আমি সত্যি কথা বলতে ফটোশপ সম্পর্কে তেমন কিছুই জানি না । কিন্তু আপনাদের কথা ভেবেই আমার এই টিউনটি করা । আশা করি কেউ না কেই এতে উপকৃত হবেন। আর এই টিউন থেকেই আশা করি আরও ভাল এবং মানসম্মত টিউন পাবেন । জানিনা কতটুকু দিতে পারব কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আরও ভাল টিউন উপহার দেয়ার জন্যে ।
ফটোশপের চোখ জুড়ানো ৭ টি প্লাগইনঃ
ফিচার:
১৫০ টি চোখ জুড়ানো ইফেক্ট দিতে পারবেন আপনার ফটোতে । সাইজ মাত্র ৫০ মেগাবাইট । এখান থেকে প্লাগইনটি ডাউনলোড করতে পারবেন ।
এই প্লাগইন ফটোর অযাচিত ফোকাস দূর করবে এবং আপনার ফটোকে আরও আকর্ষনীয় করে তুলবে । এটা মাত্র ৯৪ মেগাবাইটের । এখান থেকে প্লাগইনটি ডাউনলোড করতে পারবেন ।
এই প্লাগইনের মাধ্যমে আপনার ছবি ১০০০% পর্যন্ত রিসাইজ করতে পারবেন । এছাড়াও কাস্টম প্রিসেট সেভ করতে পারবেন । ক্রোপ এবং রিসাইজ মাত্র একটি পদক্ষেপেই করতে পারবেন । প্লাগইনটি মাত্র ২২ মেগাবাইটের । এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
ফ্রেম আপনার ছবিকে আরও আকর্ষনীয় করে তুলতে সাহায্য করে । বিপুল পরিমান এতে ফ্রেম দেয়া আছে যেগুলো সত্যি খুবই আকর্ষনীয় । এছাড়া ফ্রেমগুলোতে নানা রকমের সুন্দর সুন্দর ইফেক্ট দেয়া আছে । প্লাগইনটির সাইজ মাত্র ৬০ মেগাবাইট । এখান থেকে প্লাগইনটি ডাউনলোড করতে পারবেন ।
আপনার ছবিকে আরও সুন্দর করতে পারবেন এই প্লাগইনটির মাধ্যমে । যার সাইজ মাত্র ৫০ মেগাবইটের । এখান থেকে প্লাগইনটি ডাউনলোড করতে পারবেন ।
এই প্লাগইনটি সম্পূর্ন নতুন ভার্সন । এটি ফটোশপ সিএস ২ , সিএস ৩ , সিএস ৪ এবং আরও নতুন ভার্সনের জন্য তৈরি করা হয়েছে । সাইজ মাত্র ৫৭ মেগাবাইটের । আর এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
এই প্লাগইনটি আপনার ছবির রং কে আরও আকর্ষনীয় করবে । আপনি প্রিভিউ করার সুযোগও পাবেন । সাইজ মাত্র ১৯ মেগাবাইট । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।
আশা করি যারা ফটোশপের কাজ করেন তাদের দরকারে লাগবে এইসব প্লাগইনটি । আর যদি টেকটিউনসে এই রকম কোন টিউন আগে করা হয়ে থাকে তাহলে আমি না জেনেই এই টিউনটি করেছি তা ভেবে নিবেন ।কারন টেকটিউনসের এতগুলো পেজ খুজতে অনেক সময়ের ব্যপার ।
এখান থেকে থিমগুলো ডাউনলোড করতে পারবেন । আশা করি থিমগুলো আপনাদের ভাল লাগবে । সাইজ মাত্র ৬৮.৭ মেগাবাইটের । এটি লক করা থাকবে খুলতে এই পাসওয়ার্ডটি ব্যবহার করুন thedirectdownloadblogspot ।
এখান থেকে ইংলিশ টু বাংলা , ডিকশনারি অফ কম্পিউটিং , ডিকশনারি অফ মেডিসিন , অক্সফোর্ড ডিকশনারি ডাউনলোড করতে পারবেন ।
আপনাদের জন্যে আমার কাছে কয়েক হাজার সিরিয়াল ছিল যা আমি এখানে আপলোড করে দিয়েছি ।
আমার যদি কোন ভুল পান তাহলে সাথে সাথে আমাকে অবগত করবেন আমি তা শুধরে নেব। সকলকে ধন্যবাদ...........................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
kemone boli…bai apni koto valo…..bai josh tune…….a lot of donnobadh……..