মোবাইল ফোনে বাংলা ওয়েবসাইট দেখা

আমাদের মধ্যে অনেকেই আছে যারা কম্পিউটারের পাশাপাশি মোবাইলে ইন্টারনেট চালায় তাদের জন্য টিউনটি করা।

আমরা বাঙগালী তাই আমাদের দেশে বাংলা ওয়েবসাইট এর সংখ্যা আনেক আর যেহেতু আমরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি তাই আমাদের বাংলা ওয়েবসাইটও দেখতে হয় আর যে সকল মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা যায় না তাদের বাংলা ওয়েবসাইট দেখতে যা করতে হবে তা হলঃ- প্রথেম http://www.opera.com/mini এই ঠিকানা থেকে ওপেরা মিনি মোবাইলে নামিয়ে নিতে হবে। এরপর সেটি মোবাইলে ইনষ্টল করে নিন। এবার ওপেরা মিনি চালু করে Menu\Tools\Settings এ যান এবং Font size-এ Large নিবাচন করুন এবং Mobile view সক্রিয় করে সেইভ করুন। এরপর ইন্টারনেট ব্যবহারের সফটওয়্যারের ঠিকানা লেখার জায়গায় about:config এন্টার করুন। Power-User settings আসবে। এখানে User bitmap fonts for complex scripts অপশনের No পরিবতন করে Yes করুন এবং সেইভ করুন। এবার ইউনিকোড সমথিত যেকোনো বাংলা ওয়েবসাইট খুলে দেখুন পড়া যাবে।

বিঃ দ্রঃ ওপেরা মিনি চালানোর জন্য অবস্যই মোবাইলটি জাভা সমথিত হতে হবে।

আমি দুঃখীত রেফ কিভাবে দেয় আমি জানি না।

Level 0

আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস