সহজতম প্রক্রিয়ায় অনলাইনে বাংলায় লেখার সুযোগ


বাংলা লেখা অনেকের কাছে এমনীতেই কষ্টকর মনে হয়। তার উপর যদি লেখতে হয় অনলাইনে তবে তো কথাই নেই। তাই বলে নিজের মায়ের ভাষায় আমরা অনলাইনে লিখব না। ভাষা প্রেমিকেরা তাই তৈরি করলেন অভ্র ফন্ট। বলে রাখা উচিত, বিজয় ফন্ট দিয়ে আপনি যদি " মাইক্রোসফট অফিস " ব্যবহার করে আপনার লেখা অনলাইনের ব্লগে, ফোরামে বা অন্য কোথাও পেষ্ট দিতে যান তবে আপনার পরিশ্রম বৃথা যাবে। বিজয় ফন্ট দিয়ে লেখাগুলো অনলাইনে সরাসরি সাপোর্ট করে না।

তাই বলে কি আমরা থেমে আছি?
না.......!
কেউ কেউ ডাউনলোড দিচ্ছি অভ্র সফটওয়্যার। তবে এখানেও অনেক ঝামেলা। লিখতে আয় বাঙ্গালিশ ভাষায়। আর অভ্র সেই লেখাকে কনভার্ট করে অনলাইনে পড়ার উপযোগী করে তুলে। অনেকের কাছে বিষয়টি হানিকর আবার অনেকের কাছে কষ্টকর।
সমস্যা এখানেই শেষ নয়। আপনার পি.সি.তে হয়ত অভ্র রয়েছে কিন্তু আপনার অফিসের পি.সিতে নেই। কিংবা আপনি কাজ করছেন সাইবার ক্যাফেতে। এমন সময় প্রয়োজন হল বাংলায় কাউকে ইমেল করা। তখন?

আমি এখন একটি ওয়েব পেজ শেয়ার করছি। এখান থেকে আপনি "মাইক্রোসফট অফিস" ব্যবহার করে যেভাবে লিখতেন ঠিক সেইভাবে লিখতে পারবেন।

http://www.meghnaus.com/bangla%20writer

এই পেইজে ভিজিট করুন।

নিচের ছবি দেখে "বিজয়" সিলেক্ট করুন।

নিচের বক্সে ক্লিক করুন। আপনার মনের কথা মনের মতো করেই লিখুন।প্রথম প্রকাশিত

 

 

 

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai eta ki portabe soft?

শুধু অনলাইনে লেখার জন্য।

@টিউনার, মায়ের গল্প মাশির কাছে হয়ে গেল না !

আর দ্বিতীয়বার অভ্র সম্পর্কে সমালচনা করলে একটু ভেবে চিন্তে করবেন , আশা করছি !!

আর আপনার সাইটের বিজ্ঞাপন দেওয়ার কৌশলটিও প্রশংসনীয় !!

আপনার উদ্যোগটি ভালো। কিন্তু এত বিজ্ঞাপন ভালো লাগলো না।

সামহোয়ার ইন এর কোড চুরি করে বানানো।