Mozilla Firefox ব্রাউজার আমাদের প্রায় সকলের কাছে জনপ্রিয় আর পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগল এডসেন্স । আমাদের মধ্যে যাদের গুগল এডসেন্স একাউন্ট আছে তাদের প্রায়ই গুগল এডসেন্স একাউন্ট চেক করতে হয় আর এর জন্য এডসেন্স লগইন করতে হয়। কিন্তু আপনি চাইলে এই কাজটি অনেক সহজ করে ফেলতে পারেন।
Adsence Notifier নামের ফায়াফক্স অ্যাডঅন দিয়ে খুব সহজেই আপনি এই কাজটি করতে পারেন। এর ফলে আপনি নতুন কোন জমা হলে সাথে সাথে বুঝতে পারবেন ।এই এ্যাডঅনটি এখান থেকে ইনস্টল করুন ।
এর পর নিচে ছবির গুলো অনুসরন করুন
এখান থেকে অপশনে চাপুন এবং ইউজার নেম এবং পাশওর্য়াড দিয়ে দিন ।
আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।
ধন্যবাদ।
গুগোল এ্যাড্সেন্স্ চেক করার জন্য আমার মতে SysSense সফটওয়্যার সব থেকে বেস্ট্। বিস্তারিত দেখুন এই লিংক এ http://tech.linkinworld.com/?p=7
এটা ইউজ্ করলে আপনার কোন ব্রাউজার ও ওপেন্ করা লাগবে না। ডেস্কটপ থেকেই একাউন্টের আপডেট দেখতে পাবেন।