আমরা যারাই কম্পিউটার ব্যবহার করে থাকি সবাই ভাইরাসকে এড়িয়ে যেতে চাই । সবাই চাই আমাদের প্রিয় কম্পিউটারটি যেন ভাইরাস আক্রান্ত না হয় । আর ভাইরাস তো কম্পিউটার চালালে ঢুকবেই । তার প্রতিষেধক হিসেবে আমরা ব্যভহার করি নানা এন্টিভাইরাস সফটওয়ার । আমি অনেকদিন ধরেই একটি এন্টিভাইরাস সফটওয়ার আমারদুষ্টি কেড়ে নিয়েছিল তার অসাধারন ইন্টারফেস । যা সত্যি খুবই সুন্দর লেগেছে আমার কাছে । আর এর ট্রাই আইকনটাও অনেক সুন্দর ।আমি সাধারনত Eset nod32 Smart Security ব্যবহার করি । তারপরও এই এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করার পরে ৭ টা ভাইরাস পেয়েছে । আসলে আমরা অনেক সফটওয়ারই ব্যবহার করে দেখি না শুধুমাত্র তাদের নাম যশ নেই বলে । কিন্তু এমন অনেক সফটওয়ার আমরা পাই যেগুলো নাম যশ ওয়ালা সফটওয়ারের চেয়ে অনেক ভাল কাজ করে থাকে । আশা করি এর ইন্টারফেস আপনাদেরও ভাল লাগবে ।
এর ফিচারগুলো নিচে তুলে ধরা হলঃ
১ . Application control
2 . Malicious Behavior Interceptor
3 . Usb , Cd , Dvd Monitor
4 . Web Trojan Defense
5 . Self Protection
6 . File monitor
7 . Email Monitor
এটা Rising antivirus এর ট্রাই আইকন ।
বিশেষ করে যাদের ব্রডব্যান্ড ইনটারনেট আছে তারা একবার দেখতে পারেন সফটওয়ারটি ব্যবহার করে । তবে আমি আপনাদের সঠিক ধারনা দিতে পারলাম না যে স্পিড কমাবে কি না কেননা আমি একেতো চালাই ভিসতা আবার nod32 এখন যোগ হইসে এই এন্টিভাইরাসটা মানে Raising antivirus । যারা নতুনত্বে বিশ্বাসী তাদেরকে বলব একবার এই এন্টিভাইরাসটি ব্যবহার করে দেখতে । তবে এখানে কোথাও লেখা খুজে পাইনি যে এটা ট্রায়াল আবার খুজে পাইনি এটা ফ্রি । আর এর ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারবেন এখান থেকে । এই টিউনটি একই সাথে আমার নিজস্ব ব্লগে প্রকাশিত । সকলকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
এই টা কি AVAIRA থেকে ভাল হইব??