অন্য অ্যাকাউন্ট থেকে ফেইসবুকে ঢোকা

সমাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুকে আলাদা করে না ঢুকে (লগ-ইন) গুগল, ইয়াহু, ওপেন আইডি ইত্যাদির মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে ঢোকা যাবে। ফলে এইসব ওয়েবসাইটে লগ-ইন করা থাকলে ফেইসবুকে নতুন করে লগ-ইন করতে হবে না। এটা অনেকটা নেটওয়ার্ক এক করার মত। স্বয়ংক্রিয় এই ব্যবস্থা সক্রিয় করতে প্রথমে ফেইসবুকে লগ-ইন করে Accounts Settings-এ যেতে হবে। এবার Linked Accounts-এর Add a new linked account-এ ক্লিক করে যে অ্যাকাউন্ট (গুগল, ইয়াহু, মাইস্পেস, ভিডুপ, মাই ওপেন আইডি, ভরিসাইন পিআইপি, ওপেন আইডি ইত্যাদি)

দিয়ে লগ-ইন করতে চান, সেটি নিবার্চন করুন এবং Link New Account-এ ক্লিক করুন। যদি গুগল যুক্ত চান, তাহলে নতুন উইন্ডো থেকে জিমেইল লগ-ইন করুন এবং Allow বাটনে ক্লিক করুন। এবাবে আপনি একাধিক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। ফলে ফেইসবুক যোগ করা যেকোনো অ্যাকাউন্টেই লগ-ইন করা অবস্থায় ফেইসবুকে ঢুকলে আপনাআপনি লগ-ইন হবে। তবে যুক্ত করা অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলে (লগ-আউট) ফেইসবুকে স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হবে না।

Level 0

আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ok. Thanks for information. Go ahead>>>>>>>>>>>>>>>>>>>>>

thanks