টেকটিউনসের একটা জিনিষ সবচেয়ে আমাকে মর্মাহত করে সেটা হল সবাই সব কিছুই নেতিবাচক হিসেবে গ্রহন করে যার ফলে মনমালিন্যের সৃষ্টি হয় । আর এর সবচেয়ে প্রধান কারন হল কমেন্ট । কেউকে ভাল পরামর্শ দিলেও সে মনে করে তাকে ব্যড কমেন্ট করা হয়েছে আবার কারও কাছ থেকে কিছু প্রত্যাশা করলেও সে খারাপ মনে করে । বুঝিনা সবাই যদি কমেন্টগুলো পজেটিভ নেন তাহলে দোষটা কি । আবার একজনের সাথে আরেকজনের তর্ক বিতর্ক হলে সেই তর্কের সাথে আরও কয়েকজন যোগদান করে যার ফলে টেকটিউনস আরও উত্তেজনার সৃষ্টি হয় । তাই আজকে থেকে সিদ্ধান্ত নিলাম কেউকেই কমেন্ট করব না এবং কারও কাছ থেকে কিছুই প্রত্যশা করব না । যদি কারও কোন সাহায্য বা কোন প্রয়োজন হয় তাহলে আমাকে আমার মেইল এড্রেসে মেইল করলেই হবে । আমি তার জন্য আমার সাধ্যমত সাহায্য করতে চেষ্টা করব । আমার মেইল এড্রেস হল [email protected] অথবা [email protected] ।আশা করি টেকটিউনসে এরপর থেকে অন্তত আমার জন্য কোন প্রকার কলহ সৃষ্টি হবে না । আর টেকটিউনসের যারা এডমিন আছেন তাদের কাছে একটা অনুরোধ যারা মানসম্মত টিউন করেন তাদেরকেই শুধুমাত্র টপটিউনার লিস্টে রাখার ব্যবস্থা করলেই ভাল এবং মানসম্মত টিউন আসবে । আমি জানি এই সিস্টেম করলে আমিও বাদ পরে যাব কিন্তু তারপরেও মানসম্মত টিউনারগন উৎসাহিত হবে এবং আরও ভাল টিউন উপহার দেবে যার প্রমান Tareqmahabub । আশা করি টেকটিউনস আমার কথাটি বিবেচনা করে দেখবে ।
আজকে আমি আপনাদের সাড়া পাওয়ার আরও কিছু প্রয়োজনীয় পোর্টেবল সফটওয়ার নিয়ে টিউন করতে বসেছি । আশা করি এগুলো আপনাদের প্রয়োজন হয়ে থাকে ।
http://www.multiupload.com/NPQ8DBN70Y
http://www.mediafire.com/?dbmmodrmtja
http://www.mediafire.com/?ywd43wg44ym
http://www.mediafire.com/?yzhn5mxymj0
http://www.mediafire.com/?mzigajygkdb
http://www.mediafire.com/download.php?zdnwrzj5rtb
http://www.mediafire.com/?z2dtzgmgg2m
http://www.mediafire.com/?nndodymzvwn
http://rapidshare.com/files/199980337/Vid-Pic1.3Port.rar.html
http://www.mediafire.com/download.php?myykmmdzhmw
http://www.mediafire.com/?ggjmoz0jmmz
একজন টিউনারের উচিত সবার কথা চিন্তা করেই টিউন করা , আমি চেষ্টা করি সবার কাজে লাগবে এই রকম টিউন করতে । আমার টিউন যারা পড়েন তারা রাতের টিউনের জন্য অপেক্ষা করুন । আশা করি ১০০% পাঠক এবং টিউনারদের টিউনটি কাজে দেবে । সকলকে ধন্যবাদ..........
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভাই এইটা ঠিক না আপনি কেন কমেন্ড করবেন না আমি আপনার যতগুল কমেন্ড দেখেছি আমার চোখে আপনি করো সাথে তর্ক বিতর্ক করেছেন এটা ধরা পরেনি। সবাই যদি কমেন্ড করা বাদ দেয় তাহলে টেকটিউনসে থাকবেকি। আপনার কাছে আমি সাহায্য চেয়ে কখনও ফিরে যাইনি তাই বলছি দয়াকরে কমেন্ড করেন। আর আপনি কি জিমেইল টক ব্যবহার করেন?