প্রথমেই বলে নিচ্ছি আমি এই সম্পর্কে একটি বাংলা ব্লগে জানতে পেরেছিলাম । এবং টেকটিউনসে এই টিউনটা পুরোটাই ওই ব্লগ থেকে কপি পেস্ট করা হয়েছিল । তাই আমি নিজেও এর বিরোধিতা করেছিলাম । কিন্তু আজকে যখন সাহায্য চাইছে তাই টিউনটি না করে পারলাম না । আশা করি সবাই এটি শুভদৃষ্টিতে দেখবেন । যদি কারও কোন প্র্রকার সমস্যা হয় টিউনটিতে তাহলে টেকটিউনস কর্তৃপক্ষ টিউনটিকে পেন্ডিং করার অধিকার সংরক্ষন করে ।
প্রথমেই আপনাকে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে হবে । আপনাদের জন্য এটি পের্টেবল করাই দিলাম । সফটওয়ারটি জিপ অবস্থায় ১৭.১১ মেগাবাইটে থাকবে কিন্তু আনজিপ করলে প্রায় ৬৫.১ মেগাবাইট হবে । এরপর আপনি আনজিপ করুন । ফোল্ডারটি আনজিপ করলে নিচের ছবির মত একটি আইকন দেখতে পাবেন ।ওটাই ক্লিক করুন ।
এখন শুধুমাত্র Next চাপুন । নিচের ছবির মত যখন আসবে তখন Usb Flash / Portable Media ( sorted in directory with appl ) এই লেখাটায় ক্লিক করুন ।
এরপর যখন নিচের ছবির মত আসবে তখন আপনি আপনার ইনস্টল করা সফটওয়ারটির ফোল্ডারটি দেখিয়ে দিন প্রোগ্রাম ফাইল থেকে ।
ব্যাস এবার অপেক্ষা করুন শেষ না হওয়া পর্যন্ত । শেষ হলে সফটওয়ারটি ক্লোজ করে দিন । তবে প্রোগ্রাম ফাইল থেকে পোর্টেবল সফটওয়ারটি কপি করে আপনার পছন্দ মত ড্রাইভে রাখুন । এবং এখন আপনি চাইলে ইনস্টল করা সফটওয়ারটি control Panel থেকে রিমুভ করে দিতে পারেন । আশা করি এখন পোর্টেবল সফটওয়ার আপনি নিজেই তৈরি করতে পারবেন । সকলকে ধন্যবাদ................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ধন্যবাদ হাসিব ভাই , সফটওয়ার পোর্টেবল কিভাবে করা যায় ভাবছিলাম আপনার টিউনটা পেয়ে সমস্যাটা সমাধান হল ।