এই প্রথম টিউন সমগ্র বাংলাদেশের পরিচিতি নিয়ে

বাংলাদেশ দক্ষিন এশিয়ায় অবস্থিত । এর চারদিকের সীমানার মধ্যে তিন দিকেই আছে ভারত এবং একদিকে কিছুটা মায়ানমারের সীমানা এবং প্রায় পুরোটাই বঙ্গোপসাগর । বাংলাদেশের মোট আয়তন ১৪৭৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬৯৭৭ বর্গ মাইল । আর ঢাকা হল বাংলাদেশের রাজধানী । বাংলদেশ একটি জনবহুল দেশ তার আয়তনের তুলনায় । বাংলাদেশের নিজস্ব কিছু ইতিহাস রয়েছে তবে সবচেয়ে খারাপ সময় ছিল বাংলাদেশের জন্যে ১৯৪৭ - ১৯৭১ সাল পর্যন্ত । যার নিয়ন্ত্রিত হয়েছিল পাকিস্তান দ্বারা । কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহীনি মিলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে । বাংলাদেশ একটি নিচু দেশ হওয়ার এর প্রায় ৮০% জায়গায় পানি প্রবেশ করে বর্ষা মৌষুমে । বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইক্লোন হয়েছিল ১৯৭০ সালে , তখন প্রায় ৫ লক্ষ লোক মারা গিয়েছিল । ১৯৯১ সালের বড় সাইক্লোনে ১ লক্ষ ২০ হাজার লোক মারা গিয়েছিল এবং প্রায় দশ লক্ষ লোক গৃহহীন হয়েছিল । ১৯৯৬ সালের টর্নেডোর আঘাতে বাংলাদেশের প্রায় ৪৪০ জন মারা গিয়েছিল এবং প্রায় হাজার জন মানুষ আহত হয়েছিল । এই টর্নেডো প্রায় ৮০% গ্রাম কে ক্ষতি গ্রস্থ করেছিল । ১৯৯৮ সালের জরিপে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ৭৫ লক্ষ ৬৭ হাজার ২ জন । বাংলঅদেশের জনসংখ্যার মধ্যে ৬০% হল যুবক যারা ২৫ বছর বয়সেরও নিচে । মাত্র ৩ % লোক ৬৫ বছর বা তার বোশী বয়সের । বাংলাদেশের লেকেদের গড় আয়ু ৫৭ বছর । ১৯৭১ সালে ঢাকায় বাস করত মাত্র ৩৩ লক্ষ ৬৮ হাজার ৯ শত ৪০ জন ।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ( ১৯২১ ) সবচেয়ে বড় ।এছাড়াও বাংলাদেশের ইউনিভার্সিটি অফ ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (১৯৬২) , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৯৭০) , বাংলাদেশ এ্যাগরিকালচারাল ইউনিভার্সিটি ( ময়মনসিং ১৯৬১, চট্টগ্রাম ১৯৬৬ ) , রাজশাহী ইউনিভার্সিটি ( ১৯৫৩ ) । আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে প্রতি বছির ৫ লক্ষ ছাত্র শিক্ষা লাভ শেষ করে ।

বাংলাদেশের মধ্যে ২ লক্ষ ৪ হাজার ২২ কিলোমিটার যানবাহল চলাচলের রাস্থা । ১৯৯৭ সালের হিসাব অনুযায়ী প্রতি ১ হাজার জন লোকের জন্য গড়ে মাত্র ১ টি যানবাহন ছিল । বাংলাদেশের ১ লক্ষ ৩৩ হাজার ৯১০ বর্গ কিলোমিটার হল স্থলভাগ এবং ১ লক্ষ ৯০ বর্গকিলোমিটার হল জলভাগ । এর মধ্যে চাষাবাদ করা হয় ৩১ হাজার বর্গকিলোমিটার জায়গায় । সর্বশেষ ২০০০ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখা ছিল ১২ কোটি ৯১ লক্ষ ৯৪ হাজার ২২৪ জন । বাংলঅদেশের জনসংখার মধ্যে ৮৮.৩% লোক হল মুসলিম , ১০.৫% হিন্দু এবং অন্যান্য হল ১.২% । সমগ্র বাংলাদেশের মধ্যে ছোট বড় মোট ১৬ টি এয়ারপোর্ট রয়েছে । বাংলেদেশের পুলিশ , বিডিয়ার , সেনাবাহীনি , বিমান বাহীনি , নৌবাহিনী , আনসার সহ প্রায় ৩ কোটি ৪৬ লক্ষ ৮৩ হাজার ৪১৪ জন আইন শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত ।

Dhaka-district

Chittagong-district

Bagerhat-district

Sylhet-district

Cox's-bazar-district

Tangail-district

Narayanganj-district

Mymensingh-district

Lakshmipur-district

Bandarban-district

Chandpur-district

Khulna-district

Gopalganj-district

Comilla-district

Bhola-district

Brahmanbaria-district

Barguna-district

Shariatpur-district

Jamalpur-district

Kurigram-district

Rajshahi-district

Pirojpur-district

Faridpur-district

Rangamati-district

Joypurhat-district

Habiganj-district

Noakhali-district

Barisal-district

Pabna-district

Sirajganj-district

Gazipur-district

Rajbari-district

Thakurgaon-district

Feni-district

Khagrachhari-district

Bogra-district

Rangpur-district

Sunamganj-district

Maulvi-bazar-district

Kishoreganj-district

Gaibandha-district

Magura-district

Madaripur-district

Jessore-district

Naogaon-district

Panchagarh-district

Jhalokati-district

Sherpur-district

Nawabganj-district

Narail-district

Narsingdi-district

Kushtia-district

Dinajpur-district

Natore-district

Chuadanga-district

Patuakhali-district

Lalmonirhat-district

Netrokona-district

Manikganj-district

Munshiganj-district

Nilphamari-district

Satkhira-district

Jhenaidaha-district

Meherpur-district

আরও অনেক কিছু লেখার ইচ্ছা ছিল কিন্তু আরও বড় লেখলে আপনাদের বিরক্ত লাগতে পারে তাই এখানেই এই টিউনটি সমাপ্ত করলাম ।

বিদ্রঃ শুধুমাত্র টিনটিন ভাইয়ের রিকয়েস্টের জন্যই এই টিউনটি করা ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“আসুন সবাই বাঁচাই এই দেশকে
আসুন সবাই বন্ধু হই
বন্ধু হয়ে সালাম জানাই দেশকে
আমাদের ভয়ে শত্রুরা গেল কই?

শত্রু মুক্ত দেশ চাই ঝগড়া যুক্ত নয়
দেশের জন্য থাকবো মোরা
সুন্দর করবো কথা নয়
কাজের দ্বারা দেশের গড়া ।”
————————————————
(ধন্যবাদ হাসিব বাংলাদেশকে উপস্থাপন করার জন্য)

    রুহুল আমীন ভাই আপনার কমেন্টটা খুব ভাল লাগছে । ধন্যবাদ…………………..

হাসিব পুরা বাংলাদেশতো তুমি টেকটিউনসের ভিতরে নিয়ে আসলা।ভাল হয়েছে

Level 2

VALO BAI ARO….CHAI….

আশাকরি অনেকের এটা কাজে লাগবে। ধন্যবাদ হাসিব ভাই।