আলো আসবেই কিন্তু অন্ধকার ঘুচাবেই না !!!

আমারা অনেকেই মডেমের সাহায্যে gp internet ব্যবহার করি । কারণ একটাই আর তা হলো আলো আসবেই । এই আলোর তীব্রতা বেশ কয়েক দিন ধরে দেখছি একেবারেই কম, নাই বললেই চলে । অনেক সময় ওয়েবপেজ খুলেই না । খুবই বিরক্তিকর আবস্থা । আগে ব্রাউজিং ও ডাউনলোড স্পিড ভালোই পেতাম । কিন্তু বর্তমানে অন্ধকারে ঘেরা gp internet আলোতো দিচ্ছেই না বরং কেড়ে নিচ্ছে ।


আপনারা যারা gp internet ব্যবহার করেন তাদের কি অবস্থা ?

Performance জানাবেন কিন্তু

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রুহুল আমিন ভাই আমারও একই হাল। জিপির আলোর তীব্রতায় এখন চোখ ঝলসে যাবার যোগাড় প্রায়।
আর গতির কথা কী বলব!! কচ্ছপকেও হার মানাবে এখন ।

মেজাজ চরমে উঠে আছে .. প্রথমে ভেবেছিলাম শুধু আমি আর আমার এলাকাই হয়ত ভিকটিম ….. এখন দেখি সব্বার একই হাল!! গত গত এক সপ্তাহে একটা মুভিও ডাউনলোড করতে পারি নাই!

    ভাই আপনাকে মেইল করেছি।

Level 0

এতদিন শুধু টেকটিউন পড়েই আসছিলাম কোন কমেন্ট করি নাই। মনে করতাম শুধু আমার স্পিডই কম। কিন্তু আজ রুহুল আমিন ভাই এর কথা বুঝতে পারছি আমাদের দেশ কতটা পিছিয়ে।

দিন আনি দিন খাই কত আর জিপির গুন গাই।
এবার একটু সুজুক পেয়েছি আর ছাড়াছাড়ি নেই।

রহুল আমীন ভাই এর একটি বিহিত হওয়া দরকার।
আপনি কি কোন সমাধান জানেন। দয়া করে জানাবেন কি।

আজকে কাস্টমার কেয়ার এ কিলাকিলির রেকড করে আসছি।

ক’দিন যাবত ছেড়ে দে মা কেঁদে বাচি অবস্থা।
প্রচন্ড বিরক্তিকর একটা ব্যাপার।
এদের স্পিডতো ভালই ছিল,
হঠাৎ এ অবস্থা যে কেন হল!
কেউ জানতে পারলে আপডেট জানায়েন।

    আমাকে বলছে নেটওয়ারকের কাজ করতেছে………।তাই অপেক্ষা করতে!!!!!!

আমাদের কুমিল্লাতে তো ভাই খুব ভাল স্পিড ।ঢাকার মানুষ সব এখন জিপির পিছনে ছুটছে তাই এই অবস্হা

আমরা কি এখন কুমিল্লা যাব!!!!!!

    আমরা গেলে হবে না কমপিউটার মোডেম নিতে হবে। মামুন ভাই আপনার বাড়িতে কি যায়গা আছে?

Level 0

আমারত মাথহাডা গরম হইয়া থাকে কিন্তু কিছু করার নাই ……………………এইডা gp ব্যবহার করতে হবে

ajonnoy broadband use kori. But Mobile a to valo speed thake gp internet ar

Ami 320 byte to 4 kb pachi

নাহ আমি ঢাকা মাদারটেকে থেকে ভালই পাচ্ছি। কাল ৫০০ মেগা ডাউনলোড করলাম

Level 2

জিপির অবস্থা খুবই খারাপ আমার এখানে( নাখাল পাড়া)। শুনেছি ওয়ারিদ নাকি ভালো সার্ভিস দেয় । একবার ট্রাই করে দেখবো ভাবছি।

Level 2

ভাই গ্রামীনের এই দুরাবস্হার জন্যই গত সপ্তাহে ব্রডবেন্ড নিয়ছি।

Level 0

Sobay Mila Ei Salader Dhora Dorkar. K K Amar Sathe Asen Hat Tulen……

মেহেদী ভাই, আমি তো বেশ ভালো স্পীড পাই। ২৫-৩০ কিলোবাইট অলটাইম পাই। রাজশাহী শহর এ এরকম পাই কিন্তু যখন বাইরে যাই তখন অবশ্যই ১২-১৫ কিলোবাইট পাই।

Level 0

gp বলদেরা মনে হয় খেজুর গাছের রস যেমনে পড়ে সেইরকম ভাবে data flow করে !! মেজাজ খারাপ……..

প্রায় সকলেরই দেখছি খারাপ অবস্থা !!!
ব্রডব্যান্ড যাদের নিকটে পৌঁছায় নি, তাদের একমাত্র ভরসা হলো জিপি ।
আর জিপির এই অবস্থা হলে …………………………………..

ভাই আমার যা অবস্থা তা আর বললাম না মনে হচ্ছে আলোর যায়গায় অন্ধকার আসতাছে……

আমি যখন টাকা ভরি তখন মোটামোটি আলো দেখা দেয়, প্রায় ৩দিন এর মাথায় অন্ধকার শুরু হয়। আমার মনে হয় জিপি এটা জালিয়াতি করছে।

এত আলোর কাছে জ়াওয়ার দরকার কি বাড়ীর কাছে একটেলের আলো থাকতে .জাদেড় বাড়ীর কাছে একটেল এর NETWORK আছে তাদের একটেল use করাই better.
AKTEL=========275+37=300=====SPEED====25-37===