যারাই কম্পিউটার ব্যবহার করি না কেন আমাদের প্রতিদিনই নতুন নতুন সফটওয়ার সম্পর্কে জানতে হয় এবং এবং এর জন্য প্রতিদিনই বিভিন্ন কোম্পানী সফটওয়ার তৈরি করছে আমাদের কথা ভেবেই । তবে তারা সহজে সফটওয়ারের সিরিয়াল আমাদের ফ্রি দিতে চায় না । এর জন্য তারা আমাদের কাছ থেকে টাকা চায় । আজকে তাই আপনাদের কয়েকটি সফটওয়ার এর নাম এবং কিছুটা বিস্তারিত বলতে চেষ্টা করব কিন্তু সিরিয়াল আপনাকেই বের করতে হবে মানে এর জন্য প্রয়োজন হবে আপনার একটি মেইল এড্রেস ।
খুজলে আমরা অনেক ইউটিলিটিস সফটওয়ারই দেখতে পাই কিন্তু সেগুলোর সিরিয়াল বের করা কোন সমস্যা না । এই সফটওয়ারের সিরিয়াল টা বের করা একটু কষ্টের কিন্তু আজ এই সফটওয়ারটি আপনা ফ্রি এবং জেনুইন সিরিয়াল পাবেন । প্রথমেই আসি এর কাজ সম্পর্কে ।
প্রথমেই আপনি ইনস্টল করলে Diagnose দেখতে পাবেন । এখানে ক্লিক করলে আপনি কয়েকটি টুল দেখতে পাবেন । যেমনঃ
1. PcDiagnostics
2 .Error Tracker
3 . SystemExplorer
4.MediaVerifier
5.SmartDisk Check
6.System Monitors
7.SystemLogs
২য় টুলসে গেলে আপনি দেখতে পাবেন Fix & maintain । এখানে আপনি যা যা দেখতে পাবেন ।
1. Registry fixer
2. Registry Editor
3. DiskFixer
4. SystemScheduler
5. Windows Update
6. ClockSync
৩য় টুলসে গেলে আপনি দেখতে পাবেন ।
1. Startup Commener
2. Registry Defreg
3 .jetdefreg
৪র্থ অপশনে গেলে দেখতে পাবেন Cleanup
1. Diskcleaner
2 Registry Cleaner
৫ম অপশনে গেলে আপনি দেখতে পাবেন
1. File Undeleter
2. Rescue Disk
3.Create Check point
4. Disk Snapshot
5.Restore Check point
6.Emergency manual
7.manage check point
8.undo it
আর ইনস্টল করতে গেলে আরও কিছু অপশন আপনি দেখতে পাবেন । ডাউনলোড করতে পারবেন এখান থেকে আর জেনু্ইন সিরিয়াল কে পেতে হলে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে ।
ইন্টারনেট ডাউনলোড ম্যনেজের একটি জনপ্রিয় ডাউনলোড সফটওয়ার কিন্তু আমরা অনেকেই ডিফল্ট ডাউনলোডার হিসবে ফায়ারফক্স ব্যবহার করে থাকি । কিন্তু তখনই বিরক্তিকর লাগে যখন দেখি ডাউনলোড শেষে কিছুক্ষনের জন্য স্ক্যান করে । আজ পর্যন্ত কি কোন ভাইরাস ধরেছে সে ? আমার জানা নেই ।তাই এটা ডিসেবল করে রাখাই ভাল ।
প্রথমেই আপনাকে যা করতে হবে। নতুন একটি পেজ ওপেন করুন তারপর এড্রেসবারে লিখুন about:config। পরে এবার I’ll be careful, I promise লেখাটিতে ক্লিক করুন।
এরপর এর সার্চবারে এই লিখাটা লিখুন browser.download.manager.scanWhenDone । এখন এটাকে ডাবল ক্লিক করলে False হবে । ব্যাস ফলস করে বের হয়ে আসুন ।
প্রথমে আপনাকে এখান থেকে এন্টিভাইরাসটি ডাউনলোড করুন এবং এখান থেকে রেজিস্ট্রেশন করে আপনার জেনুইন সিরিয়াল টি উপভোগ করন ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
🙂