আমরা অনেকেই একটি সফটওয়ারের মাধ্যমে আমাদের অনেক কাজ সেরে ফেলতে চাই কেননা আমাদের দেশের যা নেটের স্পিড তা আমরা ঠিকমত পাই না । যেখানে অনেক ব্যান্ডউইথ আমাদের পরে থেকে নষ্ট হয় । কিন্তু এজন্যই আমরা কয়েকটি সফটওয়ারের কাজ একটি সফটওয়ারের মাধ্যমেই করতে চাই । আজকে আমি এমন সফটওয়ার নিয়ে লিখছি তাতে করে প্রায় ২৫ টি সফটওয়ারের কাজ একটিতেই করতে পারবেন । আর নবার কথা বিবেচনা করেই আমি আমার টিউনগুলো করি যাতে করে Gprs মডেম ইউজাররাও যেন আমার সফটওয়ারগুলো ব্যবহার করতে পারে ।
এই সফটওয়ারটি অনেক কাজ করে দিবে যার জন্য আপনাকে আগে কয়েকটি সফটওয়ার ব্যবহার করতে হত ।
কি কি কাজ করা যাবে এই সফটওয়ারের মাধ্যমেঃ
Advanced Pc Tweaker 4.2 হল নতুন ভার্সন । যা আপনি ব্যবহার করতে পারবেন সিরিয়াল সহ ।
এছাড়াও আরও প্রায় ১০ টি সফটওয়ারের কাজ আপনি এটার মাধ্যমে করতে পারবেন । তবে এটার সাথে যে কেজেন দেয়া আছে তাতে আপনাকে সিরিয়াল দেবার পর ইনভেলিড বলবে কিন্তু সিরিয়ালের অপশন কেটে দিলেই রেজিস্ট্রেসন হয়ে যাবে । এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
সকলকে ধন্যবাদ........................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
হাসিব,
শততম টিউনে তোমাকে স্বাগতম এবং প্রাণঢালা ভালোবাসা জানাই ।
সকাল থেকেই তোমার শততম টিউনটি উপভোগ করার জন্য নেটে ছিলাম ।
——————-@@@@@————————–