ইন্টারনেটে নিরাপদ থাকার বিশ্বের সবচেয়ে সহজ উপায়!!!!

বিসমিল্লাহির রহমানির রহিম

বিঃদ্রঃ ইলেকট্রিসিটির মহা সমস্যা । তাই কিছুটা সর্টকাটে মাইরা দিলাম ।

আজকাল আমাদের সচেতনতার বড্ড অভাব লক্ষ্য করা হছে । আর তাই দিনে দিনে বড়ে চলেছে হ্যাকিং,ফিশিং ইত্যাদি ইত্যাদি । এমনও ওয়েবসাইট পাওয়া যায় যেখানে আপনি লগ ইন করলেই হ্যাকাররা তাদের ফাদ অনুযায়ী আপনার তথ্য চুরি করে ফেলে । আর আপনি ওয়েবসাইটটি নিরাপদ কিনা তা না জেনেই ফাদে পা দেন । তাই সময় এসেছে এসব সাইবার ক্রাইম থেকে সতর্ক হওয়ার । আর সে জন্যই মাই ওট সেফ সার্চ এড ওনটি চালু করা হয়েছে যা আমি অনেকদিন থেকেই ব্যাবহার করে আসছি । আপনাদের সতর্ক করার জন্য এটি শেয়ার করলাম । এটি আপনাকে বলে দিবে কোনটি নিরাপদ আর কোনটি নিরাপদ । তাই নিচের পদ্ধতি অনুসারে এডওনটি ইন্সটল করতে পারেন ।আশা করি আপনার কোন ক্ষতি হবে না ।

 

ঠিক এই ভাবেঃ

উপরের চিত্রে সবুজ দাগগুলি নিরাপদ,লাল গুলো খুব অনিরাপদ,আর হলুদ গুলো খানিকটা অনিরাপদ ।

এবার দেখি কি করতে হবেঃ

প্রথমে এই ওয়েবসাইটে যান

এরপর ডাউনলোড বাটনে ক্লিক করুন

এবার এডঅনটি ইন্সটল দিন । ব্রাউসারটি রি-স্টার্ট করুন ।

এবার হানীকর ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের মত ওয়ারনিং দেখাবে ।

তবুও যদি ignore করেছেন তো মরেছেন ।

বেশি কিছু লিখলাম না । এভাবে খুব সহজেই আপনি কাটা দিয়ে কাটা তুলতে পারবেন ।

আমার আরও কিছু টিউন

জানার মাঝে অজানা কিছু মজার তথ্য,জানতে দোষ কি !!! [মিলিয়ে নিন কি জানেন আপনি]

যেভাবে পালটিয়ে ফেলবেন জীবনটাকে [একটি অনুপ্রেরণামূলক পোস্ট]

Level New

আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোঃ আসেফ হাবীব তিসাদ অনেক ধন্যবাদ সর্তক করে দেয়ার জন্য কিন্তু ভাই যে টিউনটির জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছি সেই জিটিএ ভাইস সিটি গেমের এডিট করার পদ্ধতি নিয়ে বিস্তারিত টিউন টি কবে করবেন??????????????
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? হাজার বছর ধরে পথ চেয়ে আছি…………………………………

ভাইজান দেখেনতো এই লিংকুটা সেফ কিনা

@তরঙ্গ:
এই লিঙ্ক টা সেফ।

অসংখ্য ধন্যবাদ এটি জানাবার জন্য। এই এডঅনটি আমিও ব্যবহার করি।

ভাইয়া আপনাকে ধন্যবাদ