেই আপনার মেইলকে আরও আকর্ষনীয় করে তুলবে । আপনি অনেক রকমের আকর্ষনীয় থিম পাবেন এবং এনিমেশন পাবেন । ফ্রি অনেকগুলো স্ক্রীন পাবেন । বড় সাইজের ফাইল পাঠাতে পারবেন । আপনার ভয়েস এটার মাধ্যমেই রেকর্ড করতে পারবেন এবং রেকর্ড করা ভয়েস আপনি আপনার মেইলের মাধ্যমে আপনার বন্ধুদের পাঠাতে পারবেন । অটোরিপ্লাই এর ব্যবস্থা করতে পারবেন । থ্রিডি ইফেক্ট করতে পারবেন আপনার মেইল যখন সেন্ড এবং রিসিভ করবেন তখন ।

আর সবচেয়ে বড় মজা হচ্ছে আপনি আপনার মেইল আপনার ডেস্কটপ থেকেই পড়তে পারবেন । অনেকেই হয়ত মনেকরবেন Gmail Notification এর মত । কিন্তু এই সার্ভিসটি এইরকম না । এই সফটওয়ারের মাধ্যমে আপনি পুরো মেইলটাই পড়তে পারবেন। এটাচ করা ফাইল ডাউনলোড করতে পারবেন। তাহলে যখন এত সুবিধা আপনি পাচ্ছেন কেন আর জিমেইল বা ইয়াহুতে লগইন করে মেইল পাঠাবেন ।

এই সফটওয়ারটি ফ্রি বলা যায় আবার একেবারে ফ্রি না । কারন আপনি যদি এর সিরায়াল কিনেন তাহলে সকল প্রকার মেইল আইডি দিয়ে মেইল পাঠাতে পারবেন । আর তা না হলে শুধুমাত্র Gmail একাউন্টের আইডি দিয়ে যেকোন মেইল আইডিতে মেইল পাঠাতে পারবেন। এই সফটওয়ারটি যেমন আপনার সময় বাচাবে তেমনি আপনার মেইলকে আকর্ষনীয় করে তুলবে ।

এটি কিভাবে ব্যবহার করবেনঃ

এই সফটওয়ারটি ইনস্টল করা একদম সাধারন সফটওয়ারের মতই কিন্তু এর কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয় যার ফলে আপনি মেইল পাঠাতে পারবেন ।প্রথমেই আপনাকে গুগল একাউন্টে প্রবেশ করতে হবে ।

তারপর Gmail এর সেটিং অপশনে যান ঠিক নিচের ছবিটির মত ।

তারপর আপনাকে 'Forwarding and POP অপশনটিতে যেতে হবে এবং Enable POP for all mail অপশনটিতে ক্লিক করে Enable করে Save Changes বাটন চেপে বের হয়ে আসুন ।

এরপর আপনার ইনস্টল করা ইনক্রেডিমেইল থেকে নিচের ছবির মত প্রক্রিয়া সম্পন্ন করুন ।

আপনার ইনক্রেডিমেইল এখন প্রস্তুত ব্যবহার করার জন্য । এখন এখান থেকে এর একটি প্লাগইন সার্ভিস যার মাধ্যমে আপনি ফটোমেইল পাঠাতে পারবেন যেটা ডাউনলোড করুন । তারপর ইনস্টল করুন ।

এখন আপনি ফটোমেইলে যেসব ছবি দিতে চান তা এড করুন । এরপর আপনি ইনক্রেডিমেইল চালু করে বাম সাইটেই দেখতে পাবেন Photomail নামে স্ক্রীন এখানে ক্লিক করলেই হবে । আশা করি আপনাদের এখন বুঝতে কোন সমস্যা হবে না । এবং আপনাদের ভাল কমেন্ট পাব । সকলকে ধন্যবাদ

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Eta anek age(tao pray ek bochhor) ami use kortam.
satyi khub valo.
kintu mail er size ta ektu boro hoye jay…eii ja…
anyway, Thanks for the tune.

    আমরা তো আসলে বড় মেইল কেউই পাঠাই না কারন হল আমাদের স্পিড । আপনাকে ধন্যবাদ কমের্ট করার জন্য । সত্যিই এটা একটি অসাধারন মেইলিং সফটওয়ার ।

Level 0

Thank you Hasib vai

Thanks.. try kore dekhi kemon..

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ।

হাসিব কি কারনে এত ক্ষোভ? মানুষের কথা কানে দিও না তুমি তোমার মত টিউন কর। তোমার টিউনই তোমার কথা বলবে।

    ধন্যবাদ শাকিল ভাই । আশা করি যে কোন বিপদে সকলের সাহায্য পাব ।

Level 0

হাসিব ভাই
জটিল একটা জিনিস দিছেন। আশা করি ভবিষ্যতে এই রকম আরও অনেক কিছু আপনার কাছ থেকে পাবো।
ধন্যবাদ

Thanks Hasib Vai. Gmail sara yahoo or hot mail hobe kina? Apnar last Comment i mean original message ta valo lagse…

    সাদিক ভাই আসলে আপনি যদি ইয়াহু অথবা হটমেইলে ব্যবহার করতে চান তাহলে সিরিয়াল কিনতে হবে । আর জিমেইলে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন । বুঝেছেন । আর ধন্যবাদ মেসেজটা আমি রাগ করে আমার এক বন্ধুকে পাঠিয়েছিলাম ।

Level 0

ধন্যবাদ হাসিব ভাই দারুন একটি টিউন উপহার দেবার জন্য।
…আপনার একটি টিউন ও যদি কারো কাজে আসে (সন্দেহ নেই-অনেকের ই উপকারে আসে) তাহলেই বুঝবেন আপনার শ্রম সার্থক।
তাই দয়া করে কে-কি করলো সেটা নিয়ে মাথা ঘামাতে যাবেন না।
ভাল থাকুন…

হাসিব.
এমন কোন Messenger আছে কি?
যার দ্বারা বিভিন্ন আইডিতে চ্যাট করা যায় এবং মেইল ডেস্কটপ থেকেই পড়া সম্ভব ।

Level 0

হাসিব ভাই……………..
মারাত্মক একখান জিনিস দিলেন ভাই৷ আমি তো আফনের এই জিনিস খান দেইক্ষা তাসকি খাইয়া গেলাম৷
আমারে যদি আফনের…….. তাহলে খুব………….
শূন্যস্থান পূরন কইরা মেইল কইরেন৷

    mak_nader আমি এই সফটওয়ার দিয়ে যাকেই মেইল পাঠাইছি সেই এই সফটওয়ারের প্রেমে পড়ে গেছে । কিন্তু এই টিউন যখন করেছিলাম এতটা মানুষকে বুঝাতে পারি নি যে সফটওয়ারটি কতটা জটিল ।