Jquey সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে । আজ আমি jquery ব্যবহার করে কি করে 3D Featured post gallery তৈরি করা যায় সে সম্পর্কে বিস্তারিত বলবো । প্রথমে পোস্টের শেষে দেয়া লাইভ ডেমো দেখে নিন ।
যে স্ক্রীপ্টগুলো আমাদের প্রয়োজন হবে –
০১. Jquery Javascript
এখানে কোন কারণে (আমি ঠিক জানিনা) Textarea code ঠিকমতো দেখাচ্ছে না, না দেখালেও সমস্যা নাই, আপনি অব্যশই মূল সোর্স ফাইলটা ডাউনলোড করবেন ।
০২. Gallery Javascript
০৩. Animation Javascript
০৪. Main CSS file (for design)
আমি এই 3D Post Gallery টা blogger/wordpress version উপযোগী করে তৈরি করেছি, কারণ সাধারণভাবে এই সবগুলো স্কীপ্ট আপনাকে সার্ভারে আপলোড করতে হবে কিন্তু যাদের ব্লগারে সাইট হোস্ট করা আছে তাদের তো এই সুযোগ নাই । তাই আমি নিজে সব স্ক্রিপ্ট হোস্ট করে একটা HTML file এর মধ্যে লিংক করে দিয়েছি । সুতারাং আপনাকে শুধুমাত্র HTML ফাইলটা কপি পেস্ট করতে হবে ।
সোর্স ফাইল (Source File) ডাউনলোড করে জাস্ট blogger এ widget বা template এ কপি পেস্ট করে দিলেই আপনি পেয়ে যাবেন Jquery 3D Post Gallery. এরপর শুধু ওয়েব এবং ইমেজ লিংকগুলো পরিবর্তন করে দিবেন ।
আমি itis2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।