আমারা অনেকেই মডেমের সাহায্যে gp internet ব্যবহার করি । কারণ একটাই আর তা হলো আলো আসবেই । এই আলোর তীব্রতা বেশ কয়েক দিন ধরে দেখছি একেবারেই কম, নাই বললেই চলে । অনেক সময় ওয়েবপেজ খুলেই না । খুবই বিরক্তিকর আবস্থা । আগে ব্রাউজিং ও ডাউনলোড স্পিড ভালোই পেতাম । কিন্তু বর্তমানে অন্ধকারে ঘেরা gp internet আলোতো দিচ্ছেই না বরং কেড়ে নিচ্ছে ।
আপনারা যারা gp internet ব্যবহার করেন তাদের কি অবস্থা ?
Performance জানাবেন কিন্তু
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
রুহুল আমিন ভাই আমারও একই হাল। জিপির আলোর তীব্রতায় এখন চোখ ঝলসে যাবার যোগাড় প্রায়।
আর গতির কথা কী বলব!! কচ্ছপকেও হার মানাবে এখন ।