অসাধারন ইন্টারফেসের একটি কার্যকরী এন্টিভাইরাস

আমরা যারাই কম্পিউটার ব্যবহার করে থাকি সবাই ভাইরাসকে এড়িয়ে যেতে চাই । সবাই চাই আমাদের প্রিয় কম্পিউটারটি যেন ভাইরাস আক্রান্ত না হয় । আর ভাইরাস তো কম্পিউটার চালালে ঢুকবেই । তার প্রতিষেধক হিসেবে আমরা ব্যভহার করি নানা এন্টিভাইরাস সফটওয়ার । আমি অনেকদিন ধরেই একটি এন্টিভাইরাস সফটওয়ার আমারদুষ্টি কেড়ে নিয়েছিল তার অসাধারন ইন্টারফেস । যা সত্যি খুবই সুন্দর লেগেছে আমার কাছে । আর এর ট্রাই আইকনটাও অনেক সুন্দর ।আমি সাধারনত Eset nod32 Smart Security ব্যবহার করি । তারপরও এই এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করার পরে ৭ টা ভাইরাস পেয়েছে । আসলে আমরা অনেক সফটওয়ারই ব্যবহার করে দেখি না শুধুমাত্র তাদের নাম যশ নেই বলে । কিন্তু এমন অনেক সফটওয়ার আমরা পাই যেগুলো নাম যশ ওয়ালা সফটওয়ারের চেয়ে অনেক ভাল কাজ করে থাকে । আশা করি এর ইন্টারফেস আপনাদেরও ভাল লাগবে ।

এর ফিচারগুলো নিচে তুলে ধরা হলঃ

১ . Application control

2 . Malicious Behavior Interceptor

3 . Usb , Cd , Dvd Monitor

4 . Web Trojan Defense

5 . Self Protection

6 . File monitor

7 . Email Monitor

এটা Rising antivirus এর ট্রাই আইকন ।

বিশেষ করে যাদের ব্রডব্যান্ড ইনটারনেট আছে তারা একবার দেখতে পারেন সফটওয়ারটি ব্যবহার করে । তবে আমি আপনাদের সঠিক ধারনা দিতে পারলাম না যে স্পিড কমাবে কি না কেননা আমি একেতো চালাই ভিসতা আবার nod32 এখন যোগ হইসে এই এন্টিভাইরাসটা মানে Raising antivirus । যারা নতুনত্বে বিশ্বাসী তাদেরকে বলব একবার এই এন্টিভাইরাসটি ব্যবহার করে দেখতে । তবে এখানে কোথাও লেখা খুজে পাইনি যে এটা ট্রায়াল আবার খুজে পাইনি এটা ফ্রি । আর এর ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারবেন এখান থেকে । এই টিউনটি একই সাথে আমার নিজস্ব ব্লগে প্রকাশিত । সকলকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই টা কি AVAIRA থেকে ভাল হইব??

    সাম্য আমি আজকে ২ টা এন্টিভাইরাস এসকাথে চালাচ্ছি । ভালই লাগছে । এইটা দিয়ে ৭ টা ভাইরাস ধরছে এখনও স্ক্যান চলছে । আশা করি ভাল হবে । ট্রাই করে দেখ ।

হাসিব আমার এমন একটা এন্টিভাইরাস দরকার যা patch and key logger রে ভাইরাস কইবো না………আছে নাকি?/

    ধুর মিয়া ভাইরাস থাকলে আবার কোন এন্টিভাইরাস ধরব না এইটা কোন কথা হইল । একটা কাজ কর তুমি এন্টিভাইরাস চালানো বন্ধ কইরা দাও । হা হা হা পিসির ১২ টা বাজাও

    What Idea Sir Ji!!!!!!!!!!!!!!!

    @হাসিব আমি কিন্তু কোন এন্টি ভাইরাস করিনা বহূদিন থেকেই কিন্তু আমার ১২টা ১ টা কিছুই বাজে না।

    @সাম্য আমি আপনাকে একটা এন্টিভাইরাস তৈরীর পোগ্রামের কোড দিতে পারি আপনি ভাইরাস ডাটাবেজ কালেক্ট করে ওখান থেকে কী-লগার, প্যাচ এসব বাদ দিয়ে তারপর দুটির সংমিশ্রনে ডেভলপ করলে আপনার চাহিদা মত এন্টি-ভাইরাস পাবেন। আর আমি যদি এরকম এন্টি ভাইরাস তৈরী করে দেই তবে কিছু দিন সময় লাগবে অন্তত আমি কিছুটা ফ্রি হওয়া পর্যন্ত যেহেতু এই মুহূর্তে আমি খুবই ব্যাস্ত।

    আসলে শাকিল ভাই সতর্ক থাকলে এবং ভাইরাস রিমুভ করার সিস্টেম জানলে কোন সমস্যাই হয় না । তবে আপনার ট্রিকস গুলো আমার লাগবে এবং যদি কিছু মনে না করেন তাহলে আপনার এন্টিভাইরাস তৈরীর পোগ্রামের কোড আমাকে দিতে পারেন । আমি তাহলে ট্রাই করে দেখব । কোডগুলো দিলে খুবই উপকৃত হব । ধন্যবাদ শাকিল ভাই …………. আমার মেইল এড্রেসতো জাননেই । তারপরও দিলাম [email protected] । যত তাড়াতাড়ি পারেন মেইলে কোডগুলো পাঠাবেন । আবারও ধন্যবাদ জিনিষটা জানানোর জন্য ।

    @শাকিল ভাই……লাগবো না মানে ? যখন পারেন দিয়েন …।ভাই

    সাম্য এত লাফালাফি করছ কেন ? কেনই বা এত ঠেলাঠেলি করছ ? আগে আমি চাইছি তাই আশা করি আগেই পাব হা হা হা । ডন’ট মাইন্ড ফাজলামি করলাম

    এই সবাই লাইন ধরেন আবার

আমার ও দরকার anti virus এর কোড. [email protected]

দুইটি এন্টিভাইরাস এক সাথে চালালে সমস্যা আছে কি ?

    রুহুল ভাই তা আমি নিশ্চিত হয়ে কিছু বলতে পারলাম না তবে আপনার পিসি খুব স্লো হয়ে যাবে । অল্প সময়ের জন্য হয়ত ব্যবহার করতে পারেন ।

    @ রুহুল আমীন ভাই সমস্যা হয় এন্টি ভাইরাস গুলোর স্বাধীনভাবে কাজ করতে আবার অনেক সময় একটি এন্টিভাইরাস অন্যটিকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে।

dowenload করতে পারলাম না net খুব স্লো ১০ মেগাবাইট speed তাকার পরও speed আসে ৬৪- ২৬০ কিলোবাইট জানিনা কোথায় সমস্যা এন্টিভাইরাস এর winrar fil টি dowenload করতে ৪৫ মিনিট সময় চায় তাই বিরক্ত হয়ে dowenload করলাম না । thanks ।

সকলের জন্যই এন্টিভাইরাসটি মাল্টিআপলোডে আপলোড করা হল ।