টিউনটির প্রথমেই শুরু করতে চাই বিতর্ক এবং আমার জমে থাকা ক্ষোভ দিয়ে । যারাই টপটিউনার লিস্টে আসেন তারাই দেখি পরে আর টিউন করার জন্য সময়ই পান না । তাই আগের মত মান সম্মত টিউন এখন খুব কম আসছে । যারা নিয়মিত টিউন করেন তারা তো তাদের সম্পূর্ন চেষ্টা রাখেন ভাল টিউন করার জন্য তাদের প্রতি আমার কোন ক্ষোভ নেই । মানলাম টিনটিন ভাইয়ের পরীক্ষা কিন্তু আর আমি বাদে ৮ জনের কোন খোজ নাই কেন । মঈন ভাই মাঝে মাঝে টেকটিউনসে এসে হঠাৎ হাজির হয় । শাকিল ভাই তো খুব বিজি । বাকিরা সব গেল কই । আসলে কি বলব বেশী কিছু বললে আবার ব্যাড কমেন্টে ভইরা যাইব তাই আর কিছুই লিখলাম না ।যাইহোক এবার টিউন প্রসঙ্গে আসলাম ।
[thumb]http://www.trillian.im[/thumb]
http://www.trillian.im
আমরা অনেকেই অনলাইনে চ্যাটিং করে থাকি । অনলাইনে চ্যাটিং বলতে শুধুমাত্র Meebo কেই সবাই জানে । ওইটা এখন এতটাই পুরাতন হইয়া গেছে যে ওইটাকে আর ভাল লাগে না । তাই আপনাদের জন্য আর একটি সাইট খোজ করলাম যেটাতে আমি আমার আগের আইডিতে ব্যপকভাবে বিতর্কিত হয়েছিলাম । যাইহোক পুরাতন প্রসঙ্গ বাদ দেই কাজের কথায় আসি । আপনারা এই সাইটে গিয়ে ৭ টি ম্যাসেন্জারে একসাথে চ্যাট করতে পারবেন । সেগুলো হলঃ Aim, Yahoo , Google talk , ICQ , Msn , Myspace, Jabber ইত্যাদি । তবে আপনার এর জন্য একটি আইডি খুলতে হবে উপরিউক্ত সাইট থেকে । খুললেই আপনি একসাথে যতগুলো ইচ্ছা আইডি ওপেন করে চ্যাট করতে পারবেন । আর ওখানেই পিসিতে ইনস্টল করার সফটওয়ার পাবেন যেটা দিয়ে একসাথে ১৪ টি ম্যাসেন্জারে একাধিক আইডি ওপেন করতে পারবেন । আর এর ইন্টারফেস টা জটিল । দেখলেই বুঝবেন কি সুন্দর ইন্টারফেস ।
[thumb]http://www.lunapic.com/editor[/thumb]
http://www.lunapic.com/editor/
আমরা অনেকেই অনলাইনে বসে কাজ করতে পছন্দ করি । কিন্তু কিছুটা সময় বেশী লাগলেও সফটওয়ারের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় । আর যাদের নিজের কম্পিউটার নেই তাদের কথাতো বলাই লাগেনা । যাই হোক এই ওয়েবসাইট থেকে আপনি সরাসরি ছবি ইডিট করতে পারবেন । পারবেন নানা রকম ইফেক্ট যোগ করতে এনিমেশন দিতে । আরও অনেক কাজ করতে পারবেন যা আপনার ছবিকে আরও আকর্ষনীয় করে তুলবে । আরার এই ছবিটি এনিমেটেড কিন্তু টেকটিউনসে কেন যেন এনিমেটেড সো করছে না । আশা করি এই ওয়েবসাইটটি আপনাদের ভাল লাগবে ।
আমরা অনেকেই নিজের ছবিকে একটু ব্যতিক্রম করতে চেষ্টা করি । এর জন্য নানা রকমের সফটওয়ার পাওয়া যায় তেমনি একটি সফটওয়ার হল Photo to cartoon এই সফটওয়ারের মাধ্যমে আপনি আপনার ছবিকে কার্টুনে রুপান্তর করতে পারবেন । তবে এটা হবে সাদা কালো । রঙিন করার সিস্টেম থাকলেও আমার জানা নেই । দেখুন তাহলে ট্রাই করে । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।
আশা করি টিউনটি আপনাদের খুব ভাল লাগবে । আর কোন প্রকার অসুবিধা হলে আমি তো আছি । সকলকে ধন্যবাদ..................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ধন্যবাদ