মাঝে মাঝে অনেককে বলতে শুনি, "আরে ভাই মার্কেটে ধরা খাইয়া আছি,কি যে করমু বুঝতে পারতাছিনা"। তাদের দেখলে বড় আফসোস হয়। আপনারা কেউ কেউ হয়ত জানেন আজকাল শেয়ার মার্কেটের এ্যানালাইসিস করে এমন অনেক সাইট হয়েছে যেখানে বিভিন্ন শেয়ার ব্যবসায়ীগন শেয়ার সম্পর্কে অনেক মতামত করে।
[thumb]www.dsebd.weebly.com[/thumb]
তারা প্রায়ই শেয়ার মার্কেটের ভবিষ্যত বলে দেয় এবং তা সত্যও হয়ে থাকে। তবে এসকল মতামত বিভিন্ন সাইটে হওয়ায় অনেকেরই খুজে পেতে কষ্ট হয়। তাই আমি ভাবলাম কেননা এগুলো কালেকশান করে আপনাদের সাথে আমি শেয়ার করি?? তাই একটা সাইট বানালাম। এখানে ক্লিক করে একবার হলেও ঘুরে দেখতে পারেন। মনে রাখবেন এখানে উপকার হলে কেবল আপনারই হবে আমার কিচ্ছুই হবে না।
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
ফয়সাল ভাই,আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আমার উপকার হল অনেক।আশা করি কিছু হলেও কাজে আসবে আমার।