বিশ্বের ২৫ টি দর্শনীয় স্থান

আমরা কে না ভ্রমন ভালবাসি কিন্তু ভ্রমন ভালবাসলেই তো আর হয়না ভ্রমনে যেতে টাকাও দরকার । আর গাইড তো লাগেই । যাই হোক দেখুন বিশ্বর ২৫ টি স্থান । আশা করি স্থানগুলো আপনাদের ভাল লাগবে ।

Grand Canyon:


এই স্থানটি আমেরিকার অ্যারিজোনা স্টেট এর কলোরাডো নদীর তীরে অবস্থিত । এখানে প্রতি বছর প্রায় ৫০ লক্ষ টুরিষ্ট এই জায়গাটিকে দেখতে আসে । পানি এবং বাতাসের কারনে পাহাড়টি ক্ষয় হয়ে Grand Canyon এ রুপান্তর হয়েছে ।

Great Barrier Reef:


এটা পৃথিবীর সর্ববৃহৎ coral reef ecosystem । এটা অস্ট্রেলিয়ায় অবস্তিত এবং এই দ্বীপে প্রায় ১০০০০ প্রজাতীর মধ্যে ১৫০০ প্রজাতীর মাছ ও ২০০ প্রজাতীর পাখি এখানেই পাওয়া যায় ।

Florida:


এই স্থান কে Sunshine State বলা হয় । এখানে বেশীরভাগ ভিজিটর শীতের সময় ভিজিট করতে আসে । এটা আমেরিকার সাউথ ইস্টার্ন স্টেট এ অবস্থিত ।

The South Island:


এই স্থানটি নিউজিল্যান্ডে অবস্থিত । এখানে ১০ টি ন্যাশনাল পার্ক আর এগুলো ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের সাথে যুক্ত ।

Cape Town:


যারা আমরা ক্রিকেট খেলা পছন্দ করি তারা কম বেশী কেপটাউন সম্পর্কে জানি ।

Golden Temple:


যদি কেউ ভারত বেড়াতে যান তাহলে সোনালী মন্দিরটি যেন দেখতে ভুলবেন না ।

Las Vegas:


এটা আমেরিকার Nevada স্টেট - এ অবস্থিত । এটাকে বিনোদনের শহর বলা হয় । বেশীর ভাগ লোক হানিমুনের জন্য এই জায়গাটিকে পছন্দ করে ।

Sydney:


এটা অস্ট্রেলিয়ার অর্থনীতির পাওয়ার হাউজ হিসেবে পরিচিত ।

New York:


মুভির জন্য এই শহরটা বিখ্যাত । প্রতি বছর প্রায় ২০০ মুভি এই শহরে নির্মান করা হয় ।

Taj Mahal:


তাজমহল ভারতের একটি দর্শনীয় স্থান । এবং এখানে প্রতি বছর অনেক লোক ভিজিট করতে আসে । তাজমহলের পাশাপাশি অনেক গুলো দর্শনীয় স্থান ঘুরে আসা যাবে কেনন প্রায় কাছাকাছি অনেক গুলো সুন্দর স্থান অবস্থিত ।

Canadian Rockies:


এই স্থানটি কানাডায় অবস্থিত । মনমুগ্ধকর একটি জায়গা ।

Uluru:


অস্ট্রেলিয়ায় এটি অবস্থিত । দেখতে স্থানটি আমার কাছে ব্যতিক্রম মনে হয় কারন এটার রং ।

Chichen Itza:


এই স্থানটি ম্যাক্সকোতে অবস্থিত । দেখতে এটি ছোট হলেও পুরোটা ভালভাবে দেখতে ২-৩ দিন সময় লাগবে ।

Machu Picchu:

এটা contrary cosmic স্টেট এ অবস্থিত । এটি সমুদ্রপৃষ্ট থেকে ২৩০০ মিটার উচুতে অবস্থিত । এটি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের মধ্যে একটি ।

Niagara Falls:


এই জায়গাটি আমেরিকা এবং কানাডার দুই অংশেই পরেছে । তবে কানাডা থেকেই এটি খূব সুন্দর ভাবে দেখা যায় ।

Petra:


এটিও ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের একটি । এটি জর্দানের নাবাতাইয়ান শহরে অবস্থিত ।

The Pyramids:


পিরামিডের কথা সবাই কমবেশি কিছু জানি । পিরামিডও ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের একটি । এখঅনে মার্চ-মে , সেপ্টেম্বর থেকে নভেম্বর ভিজিটরদের সবচেয়ে ভাল সময় ।

Venice:


এই স্থানটি ইটালিতে অবস্থিত । দেখতে খুবই সুন্দর একটি জায়গা । এই শহরটি ৩১৭ টি ছৌট দ্বীপ এবং ১৫০ টি খাল নিয়ে গঠিত ।

Maldives:


মালদ্বিপ এ ১১৯০ টি কোরাল দ্বীপ রয়েছে তার মধ্যে এটি একটি । সবচেয়ে বেশী ভিজিটর আসে ডিসেম্বর থেকে এপ্রিল ।

Great Wall of China:


চায়নার সবচেয়ে বড় অহংকার হল এটি । এই ওয়ালটির অনেক পুরোনো ইতিহাস আছে । যা তাদের নিরাপত্তা বিধান করেছে ।

Victoria Falls:


এটা ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের একটি এবং এটি নিউজিল্যান্ডে অবস্থিত ।

Hong Kong:


হংকং চায়নার একটি ভ্যস্ততম শহর। এখানে অক্টোবর,নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি সবচেয়ে বেশী ভিজিটর আসে ।

Yosemite National Park:


এই পার্কটি Sierra Nevada Mountain নিয়ে গঠিত । এবং প্রতি বছর ৪০ লক্ষ ভিজিটর এখানে ভিজিট করতে আসে ।

Hawaii:


এই দ্বীপটা দেখতে যেমন সুন্দর তেমনি নিরাপত্তাও বেশী ।

Paris:


প্যারিসের একটি দর্শনীয় স্থান আইফেল টাওয়ার । যার আছে কিছু পুরোনো ইতিহাস এবং এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু লোক এই টাওয়ারটি দেখতে আসে ।

সময় সল্পতার জন্য বেশী বিস্তারিত লিখতে পারলাম না । সকলকে ধন্যবাদ .............................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখা হয় নাই চক্ষু মেলিয়া ………………………………………………………. আমি আগে পুরা বাংলাদেশ দেখবার চাই ভাই!!

চীনের গ্রেট ওয়াল সম্পর্কিত বিস্তারিত টিউন চাই………….

vai venice city koi

    ভাই লেখাইতো আছে এটা ইতালিতে অবস্থিত ।

Level 0

NICE