১৫ টি সফটওয়ারের কাজ করুন ১ টি সফটওয়ার দিয়ে

আমরা অনেকেই একটি সফটওয়ারের মাধ্যমে আমাদের অনেক কাজ সেরে ফেলতে চাই কেননা আমাদের দেশের যা নেটের স্পিড তা আমরা ঠিকমত পাই না । যেখানে অনেক ব্যান্ডউইথ আমাদের পরে থেকে নষ্ট হয় । কিন্তু এজন্যই আমরা কয়েকটি সফটওয়ারের কাজ একটি সফটওয়ারের মাধ্যমেই করতে চাই । আজকে আমি এমন সফটওয়ার নিয়ে লিখছি তাতে করে প্রায় ২৫ টি সফটওয়ারের কাজ একটিতেই করতে পারবেন । আর নবার কথা বিবেচনা করেই আমি আমার টিউনগুলো করি যাতে করে Gprs মডেম ইউজাররাও যেন আমার সফটওয়ারগুলো ব্যবহার করতে পারে ।

এই সফটওয়ারটি অনেক কাজ করে দিবে যার জন্য আপনাকে আগে কয়েকটি সফটওয়ার ব্যবহার করতে হত ।

কি কি কাজ করা যাবে এই সফটওয়ারের মাধ্যমেঃ

Advanced Pc Tweaker 4.2 হল নতুন ভার্সন । যা আপনি ব্যবহার করতে পারবেন সিরিয়াল সহ ।

  • 1 . Ragistry Repair
  • 2 . Repair Problems
  • 3 . Error utility
  • 4 . Block Activex
  • 5 . Register Activex
  • 6 . Junk File Cleaner
  • 7 . Duplicate Cleaner
  • 8 . Registry Backup
  • 9 . Restore Point
  • 10 . System Optimize
  • 11 . Tweak Memory
  • 12 . Evidence cleaner
  • 13 . startup Manager
  • 14 . uninstall Manager
  • 15 . File Shredder

এছাড়াও আরও প্রায় ১০ টি সফটওয়ারের কাজ আপনি এটার মাধ্যমে করতে পারবেন । তবে এটার সাথে যে কেজেন দেয়া আছে তাতে আপনাকে সিরিয়াল দেবার পর ইনভেলিড বলবে কিন্তু সিরিয়ালের অপশন কেটে দিলেই রেজিস্ট্রেসন হয়ে যাবে । এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।

সকলকে ধন্যবাদ........................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসিব,
শততম টিউনে তোমাকে স্বাগতম এবং প্রাণঢালা ভালোবাসা জানাই ।
সকাল থেকেই তোমার শততম টিউনটি উপভোগ করার জন্য নেটে ছিলাম ।

——————-@@@@@————————–

    ধন্যবাদ রুহুল আমীন ভাই আমার সাথে সবসময় থাকার জন্য । দোয়া করবেন যাতে আরও ভাল টিউন উপহার দিতে পারি ।

অভিনন্দন শততম টিউনের জন্য। এভাবেই চালিয়ে যান সেই শুভকামনা রইলো।

    শাকিল ভাই চিন্তা করছিলাম আপনি এবং মামুন ভাইয়ের সাতে প্রতিযোগিতা তৈরি করব । কন্তু আপনারা মনে হয় অলস হয়ে যাচ্ছেন না হলে ৫-৬ দিন ধরে মামুন ভাইকে বলছি সেনচুরিটা করে ফেলতে কিন্তু সে কিছুই শোনে না । কি আর করা তাই আমি
    ……… আর দেরি কইরেন না তারাতারি সামিটের আগেই সেনচুরিটা করে ফেলেন এটা আমার অনুরোধ । আশা করি অনুরোধ টা রাখবেন ।

    হূমম আপনি তো শহীদ আফ্রিদির রেকর্ড ভাংলেন। আরো এগিয়ে যান আপনি ।
    আসলে ভাই অনেক ব্যাস্ত তাই টিউন লিখতে পারিনা আর তাছাড়া এখন কোয়ানটিটি এর চাইতে কোয়ালিটিকে বেশী প্রাধান্য দিচ্ছি তাই হয়তো টিউন একটু কম।

    Quality is very much better than quantity.
    কোয়ানটিটি সবাই বানাতে পারে কিন্তু কোয়ালিটি টিউন সবাই করতে পারে না।

    আমরা চাই কোয়ালিটি।
    শাকিল ভাই আপনার মূলনীতি ১০০% ঠিক। আপনার শেষ টিউনটি তার চমৎকার একটা প্রমান। টেকটিউনস এ এত চিন্তাভাবনা করে লিখার লোক কম আছে।
    সবাইতো আপনাদের কাছ থেকে শেখে।
    তাই কঠিন হলেও আপনাদেরকে ভাল পথই বাছাই করে নিতে হবে।

Level New

নবার কথা বিবেচনা !!! ,,,,,,ন নাকি স ….. সবচেয়ে দ্রুত একশত টিউনের জন্য অভিনন্দন।

    মঈন ভাই আমার আবার নাম চেন্জ করতে ইচ্ছা করতেছে যেমন আপনি এভাটার চেন্জ করছেন । কারন আপনের বকা খাইতে খুব ইচ্ছা করতেছে । হি হি হি

    আপনার আসল নামটি জানতে বড়ই ইচ্ছা আমার।

    শাকিল ভাই আসলে আমিও আজকে থেকে চিন্তা করলাম কম টিউন করব কিন্তু সবগুলোই হবে দৃষ্টিন্দন এবং আকর্ষনীয় । আর আমার পুরো নাম হল মোঃ হামিদুর রহমান হাসিব ।

হাসিব ভাই আপনার শততম টিউনের জন্য অভিনন্দন।
আপনার টিউন গুলো চমৎকার।
দারুন একটা সফটওয়্যার খুজ দেওয়ার জন্য ধন্যবাদ।