নিজেই হয়ে যান উইন্ডোজ এক্সপির হাফেজ

আমরা অনেকেই নতন নতুন জিনিষ শিখতে আগ্রহী কিন্তু আজ আমি কিছু হয়ত অনেকের কাছে পুরাতন তবুও মজার অনেক টিপস পাবেন এই সাইটে । হয়ত কারও কাজে লাগতে পারে হয়তবা একজনেরও নাও লাগতে পারে । তারপরও টিউনটি লিখলাম যদি কারও কখনও উপকারে লেগে যায় এই জন্যে । দেখি যদি কারও উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট পাব ।
[thumb]http://freepctech.com/pc/xp/xpindex.shtml[/thumb]

http://freepctech.com/pc/xp/xpindex.shtml

আশা করি সাইটটি থেকে আপনি কিছু না কিছু নতুন অভিঞ্জ অর্জন করতে পাবরেন । কেননা কোন কিছু না পড়ে বা কোথাও না ঢুকে বলা যায় না সেখানে কি আছে । সকলকে ধন্যবাদ .........................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা আপনার এনিমেটেড সফট টি কি আমার মেইলে পাঠাবান দয়া করে??? প্লিজ…………… আমি ডাউনলোড করতে পারছিনা।
এই টা ।। https://www.techtunes.io/internet/tune-id/7991/
আমার ইমেল [email protected]

    Nurjahan আপু আপনার জন্য সফটওয়ারটি মাল্টিআপলোডে আপলোড করা হল। ডাউনলোড করে নিন এখান থেকে http://www.multiupload.com/3CSDHRI0QM

ধন্যবাদ হাসিব ভাই… Dreamweaver (ওয়েব পেজ ডিজাইন) কি ফ্রী তে ডাউনলোড করা যাবে। লিঙ্ক থাকলে দিয়েন প্লিজ।

Bhai kivabe search kore arokom forum pawa jabe

    cool.dx.rip ভাই গুগলে আপনি সার্চ করে দেখতে পারেন । তবে আমি যে ১৫ টি ফোরাম এর ঠিকানা দিয়েছি সেগুলোই আপনার দেখতে কমপক্ষে ৬ মাসেরও বেশী সময় লাগবে । আর যদি আরও প্রয়োজন হয় তাহলে আশা করি আপনাকে সাহায্য করতে পারব তবে আগে এগুলো দেখে শেষ করে নিন । ধন্যবাদ আপনাকে ……………..

আপনার টিউনটি অনেকের কাজে লাগবে। তবে “হয়ে যান উইন্ডোজের হাফেজ” এই নামে একজন একটি টিউন করেছিলেন, যাতে XP এবং Vista এর জন্য দুটি PDF Bookএর ডাউনলোড লিংক দিয়েছিলেন। এ দুটি বইও অনেকের উপকারে আসবে বলে আশারাখি। তার ঐ টিউনটির জন্য নিচের লিংকে যেতে হবে।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/225/

________হাসিব ভাইকে অসংখ্য ধন্যবাদ_________

freepctech সাইটটিতে অনেক তথ্য আছে ।
———–@ ধন্যবাদ @————-

Level 0

পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ।