৭ টি বহুল জনপ্রিয় ইউএসবি এন্টিভাইরাস

আমরা সবাই কোন না কোন এন্টিভাইরাস ব্যবহার করি কিন্তু সেগুলো ভাইরাস থেকে আমাদের সুরক্ষিত রাখে । আর এন্টিভাইরাসগুলো আমাদের সকলপ্রকার মেলওয়ার , এডওয়ার , অটোরান ইত্যাদি ভাইরাস থেকে সুরক্ষিত রাখেন না তাই এন্টিভাইরাসের পাশাপাশি অনেকেই নানা রকমের ইউ এস বি এন্টিভাইরাস ব্যভহার করে থাকে । তাই আজকের টিউনটি মূলত কয়েকটি ইউ এস বি এন্টিভাইরাস নিয়ে সাজানো ।

usb disk security 5.2.0.5 :

কোন এক সময় এই সফটওয়ারটি ছিল টেকটিউনসের সেরা একটি পোস্ট । গত সেপেম্বরে এর নতুন ভার্সন 5.2.0.5 বের হয়েছে সেদিন থেকেই এর সিরিয়াল খুজতে ছিলাম । এতদিন পরে আজ পেলাম তাই একটি টিউন করে ফেললাম। এটি আপনার পিসিকে কয়েকটি মেলওয়ার এবং অটোরান থেকে সুরক্ষিত রাখবে । আর সফটওয়ারটি সিরিয়ালসহ এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।

USB Threat Defender 1.0 Portable :

এই সফটওয়ারটিও আপনাকে কয়েকটি ছোট ভাইরাস , মেলওয়ার এবং এডওয়ার থেকে সুরক্ষিত রাখবে । আমি নিজেও এই সফটওয়ারটি ব্যবহার করি । আর পোর্টেবল ভার্সন হওয়ায় ইন্টলেশনের ঝামেলা নেই । এটি আপনার কোন আপডেট নিবে না মানে আপডেটের ঝামেলা থেকে মুক্ত । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।

Ninja Pendisk:

এই সফটওয়ারটি আপনার পেনড্রাইভের autorun.inf , ctfmon.exe এবং আরও কয়েকটি মেলওয়ার থেকে আপনার পিসির নিরাপত্তা বাড়াবে । আর এই সফটওয়ারটি এখান থেকে ডাউনলৌড করতে পারবেন ।

GGreat USB AntiBody 2.51.1:

এই সফটওয়ারটি আপনার ইউএসবি ড্রাইভ (Pen drive, Memory card, External drive, Digi-Camera, Mobile phone) ইত্যাদি থেকে অটোরান এবং কয়েক প্রকার মেলওয়ার ও এডওয়ার রিমুভ করে আপনার পেনড্রইভ এবং পিসির নিরাপত্তা বাড়াবে । এখান থেকে সফটওয়ারটি ডাউনলৌড করতে পারবেন ।

Mx One:

এই সফটওয়ারটিও টেকটিউনস এ ব্যপক সাড়া ফেলেছিল । এই সফটওয়ারটিও খুব ভাল কাজ করে । এখান থেকে Mx One ইউএসবি এন্টিভাইরাসটি ডাউনলোড করতে পারবেন ।

Hitman Pro 3.5

এই ইউ এস বি এন্টিভাইরাসটি আমি গতকাল পেয়েছি । এটার সবচেয়ে বড় সুবিধা হল ৪ টি এন্টিভাইরাসের মূল ইন্জিন নিয়ে এটি তৈরি করা হয়েছে । তবে আপনি এটি লাইসেন্স খুজে দেখতে পারেন । না হলে ফুল ভার্সন আপনি ৩০ দিন চালাতে পারবেন ফ্রি মেম্বার হিসেবে । আশা করি এটি আপনাদের ভাল লাগবে । এখান থেকে সফটো্য়ারটি ডাউনলোকরতে পারবেন ।

McAfee AVERT Stinger 10.0


এপ্রিল ফুল ভাইরাসের কথা চিন্তা করেই এটি মূলত তৈরি করা হয়েছিল । এটি আপনাকে বড় বড় ১১ টি ভাইরাস এবং মেলওয়ার থেকে সুরক্ষিত রাখেবে । আর এটি পোর্টেবল ভার্সন ।এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।

PhotoInstrument :


কিছুদিন আগে এই সফটওয়ারটির ক্র্যাক খুজেছেন । তাই আপনদের জন্য আমি এটার অরিজিনাল সিরিয়াল বের করেছি । আশা করি এখন আর ভাইরাস বা ক্র্যাকের ঝামেলা থেকে মুক্তি পাবেন । যেহেতু এটা নিয়ে টিউন করা হয়েছে তাই আমি এর বিস্তারিত কিছুই লিখব না । শুধুমাত্র সিরিয়াল এর জন্যই আমার এতটুকু লেখা । এখান থেকে সফটওয়ারসহ সিরিয়াল ডাউনলোড করতে পারবেন ।

বিদ্রঃ ইউএসবি এন্টিভাইরাসগুলো কখনই পরিপূর্ন নিরাপত্তা দেয় না । শুধূমাত্র এটি এন্টিভাইরাসের সহযোগি হিসেবে ব্যবহার করতে হবে । আমার এই টিউনটি আপানদের ভাল লাগলে মন্তব্য করবেন আর না লাগলেও জানাবেন ।

সকলকে ধন্যবাদ টিউটি পড়ার জন্য............................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks Hasib vai for those download links. I recommend all of my buyers USB Disk Security. This works great with pen drive virus, do not know about others.

http://techpark.webnode.com/
All kinds of quality laptops@Affordable price

হাসিব ……।ভাল হইছে টিউন………।

হাসিব ভাই ধন্যবাদ।

আমাদের টিউনারদের মধ্যে বন্ধু হিসেবে ফেসবুকে বা মেইলে অনেক কথা অনেক সময় হয় এগুলো টেকটিউনে ওপেনলি আলোচনা না করা ভালো। বুঝতেই পারছেন কি জন্য বলেছি।

    Sorry শাকিল ভাই । যাইহোক আপনেরে পাইছি এতেই খুশি ।

হাসিব ভাই চেইতা গেছেন নাকি? শুধু টিউন-এর ওপর টিউন ছাড়তাছেন!!!!!

    সিয়ন ভাই খারাপ হইলে বলবেন মুছে দিব ।

হাসিব,
উপরোক্ত ৭ টি জনপ্রিয় ইউএসবি এন্টিভাইরাসের মধ্যে কোনটির কার্যকারিতা সবচেয়ে বেশী বলে তুমি মনে কর ?

    রুহুল আমীন ভাই আমার কাছে Hitman Pro 3.5 এইটা ভাল লাগছে কেননা এটা ৩ টি এন্টিভাইরাসের মূল ইন্জিন নিয়ে তৈরি করা হয়েছে ।

হাসিব,
usb disk security 5.2.0.5 সফটওয়ারটি সিরিয়ালসহ দেওয়ায় তোমাকে অশেষ ধন্যবাদ ।সিরিয়াল না পাওয়া এটি ব্যবহার করতে পারিনি যদিও এ প্রতি আকর্ষণ ছিলো অনেক বেশী ।

——————————@ ধন্যবাদ @————————————-

“Hitman Pro 3.5”
“তবে আপনি এটির লাইসেন্স খুজে দেখতে পারেন । না হলে ফুল ভার্সন আপনি ৩০ দিন চালাতে পারবেন ফ্রি মেম্বার হিসেবে । ”
লাইসেন্স দিলে উপকৃত হতাম …………….

    রুহুল আমীন ভাই আজ পর্যন্ত আমার কাছে কিছু রেখে টিউন করি নাই । আমি নিজেও এটি ৩০ দিনের ব্যবহার করছি । আমি পেলে অবশ্যই আপনাকে জানাব ।

হাসিব মিয়া তুমি তো দিনদিন কোয়ালিটি টিউনার হয়ে যাচ্ছ ।

Level 0

(আমাদের টিউনারদের মধ্যে বন্ধু হিসেবে ফেসবুকে বা মেইলে অনেক কথা অনেক সময় হয় এগুলো টেকটিউনে ওপেনলি আলোচনা না করা ভালো। বুঝতেই পারছেন কি জন্য বলেছি।)এগুেলা িক ধরনের ব্যাপার হল ?বড় একা হলে চলবে না ?িনজে জানলে অন্যকে জানাতে হবে তাহলে সথর্কতা আসবে।

ধণ্যবাদ হাসিব ভাই ইউএসবি ডিস্ক সিকিউরিটির নতুন ভার্শনটি নিয়ে টিউন করার জন্য।
আসলেই সে সময় এ টিউনটি করে অনেক সাড়া পেয়েছিলাম।
আমি এখনও মেইল পাই।
ধণ্যবাদ।
https://www.techtunes.io/download/tune-id/3624/

    লিংকন ভাই আপনারা কি টেকটিউনসকে ভুলেই গেছেন । আপনাদের মত পুরাতন টিউনারদের আজও খুব মিস করি আমরা ।

না রে ভাই ভুলি নাই, আমি এখনও নিয়মিত টেকি তে অন্তত একবার হলেও ঢু মারি।
কিন্তু অতটা সময় পাই না বলে টিউন করতে পারছিনা। (তাই বলে ব্যস্ততা দেখাচ্ছি তা কিন্তু নয়)

হাসিব ভাই দারুন টিউন করছেন। ধন্যবাদ।

GOOD JOB

I always use Usb disk security. And now use the latest version 5.3.0.12

আমার মনে হয়USB SECURITY DISK টাই বেস্ট।

কাজের সপ্টওয়ারগুলি শেয়ার করার জন্য ধন্যবাদ।