আমাদের সফটওয়ার ছাড়া কম্পিউটার চালাতে পারি না । তাই নানা সময় নানা সফটওয়ার ডাউনলোড করতে হয় । কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার আমরা কেউই জেনুইন সফটওয়ার ব্যভহার করি না । ব্যবহার করি পাইরেটস সফটওয়ার। কিন্তু এই সব সফটওয়ার ব্যভহার করতেও আমাদের সরিয়াল কে - এর প্রয়োজন হয় । এই সব সিরিয়াল বের করার উপায় নিয়ে আমি কয়েকবার এর আগেও টিউন করেছিলাম । আজও এই রকম একটি উপায় নিয়ে টিউন করতে বসলাম ।কারন আমরা সবার তো আর এক সফটওয়ার ব্যবহার করি না । তাই কারও না কারও উপকারে আসবে বলে আমি মনে করি । এটি একটি সফটওয়ারের কারুকাজ যার মধ্যে ৭৫০০০ এরও বেশী সফটওয়ারের সিরিয়াল লুকায়িত । আমরা অনেকেই এগুলো কালেকশন করতে পারি না একসাথে । তাই একটি সফটওয়ারের মাধ্যমেই আপনি ৭৫০০০ এরও বেশী সিরিয়াল এখন থেকে থাকবে আপনার হাতের মুঠোয় । আর এই রকম আরও ১ লক্ষের ও বেশী সফটওয়ারের সিরিয়াল ডাউনলোড করতে পারবেন এখান থেকে ।
এখান থেকে সফটওয়ারটি ফ্রি ডাউনলোড করতে পারবেন । দেখুন আপনার কাজে আসে কি না । যদি আসে তাহলেই এই সফটওয়ার এবং এই টিউনটির সার্থকতা । আর এটি লক করা থাকবে এটির পাসওয়ার্ড সাথেই দেয়া থাকবে তবুও যাতে সবার বুঝতে সুবিধা হয় সেজন্য আনলক করার পাসওয়ার্্ডটি আমি দিয়ে দিলাম । তা হল Kostolomac.TK
অক্সফোর্ড ডিকশনারি ১১তম ভার্সনঃ
ইংরেজী যেহেতু আমাদের মায়ের ভাষা না তাই এটি ব্যবহার করতে আমাদের ডিকশনারি ব্যবহার করতে হয় । আর এজন্য অক্সফোর্ড ডিকশনারি এর ১১তম ভার্সন বের করেছে । যা আপনাকে কোন ইনস্টল করতে হবে না । এতে আপনি মোট ৬৫৭৯৫ টি ওয়ার্ড সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন । যা একজন শিক্ষার্থীর খুব উপকারে আসবে । আশা করি পোর্টেবল ডিকশনারি টি আপনাদের ভাল লাগবে আর এই পোর্টেবল ডিকশনারিটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
সকলকে ধন্যবাদ কষ্ট করে আমার এই ক্ষুদ্র টিউনটি পড়ার জন্য । আশা করি আমার টিউনগুলো আপনাদের সকলেরই উপকারে আসে ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
এখন সব কিছুই ফ্রী ……ওহ thanks হাসিব