আমরা অনেকেই মডেম ব্যবহার করে থাকি তাদের নেটের স্পিড দেখলে তো মনে হয় ........... । আবার যারা ব্রডব্যান্ড ব্যবহার করে থাকি তাদেরও একই অবস্থা । কিন্তু আমি ৪০+ স্পিড পাই তাই যেকোন সার্ভার থেকে ডাউনলোড করতে পারি নিশ্চিন্তে । কিন্তু যখন টিউন করি তখন রেপিডশেয়ার এর লিংক দিলেই দেখা যায় ২-৩ জন বলে মিডিয়া ফায়ারে আপলোড করে দিতে । কিন্তু আপলোড করতেও তো সময়ের প্রয়োজন। আশা করি আজকে যে টিপসটি আপনাদের শিখাব তার পর থেকে কেউকেই রিকোয়েস্ট করতে হবে না এবং পরের আশায় থাকতে হবে না । নিজেই হবেন একশতে একশ ।
মিডিয়া ফায়ারের সব ফাইল খুজে বের করে দেবে আপনার সামনেই । এরজন্য কোন বাড়তি সফটওয়ার বা অন্য কোন সার্চ ইন্জিনের সাহায্য নিতে হবে না ।
[thumb]http://www.mediafire.com[/thumb]
গুগল আপনাকে ঠিক এই রকমই মিডিয়া ফায়ারের সব ফাইল আপনার চোখের সামনে তুলে ধরবে । যার জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে তা হল
আপনাকে গুগল সার্চ বারে গিয়ে নিচের লিখাটি লিখতে হবেঃ
site:mediafire.com
এরপর আপনি যে জিনিষটি খুজতে চান সেটা স্পেস দিয়ে লিখতে হবে ।মনে করুন আপনি IDM খুজতে চাচ্ছেন । পরে লেখাটি হবে এইরকম site:mediafire.com IDM । এখন ইন্টার চেপে সার্চ দিন । দেখুন ম্যাজিক ।
আবার যদি আপনি মেগাআপলোডের সব ফাইল সার্চ করতে চান তাহলে মিডিয়াফায়ারের জায়গায় শুধু লিখবেন megaupload । ব্যাস কাজ হয়ে গেল । মানে লেখাটি হবে site:megaupload.com IDM । আশা করি আপনার ফাইল খোজার গতিকে আরও বিড়িয়ে দেবে এই ট্রিকসটি ।এভাবে আপনি আরও কয়েকটি সার্ভারের সকল ফাইল খুজে পাবেন
[thumb]http://www.megaupload.com[/thumb]
আমি আর একটি জিনিস এখন আপনাদের ক্লিয়ার করতে চাই সেটা হল এর মাধ্যমে আপনি যে কোন সাইটের সার্চ ইন্জিন হিসেবে গুগলকেই ব্যবহার করতে পারবেন । যেমনঃ আমার সাইটের এড্রেস হল softpica.freehostia.com এই সাইটের সবকিছুই আপনি সার্চ করতে পারবেন উপরিউক্ত পদ্ধতিতে । শুধুমাত্র লিখতে হবে site:softpica.freehostia.com মানে যে সাইটে আপনি খুজতে চাচ্ছেন । মনে করুন আপনি গেমস খুজতে চাচ্ছেন । তাহলে পুরো লেখাটি হবে এইরকম site:softpica.freehostia.com games । ব্যাস কাজ শেষ
আমার মনে হয় এই ট্রিকসটি আপনাদের সবার কাছেই নতুন । এবং প্রয়োজনীয় একটি ট্রিকস । ভাল লাগলে কমেন্ট করবেন । এই টিউনটি সর্বপ্রথম আমার সাইটে প্রকাশিত । সকলকে ধন্যবাদ
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
valo laglo