টপ লেভেল ডোমেইন কিনুন পৃথিবীর সবচেয়ে কম দাম দিয়ে !

মাত্র 6.19$/year দিয়ে কিনুন পৃথিবীর সবচেয়ে কম দামে ডোমেইন!কি বিশ্বাস হচ্ছে না?হ্যা সেই কাজটি করছে expressdomain.cn নামের সাইটটি।আমাদের অনেক সময় ডোমেইন কিনতে হয়।কিন্তু সে সব ডোমেন যদি International মানের হয় তবে তার দাম পরবে আনেক .
Express Domain

কিন্তু expressdomain.cn আপনাকে দেবে পুরো ১ বছর মাত্র 6.19 ডলারে।যা বাংলাদেশের টাকায় মাত্র ৫০০ টাকার কিছু কম।এর আর একটা সবচেয়ে বড় সুবিধা হল এর payment mathored. যেহুত আমাদের দেশে এখন Creadit Card এর মাধ্যমে payment করার সুবিধা নেই তার জন্য এতে আছে Money Bookers.যার মাধ্যমে আপনি ব্যাংকের মাধ্যমে আপনি payment করতে পারবেন।তাছাড়া আরো আছে Google,Alartpay,Paypal ইত্যাদি।তো আর দেরি কেন ডোমেইন কিনতে হলে চলে যান expressdomain.cn

বাংলাদেশের সকল ইউনিভার্সিটি,নিউজ পেপার বা মোবাইল অপারেটর এর লিংক পেতে যেতে পারেন এখানে। সকল কে ধন্যবাদ।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গোড্যডিতে ১০ ডলার দিয়ে একবছরের জন্য ডোমেইন কেনা যায এবং পরবর্তী বছরহুলোতে রিনিউ করা যায় ১০ ডলারেই।
আর ইয়াহূতে ১.৯৯ ডলার দিয়ে কেনা যায় তবে পরবর্তী বছর ইয়াহূতে বেশী রাখে তাই পরবর্তী বছর গোড্যাডিতে ট্রান্সফার করে নিলে ৭ ডলারেই রিনিউ করা যায়।
আশা করি আপনি ডোমেইন এর মূল্য সম্পর্কে ধারনা পেয়েছেন।

    শাকিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা ডোমেইন এর মূল্য সম্পর্কে ধারনা দেবার জন্য।

    Godaddy থেকে আমি ডোমেইন কিনি ৭.০৭ ডলারে। cjc689FAT কুপন কোড ব্যাবহার করে। কিন্তু আমার জন্য সবচেয়ে ঝামেলা হলো ওদের মানিবুকার সাপোর্ট নেই।
    চীনাদের সম্পর্কে আমার ধারনা ভালো না। তাই এটা ব্যাবহার করার সাহস পাচ্ছি না।

    সরি, .cn দেখে ভাবলাম এটা বোধহয় চীনা কোম্পানী।

ধন্যবাদ, ডোমেইন সম্পর্কে লেখার জন্য।

অফটপিক:
চলে এলাম চট্টগ্রাম। নতুন চাকরী আমাকে নিয়ে এলো ফয়েজ লেক এলাকাতে। ঢাকার হৈ হৈ এর চেয়ে এখানটা অনেক শান্তিময়। এখানকার লোকজনও সম্মান করতে জানে। রাস্তায় জানজটের ঝামেলা নাই বললেই চলে। আরাই বছরে চারটা চাকরী পাল্টালাম। ভাবছি আইটির চাকরীর অভিজ্ঞতা নিয়ে একটা ঝড়ো পোস্ট দিব। নতুন অফিসে একটুও সময় পাচ্ছি না। নিজের সাইটের খবরও রাখতে পারি না। ঢাকায় পরে আছে আমার প্রিয় কচ্ছপ পিসি আর পিপরা এজ মডেম।

সবাইকে সালাম আর দোয়া চাইছি সবার কাছে।

    ভাই দোয়া করি। ভাল থাকবেন

    আপনাকে স্বাগতম চট্টগ্রামে।থাকুন ঘুরুন এবং চাকুরী করুন।আশা করি অনেক ভাল লাগবে।ধন্যবাদ আপনার মতামতের জন্য।ভাল থাকবেন

Level 0

Olpo Poishai Domain & Host nite chaile ey site e zete paren, ekhane sunam ache & bhalo domain & host comany gulir somporke jana jabe…

http://www.freehostlink.com/

darun…………

খুব ভালো তথ্য পেলাম।