MIG33 এর যতো লতা পাতা-সফটওয়্যার পর্ব-সিম্পল চ্যাট সিম্পল ইউজারদের জন্য

অনেকদিন পর আবার টিটিতে লিখতে বসলাম।আমার আর কি লেখা সেই একি কেননা এখানে আমার থেকে অনেক অনেক বড় মাপের জ্ঞানী লেখক আছেন।মাঝে মাঝে মনে হয় তাদের মাঝে আমি লেখাটাই সমীচীন নয়।সে যাই হোক আজকের টিউনের শিরোনাম দেখেই বুঝতে পারছেন যথারীতি মিগ নিয়েই টিউন।মিগে আগে আইডি হ্যাকিং অনেক সহজ ছিলো কিন্তু এখন তা অনেকটাই কঠিন তো তখন অনেকেই অনেক চিন্তায় থাকতো আর সেটা হলো পিসি তে মিগের যে সকল সফট সেগুলোতে না জানি কী লগার থাকে।আর কীলগার নেই এমন সফট খুবই কম,আর কীলগার দিয়ে শুধু মিগ আইডি? পারলে আপনার পিসিটাই নিজের করে নেয় এসব কারনে অনেকেই পিসিতে মিগ চ্যাট সফট চালাতে ভয় পায়।কিন্তু তাই বলে কি করবো না পিসি দিয়ে চ্যাট? তা কি হয়? আর তার ভাবনা থেকে আজ অনেকদিন ধরে আমরা ব্যবহার করছি সিম্পল চ্যাট এটার ডেভেলপার হাসান মাহমুদ পেশায় গ্রামীনফোন কাস্টমার কেয়ার ম্যানেজার আর আমার বন্ধু।এই সফটটি এই নিয়ে কয়েকশ বার আপডেট হয়েছে এবং হবে।তো কথা না বাড়িয়ে আসুন এটার ব্যবহার ও বিস্তারিত জানি।এখানে আগেই বলে রাখি আমি যদি সব জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম

সুবিধা সমূহঃ-

*সহজ লগিন।

*এডমিন প্যানেল(ব্যাড টেক্সট ডিটেক্টর,র‍্যান্ডম+সিরিজ মাল্টি আইডি ডিটেক্টর,সিরিজ ব্যান,বট স্টপ,সেফটি লক ইত্যাদি)

*স্ন্যাপ নেওয়ার সুবিধা

*সহজে রুম প্রবেশের সুবিধা

*উইনেম্প আপডেট

*সহজে ক্রেডিট ট্রান্সফার

*নটিফিকেশন সাউন্ড

*অটো লীভ গ্রুপ ফ্লাড এন্ড ব্লক

*অটো লীভ অন কিক

*ইজি আপডেট........................ইত্যাদি।

এবার আসুন কিছু মূল জিনিস জেনে নেই।

নিচের ছবিতে দেখুন

প্রথম ছবিটি হচ্ছে আইডি লগিনের জন্য।সফট রান করলেই এটি আসবে তারপর যথারীতি মত লগিনে ক্লিক করে লগিন হবেন।আপনি চাইলে আপনার আইডি পাস আগে থেকেই সেভ করে রাখতে পারবেন অথবা লগিন পেজে আইডি পাস টাইপ করে সেভ আইডি এন্ড পাসওয়ার্ডে ক্লিক করলেই হবে।লগিন হলেই আপনি দেখতে পারবেন আপনার ফ্রেন্ড কে কে অনলাইন,এওয়ে,বিজি,অফলাইনে আছেন।পুরো মিগের অনেক সুবিধা তো পাবেন সাথে কিছু অতিরিক্তও আছে এতে।চাইলে গেটওয়ে চেঞ্জ করতে পারেন।রেজিস্ট্রেশন করতেও পারবেন।

এর পাশেই তিন নম্বর চিত্রে দেখুন এটি রুম অপশন।মিগে যেভাবে রুম অপশন সাধারনত আসে ঠিক সেভাবেই এখানেও আসবে সাথে রুমের মালিকের নামও আসবে পাশে।নিচে যেখানে আপনার মিগ ক্রেডিট দেখাচ্ছে তার উপরেই হালকা সবুজ রঙের ঘরে রুমের নাম লিখেই এন্টার চাপলেই রুমে ঢুকতে পারবেন(যদি রুম ফুল না থাকে)।

তার পাশেই আপডেটস বার এখানে কোন কোন ফ্রেন্ড কত গিফট দিচ্ছে বা কত গিফট পাচ্ছে তার আপডেট।

এবার আসুন এডমিন প্যানেলের সাথে পরিচিত হই।সচরাচর নিজের রুম মাল্টির হাত থেকে বাঁচাতে আমাদের অনেককেই পয়সা দিয়ে সফট কিনতে হয়।কিন্তু যেখানে আপনি ফ্রীতেই পাচ্ছেন তাহলে কিনে নিবেন কেন?

এডমিন প্যানেলে ক্লিক করলেই আপনার এডমিন প্যানেল খুলে যাবে।এবার লগিন দিলে আপনার আইডি লগিন হবে।তারপর সেট করুন আপনার মতো করে।সিরিজ ব্যান করার প্রক্রিয়াটা একটু বলে দেই ওখানে দেখুন >শো সিরিজ ব্যান< একটি অপশন আছে ওইটা ক্লিক করুন তারপর পাশে দেখুন লেখা আছে ছোট্ট বক্সে আইডি %% সেখানে সিরিজ আইডি লিখে শুধু নাম্বারের জায়গায় %% দিন (ex:- rishi__001 - rishi__100 যদি সিরিজ আইডি হয় তাহলে শুধু আইডি ঘরে লিখুন rishi__%%) এরপর জেনারেট সিরিজে ক্লিক করে দেখুন পুরো সিরিজ তৈরী তারপর ব্যানে ক্লিক করলেই কাজ শেষ আপনা আপনি আইডি ব্যান হওয়া শুরু করবে।যে রুম কন্ট্রোল করবেন শুধু সেই রুমের চ্যাট পেজ অন করে ক্লিক করুন > মডারেট কারেন্ট রুম<(নিচেই দেখবেন এটি কোথায়)।

এইতো গেলো একধাপ এবার আসুন আরেকটু দেখি।

নিচের ছবিতে দেখুন

১ নং টিতে রুমে চ্যাট করলে কেমন দেখাবে তার নমুনা।পাশেই দেখুন জেনারেল নামে অপশনে সেখানে অটো লীভ গ্রুপ আর ব্লক আইডি এই অপশন গুলো।

২ নং টিতে দেখুন এটি মিনি এডমিন প্যানেল এখান থেকেও আপনি রুম কন্ট্রোল করতে পারবেন সহজেই।এখানেই পাবেন মডারেট কারেন্ট রুম অপশনটি।

৩ নং চিত্রে দেখুন এটি গেম অপশন,গেম খেলতে গেলে বারবার কমান্ড দিতে হাত ব্যাথা করে অথবা দ্রুত দেওয়া যায় না তাই এখান থেকে সহজেই তা পারবেন।

মূলত এসব হলো এই সিম্পল চ্যাট সফটের হালকা ব্যবহার বিধি।তবে এখানে একটি সমস্যা এখানে ইমোট দেখা যায় না।আর অনেক বড় সুবিধা কেউ যদি ডি সি কোড ফ্লাড দেয় তাতেও আপনার কিচ্ছু হবে না যেটি অন্যদের সচরাচর হয়,আর ফ্লাড দেখতে না চাইলে উপরে >ফ্রীজ< বাটনে ক্লিক করুন ব্যস ওখানেই কাজ শেষ।

সিম্পল চ্যাট ডাউনলোড লিংকঃ- http://simplechat.4shared.com

আজ এই পর্যন্তই।যদি ভালো লাগে জানাবেন তাহলে সামনে ফ্লাড এন্ড কিকিং সফট নিয়ে লেখার চেষ্টা করবো।

ভালো থাকবেন সবাই অনেক ভালো সেই কামনায়

আমার মিগ আইডি :-  ac1d_rishi মিগে যে রুমে পাবেনঃ- dhaka twity/robohelp

ফেবুতে পাবেন:- http://facebook.com/sumitland

বিস্তারিত জানতে:- http://sumitland.4t.com

Level 0

আমি সুমিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি যদি সবি জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

simple chat এর আরো একটা প্রব্লেম চ্যাট ট্যাব চেঞ্জ করতে হয় মাউস দিয়ে , এ্যরো বাটন দিয়ে চেঞ্জ করা যায় না যেটা ম্যাসেঞ্জারে যায় ।

কি কি করলে সুবিধা হয় সব জানান আমি চেষ্টা করবো এড করানোর
ভালো থাকবেন

অনেক ধন্যবাদ।

@মোহাম্মদ খালিদ হোসাইন আপনাকেও অনেক ধন্যবাদ।

Level 2

vai ami to soft ta download korte pari nai.