গুগলের চোখ ধাধানো সার্ভিস সমূহ

বর্তমানে গুগল বিশ্বের দ্রুততম সার্চ ইন্জিন । গুগল যে সার্চ ইন্জিন নিয়েই বসে আছে তা নায় দিনে দিনে নতুন নতুন সেবার মাধ্যমে ইন্টারনেটের সকল ক্ষমতাই তারা তাদের মুঠোয় নিয়ে যাচ্ছে । এর ফলে ভুক্তভোগিরা যেমন ভাল সেবা পাচ্ছে তেমনি নেটের ক্ষমতা হয়ে যাচ্ছে একরুখো ।
.

১ . সার্চ ইন্জিনঃ

গুগলের সবচেয়ে বেশী এবং প্রথম কার্যক্রম হল সার্চ ইন্জিন । যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুততম এবং বহুল ব্যবহৃত সার্চ ইন্জিন । যা ১৯৯৬ সালের জানুয়ারী মাসে তাদের কার্যক্রম শুরু করে । তারপর দিনে দিনে তারা বিভিন্ন প্রক্রিয়ায় তাদের অবস্থান প্রথমে আনতে সক্ষম হয়

[thumb]http://www.google.com.bd[/thumb]

২ . গুগুল ক্রোমঃ

গুগল চায় সব জায়গাতেই তাদের আধিপত্য বিস্তার করতে তা ব্রাউজারের জন্য তারা গুগল ক্রোম বের করেছে যা অন্যন্য ব্রাউজারের তুলনায় অনেক ফাস্ট । কিন্তু এর চয়ে অপেরা এখন পর্যন্ত অনেক ভাল পজিশনে আছে ।

৩ . গুগল ওয়েভঃ

ইয়াহু , মাইক্রোসফট কে পিছেনে ফেলার কাজ তো শেষ এখন শুধু বাকি আছে ফেসবুক । তাও হয়ত গুগুল ওয়েভের কাছে হার মেনে যাবে। কেননা নতুন নতুন আকর্ষনীয় সার্ভিস থাকবে গুগল ওয়েভে । যা কিছুদিনের মধ্যেই ফেসবুকের জনপ্রিয়তায় ভাটা পরতে সাহায্য করবে ।

৪ . গুগল আর্থঃ

আমরা যারা বিশ্ব ভ্রমন করতে ভালবাসি কিন্তু টাকা নেই তাদের জন্যই মূলত এই সার্ভিস যার মাধ্যমে নেটে বসেই পৃথিবীর যেকোন প্রান্তের ছবি দেখা সম্ভব । এই সার্ভিস অকেক জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে । গুগল এমনকি পানির মধ্যকার ছবিও দেখতে দিচ্ছে গুগল আর্থ দ্বারা ।

৫ . গুগল টকঃ

ইয়াহুর জনপ্রিয়তা কমাতে গুগলকে এই সফটওয়ারটি তৈরি করতে হয়েছে যার মাধ্যমে এখন জিমেইলের আইডি দিয়ে আন্যের সাথে চ্যাট করা যাচ্ছে । যার ভয়েস চ্যাটের ভয়েস খুব স্পষ্ট । হয়ত ভবিষ্যতে এর আরও নতুন ফিচার দেয়া হবে ।

৬ . গুগল ইবুকঃ

গুগল তাদের ব্যবহার কারীদের জন্য বই কালেকশন করছে যার মাধ্যমে নেটে বসেই বই পড়া যাবে । আর এতে প্রায় ২৪ টি ক্যাটাগরির বই পাওয়া যায় । নতুন পুরাতন সকল বই একসময় পাওয়া যাবে এই গুগল ইবুকে । এমনকি এখন বিলুপ্তপ্রায় বইগুলো কালেকশন করার চেষ্টার করছে গুগল ।

[thumb]http://books.google.com/books[/thumb]

৭ . জিমেইল নোটিফাইঃ

জিমেইলের একটি অনন্য সার্ভিস হল মেইল নোটফাই । আমরা অনেকেই মেইল চেক করতে চাই না বা অনেকদিন পরেপরে মেইল চেক করি । হয়ত বা অনেকে মেইলের জন্য অপেক্ষা করতে থাকে তাদের জন্য মূলত এই সার্ভিস । যাতে মেইল আসার সাথে সাথেই গুগল আপনাকে জানিয়ে দিবে যে কে মেইল পাঠিয়েছে এবং এর সাবজেক্ট কি ।

৮ . ব্লগস্পটঃ

আমরা যারা ফ্রি ওয়েব বা ব্লগসাইট বানাতে চাই তাদের জন্যই গুগলের এই উদার সেবা । এর ফলে খুব সহজেই একজন ইন্টারনেট ব্যবহারকারী একটি ব্লগসাইট বানাতে পারে । আর এটা ব্যবহার করা খুব সহজ ।

[thumb]https://www.blogger.com/start[/thumb]

৯ . গুগল এডসেন্সঃ

গুগলের প্রবৃদ্ধি যাতে আরও বেশি বৃদ্ধি পায় এজন্য তারা তাদের শেয়ার থেকে কিছু অর্থ যারা সাইটে গুগলের দেয়া এড বসাবে তারাএ এই টাকার কিছু অংশ পাবে । এর ফলে এদিকে যেমন গুগুল লাভবান হচ্ছে তেমনি অপরদিকে যে এড বসাচ্ছে সেও লাভবান হচ্ছে ।

১০ . গুগল ট্রান্সলেটঃ

গুগলের একট অসাধারন সার্ভিস হল গুগল ট্রানসলেট এর ফলে খুব সহজেই বিশ্বের প্রায় ৫০ টি ভাষায় ট্রান্সলেটশন সম্ভব । ভবিষ্যতে ভাষার সংখ্যা আরও বাড়ানো হতে পারে ।
[thumb]http://translate.google.com/#[/thumb]

সময় সল্পতার কারনে এখানেই সমাপ্তি টানতে হল । আশা করি পরবর্তি টিউনে এর আরও নতুন নতুন সার্ভস তুলে ধরার চেষ্টা করব । সকলকে ধন্যবাদ............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসিব ভাই সবাই আপনাকে ১০০তম টিউনে অভিনন্দন জানিয়েছে। আমি আপনাকে ১০১ তম টিউনে অভিনন্দন জানাচ্ছি। ………..সত্যি বলতে কি নেটে সমস্যা ছিল তাই জানাতে পারিনি। আশা করি আপনি আমাদের আরো অনেক ভাল ভাল টিউন উপহার দিবেন। ধন্যবাদ।

    মোহাম্মদ রকিবুল হায়দার আপনাকে ধন্যবাদ । দোয়া করবেন যাতে আরও ভাল ভাল টিউন উপহার দিতে পারি ।

Level 0

গুগল টুলবার কি অপরাধ কর এর নাম দেখলাম না।

Level 0

GOOD টিঊন চালিয়ে যান। এবং অভিনন্দন । কিসের জন্য তা তো পুরা টেকনিটিউন যারা পড়ে সবাই যানে

Level 2

BAI SOME TIMES U DA THE BEST

Level 0

গুগল ওয়েবের URL ও জিমেইল নটিফিকেশনের পদ্ধতি দিলে ভাল হত ।