আর ভাল লাগে না সফটওয়ারের কাজ

টিউনটির প্রথমেই শুরু করতে চাই বিতর্ক এবং আমার জমে থাকা ক্ষোভ দিয়ে । যারাই টপটিউনার লিস্টে আসেন তারাই দেখি পরে আর টিউন করার জন্য সময়ই পান না । তাই আগের মত মান সম্মত টিউন এখন খুব কম আসছে । যারা নিয়মিত টিউন করেন তারা তো তাদের সম্পূর্ন চেষ্টা রাখেন ভাল টিউন করার জন্য তাদের প্রতি আমার কোন ক্ষোভ নেই । মানলাম টিনটিন ভাইয়ের পরীক্ষা কিন্তু আর আমি বাদে ৮ জনের কোন খোজ নাই কেন । মঈন ভাই মাঝে মাঝে টেকটিউনসে এসে হঠাৎ হাজির হয় । শাকিল ভাই তো খুব বিজি । বাকিরা সব গেল কই । আসলে কি বলব বেশী কিছু বললে আবার ব্যাড কমেন্টে ভইরা যাইব তাই আর কিছুই লিখলাম না ।যাইহোক এবার টিউন প্রসঙ্গে আসলাম ।

অনলাইন চ্যাটঃ

[thumb]http://www.trillian.im[/thumb]
http://www.trillian.im
আমরা অনেকেই অনলাইনে চ্যাটিং করে থাকি । অনলাইনে চ্যাটিং বলতে শুধুমাত্র Meebo কেই সবাই জানে । ওইটা এখন এতটাই পুরাতন হইয়া গেছে যে ওইটাকে আর ভাল লাগে না । তাই আপনাদের জন্য আর একটি সাইট খোজ করলাম যেটাতে আমি আমার আগের আইডিতে ব্যপকভাবে বিতর্কিত হয়েছিলাম । যাইহোক পুরাতন প্রসঙ্গ বাদ দেই কাজের কথায় আসি । আপনারা এই সাইটে গিয়ে ৭ টি ম্যাসেন্জারে একসাথে চ্যাট করতে পারবেন । সেগুলো হলঃ Aim, Yahoo , Google talk , ICQ , Msn , Myspace, Jabber ইত্যাদি । তবে আপনার এর জন্য একটি আইডি খুলতে হবে উপরিউক্ত সাইট থেকে । খুললেই আপনি একসাথে যতগুলো ইচ্ছা আইডি ওপেন করে চ্যাট করতে পারবেন । আর ওখানেই পিসিতে ইনস্টল করার সফটওয়ার পাবেন যেটা দিয়ে একসাথে ১৪ টি ম্যাসেন্জারে একাধিক আইডি ওপেন করতে পারবেন । আর এর ইন্টারফেস টা জটিল । দেখলেই বুঝবেন কি সুন্দর ইন্টারফেস ।

অনলাইনে ছবি ইডিট এবং নানা রকম ইফেক্ট যোগঃ

[thumb]http://www.lunapic.com/editor[/thumb]
http://www.lunapic.com/editor/

আমরা অনেকেই অনলাইনে বসে কাজ করতে পছন্দ করি । কিন্তু কিছুটা সময় বেশী লাগলেও সফটওয়ারের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় । আর যাদের নিজের কম্পিউটার নেই তাদের কথাতো বলাই লাগেনা । যাই হোক এই ওয়েবসাইট থেকে আপনি সরাসরি ছবি ইডিট করতে পারবেন । পারবেন নানা রকম ইফেক্ট যোগ করতে এনিমেশন দিতে । আরও অনেক কাজ করতে পারবেন যা আপনার ছবিকে আরও আকর্ষনীয় করে তুলবে । আরার এই ছবিটি এনিমেটেড কিন্তু টেকটিউনসে কেন যেন এনিমেটেড সো করছে না । আশা করি এই ওয়েবসাইটটি আপনাদের ভাল লাগবে ।

ফটোকে কার্টুনে রুপান্তর করুনঃ


আমরা অনেকেই নিজের ছবিকে একটু ব্যতিক্রম করতে চেষ্টা করি । এর জন্য নানা রকমের সফটওয়ার পাওয়া যায় তেমনি একটি সফটওয়ার হল Photo to cartoon এই সফটওয়ারের মাধ্যমে আপনি আপনার ছবিকে কার্টুনে রুপান্তর করতে পারবেন । তবে এটা হবে সাদা কালো । রঙিন করার সিস্টেম থাকলেও আমার জানা নেই । দেখুন তাহলে ট্রাই করে । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।

আশা করি টিউনটি আপনাদের খুব ভাল লাগবে । আর কোন প্রকার অসুবিধা হলে আমি তো আছি । সকলকে ধন্যবাদ..................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

Level 0

কার্টুন সফট লোড দিলাম…

চমৎকার টিউন !!

——@ ধন্যবাদ @——-

হাসিব,
এক মেইল আইডি থেকে অন্য মেইল আইডিতে কিভাবে ডাইভার্ট করা যায় ?
অর্থাৎ আমি কেবলমাত্র একটি ইয়াহু আইডি সবসময় ব্যবহার করি এবং আমার অন্যান্য আইডিগুলো এই আইডিতে ডাইভার্ট করতে চাই, যাতে করে অন্যান্য আইডিগুলোর মেইল এই আইডিতে আসে।
——————————–@ ধন্যবাদ @——————————–

হাসিব এর অভিযোগ ১০০% সত্যি টিনটিন ভাই তো তাও টিউন করেন…।কিন্তু উনার সমসাময়িক কেউ আর এখন নাই !!!
মামুন এর পরীক্ষা চলে। আর বাকিরা যে কেন চুপ হইয়া গেল??
এই প্রশ্নর উত্তর টা কেউ জান লে …জানাবেন ভাই

    সাম্য ধন্যবাদ ভাই আমার কথাটা জানানোর জন্য

    ওহে ………… আমার পরীক্ষা শেষ ……. তোমরা আরেকটু সবুর খাও!!

    হাসিব Dont worry….টিনটিন ভাই আসতেছে

    হুমম অপেক্ষায় আছি ……………………

আমি আসলে পড়াশুনা, ব্যাক্তিগত কাজ আর বেশ কিছু সাইট ডেভলপ করছি তাই টিউন করতে পারছি না আগের মত নিয়মিত। তবে আমি সবসময় আপ্রাণ চেষ্টা করি টেকটিউনে সময় দিতে আমি বেশ কয়েকটি টিউন লিখে রেখেছি আজকালের মধ্যে প্রকাশ করব। আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করিছি নিয়মিত টিউন উপহার না দিতে পারার জন্য।

হাসিব মিয়া আমার তো পরীক্ষা চলতেছে এইটাতো তুমি জানই।

    মামুন ভাই ২৪ ঘন্টা পরীক্ষা দেন নাকি । আর কিছু কইমু নাকি …………………

    না মিয়া তুমি জান না তাই বলতেছি “” ২৪ ঘন্টা পড়ি আর ২ ঘন্টা পরীক্ষা দেই””

    হায়রে মামুন ভাই আর কত মিথ্যা কথা কইবেন । কট তো খাইয়া গেলন । আপনে বুঝি ঘুমান না তাইলে ২৪ ঘন্টা কেমনে পড়লেন । হা হা হা

    না হেসে পারলাম না…হা হা হা হা

    খাওয়া ঘুম সব যদি বাদও দেই ধরি আপনি কিছুই করেন না তাওতো হিসেব মিলে না কারন আপনি বলেছেন ২৪ ঘন্টা পড়েন আর ২ ঘন্টা পরীক্ষা দেন। দিনে কয় ঘন্টা ভাই? ২৪ না ২৬? 😀 😛

মনে করছিলাম টিউনটায় ব্যাড কমেন্টে ভইরা যাইব এবং টপটিউনারগন রেগে গিয়ে ভাল কয়েকটি টিউন করবে । কিন্ত কই সবাই দেখি ঠান্ডা মাথায় কাজ করতেছে । হায়রে কপাল কি হইল সবাই দেখি অপেক্ষা করতে কয় ।

Level 2

hasib bai top tuner bai ra jodi ak soptaher modde besi bsei tune na kore tahole unara jemon top temoni top sasti boraddo kora hok…….(amar pokkho theke 100 ta RUTI without ALU BAJI….khete hobe so ……..Ruti khaben na tune korben baiyara )

    HDD LESS ভাই তোমার শাস্তিটা আসলেই জটিল , তাই করা উচিৎ । আমি বেশী টিউন করলেই দেখি অনেকেই বলে এত বেশী টিউন করছি কেন । তাই আমি একটু কমিয়ে দিয়েছি ।

    Level 2

    hasib bai calaya jan……ar jorse bolen…..( Rokh sakoto Rokh Lo )