ইমেইল করে একটা ফাইল পাঠাতে চাইছেন। কিন্তু পারছেন না কারণ ফাইলের সাইজটা একটু বড়। ঠিক তো? এখন ফাইলের সাইজ কোন সমস্যা না। আপনি পাঠাবেন কিনা সেটাই বড় কথা। আরেকটা
সমস্যা রয়েছে সেটা হচ্ছে কোন সফটওয়্যার বা গেমস্ ও আপনি এটাচ করে পাঠাতে পারেন না। কারণ মেইল সেবাদানকারীরা মনে করে .exe এক্সটেনশন যুক্ত ফাইলে ভাইরাস থাকতে পারে। এসব সমস্যার সমাধান দিতে পারে ড্রপবক্স (Dropbox). আপনার কম্পিউটারে ইন্সটল করা ড্রপবক্স ফোল্ডারের ভেতরে Public নামের একটা ফোল্ডার রয়েছে তার ভিতরে রেখে দিন যা আপনি পাঠাতে চান। পুরো ফোল্ডার পাঠাতে চাইরে জীপ করে রাখুন। এবার অপেক্ষা করুন সম্পূর্ণ আপলোড হওয়া পর্যন্ত। যখন দেখবেন ফাইল বা ফোল্ডারের পাশে সবুজ টিক চিহ্ন এসে গেছে বুঝবেন আপলোড সম্পন্ন। এবার সেই ফাইল বা ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ড্রপবক্স (Dropbox) মেনু হতে Copy public link এ ক্লিক করুন। এবার আপনার মেইলে ডুকে Compose Mail বা New Mail এ যান। এবার Paste করে দিন সেই public link টি। এবার প্রাপককে বলে দিন যে এই লিংকটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ফাইল কিংবা ফোল্ডারের নাম পরিবর্তন না করে ভিতরে কোন কিছু সংযোজন বা বিয়োজন করেন তাহলে নতুন করে আর মেইল করতে হবে না। আগের লিংক-এ ক্লিক করেই প্রাপক ডাউনলোড করতে পারবেন। কত সহজ তাই না? ড্রপবক্সের ইন্সটল করতে বা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আমি মোমেন আবদুর রউফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরো সহজে করা যায় Fileflyer.com এ ইনস্ট্যান্ট…..